২০১৮ ফিফা বিশ্বকাপ ফাইনাল

২০১৮ ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ছিল ২০১৮ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ। এটি ছিল ২১তম ফিফা বিশ্বকাপ ফাইনাল। ম্যাচটি ১৫ জুলাই ২০১৮ তারিখে রাশিয়ার মস্কো শহরের লুঝনিকি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হয় এবং ম্যাচটিতে ফ্রান্সক্রোয়েশিয়া অংশগ্রহণ করে। এ খেলায় ফ্রান্স ৪-১ গোলে ক্রোয়েশিয়াকে হারায়।

২০১৮ ফিফা বিশ্বকাপ ফাইনাল
২০১৮ বিশ্বকাপের ট্রফি অর্জন করে ফ্রান্স
ইভেন্ট২০১৮ ফিফা বিশ্বকাপ ফাইনাল
তারিখ১৫ জুলাই ২০১৮ (2018-07-15)
ভেন্যুলুঝনিকি স্টেডিয়াম, মস্কো
ম্যান অফ
দ্য ম্যাচ
অঁতোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স)[1]
রেফারিনেস্তর পিতানা (আর্জেন্টিনা)
দর্শক সংখ্যা৭৮,০১১[2]
আবহাওয়াআংশিক মেঘলা
২৭ °সে (৮১ °ফা)
আর্দ্রতা ৫১%[3]

২০১৮ এর পূর্বে, ফ্রান্স মাত্র একবার বিশ্বকাপ অর্জন করে যা ছিল ১৯৯৮ বিশ্বকাপে – যদিও তারা ২০০৬ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌছেছিল।অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলেছে। উভয় দল তাদের ফাইনালে যাওয়ার পথে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলগুলোকে পরাজিত করেছিল: ফ্রান্স পরাজিত করে ১৯৩০১৯৫০ বিশ্বকাপ বিজয়ী উরুগুয়েকে, ক্রোয়েশিয়া পরাজিত করে ১৯৬৬ বিশ্বকাপ বিজয়ী ইংল্যান্ডকে এবং উভয় দল পরাজিত করে ১৯৭৮ এবং ১৯৮৬ বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনাকেক্রোয়েশিয়া পূর্ব ইউরোপের তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত পৌঁছায়, এবং পূর্ব ইউরোপের প্রথম দেশ হিসেবে চেকোস্লোভাকিয়া জাতীয় ফুটবল দল ফাইনাল খেলে এবং সে ম্যাচে তার ব্রাজিলের কাছে পরাজিত হয়।

ফ্রান্স ফাইনালে ম্যাচে ৪-২ গোলে জয়ী হয়, প্রথমার্ধে একটি আত্মঘাতী গোল ও ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত হওয়া ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে পেনাল্টির মাধ্যমে তারা ২-১ গোলে এগিয়ে যায় । প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনাল খেলায় আত্মঘাতী গোল হয়। ২০০২ সালে ব্রাজিলের পর ৩২ টি দলের বিশ্বকাপে ফ্রান্স হচ্ছে দ্বিতীয় দল যারা কোনও অতিরিক্ত সময় বা পেনাল্টি শুট-আউট ছাড়াই তাদের সকল নকআউট ম্যাচ জিতে নেয়। বিজয়ী দল হিসেবে, ফ্রান্স ২০২১ ফিফা কনফেডারেশন্স কাপের জন্য উত্তীর্ণ হয়ে।

ভেন্যু

২০১৮ ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। স্টেডিয়ামটি মস্কো শহরের খামোভনিকি জেলায় অবস্থিত। রাশিয়ার বিশ্বকাপ নিলামে আঞ্চলিক ভেন্যু হিসেবে স্টেডিয়াটিন একটি বর্ধিত সংস্করণের নামকরণ চূড়ান্ত করা হয়, যা ২ ডিসেম্বর ২০১০ সালে ফিফা কর্তৃক মনোনীত করা হয়।[4] ১৪ ডিসেম্বর ২০১২ তারিখে জাপানের টোকিও শহরে ফিফা নির্বাহী কমিটির অনুষ্ঠিত একটি সভায় স্টেডিয়ামটিকে ২০১৮ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে মর্যাদা দেয়া হয়।[5] ফাইনাল ছাড়াও স্টেডিয়ামটিতে আরো ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে ১৪ জুন উদ্বোধনী ম্যাচ, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনাল।

রাতে বেলায় লুঝনিকি স্টেডিয়ামের বাহিরের দৃশ্য, দৃশ্যপটে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের মূল ভবন।

লুঝনিকি স্টেডিয়াম, পূর্বে গ্র্যান্ড এ্যারেনা অব দি সেন্ট্রাল লেনিন স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল (১৯৯২ সাল পর্যন্ত), মূলত ১৯৫৬ লুঝলিকি অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে সোভিয়েত ইউনিয়ন গ্রীষ্মকালীন স্পার্টকিডা গেমস হোস্ট করার জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।[6][7] স্টেডিয়ামটি দেশটির জাতীয় স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হয়, স্টেডিয়ামটিতে রাশিয়া জাতীয় দল এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন জাতীয় দলের অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়।[8][9] পূর্বে, স্টেডিয়ামটি বিভিন্ন সময় সিএসকেএ মস্কো, টর্পডো মস্কো এবং স্পার্টাক মস্কোর হোম গ্রাউন্ড হিসেবে ব্যবর্হত হয়। তবে বর্তমানে স্টেডিয়ামটি CSKA মস্কো ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবে ব্যাবহৃত হয়।

ফাইনালে যাওয়ার পথ

প্রতিপক্ষ

ফ্রান্স রাউন্ড ক্রোয়েশিয়া
প্রতিপক্ষ ফলাফল গ্রুপ পর্ব প্রতিপক্ষ ফলাফল
 অস্ট্রেলিয়া ২–১ ম্যাচ ১  নাইজেরিয়া ২-০
 পেরু ১–০ ম্যাচ ২  আর্জেন্টিনা ৩–০
 ডেনমার্ক ০–০ ম্যাচ ৩  আইসল্যান্ড ২-১
গ্রুপ সি বিজয়ী
অব দল খে পয়েন্ট
 ফ্রান্স
 ডেনমার্ক
 পেরু
 অস্ট্রেলিয়া
উৎস: ফিফা
চূড়ান্ত অবস্থান গ্রুপ ডি বিজয়ী
অব দল খে পয়েন্ট
 ক্রোয়েশিয়া
 আর্জেন্টিনা
 নাইজেরিয়া
 আইসল্যান্ড
উৎস: ফিফা
ফলাফল নকআউট পর্ব প্রতিপক্ষ ফলাফল
 আর্জেন্টিনা ৪-৩ ১৬দলের রাউন্ড  ডেনমার্ক ১-১ (অ.স.প.) (৩–২ পেনাল্টি)
 উরুগুয়ে ২-০ কোয়াটার-ফাইনাল  রাশিয়া ২-২ (অ.স.প.) (৪-৩ পেনাল্টি)
 বেলজিয়াম ১–০ সেমি-ফাইনাল  ইংল্যান্ড ২-১ (অ.স.প.)

ম্যাচ

বিস্তারিত

ফ্রান্স[10]
ক্রোয়েশিয়া[10]
GKউগো লরিস (অধি)
RBবঁজামাঁ পাভার
CBরাফায়েল ভারান
CBস্যামুয়েল উমতিতি
LB২১লুকাস এর্নান্দেজ ৪১’
CMপল পগবা
CM১৩এনগোলো কঁতে ২৭’ ৫৫’
RW১০কিলিয়ান এমবাপে
AMঅঁতোয়ান গ্রিয়েজমান
LW১৪ব্লেস মাতুইদি ৭৩’
CFঅলিভিয়ে জিরু ৮১’
খেলোয়াড় বদল:
MF১৫স্তেভেন জঞ্জি ৫৫’
MF১২করেন্তিনো তোলিসো ৭৩’
FW১৮নাবিল ফেকির ৮১’
ম্যানেজার:
দিদিয়ে দেশঁ
GK২৩দানিয়েল সুবাশিচ
RBশিমে ভ্রাসাইকো ৯০+২’
CBদেয়ান লোভরেন
CB২১দোমোগোই ভিদা
LBইভান স্ত্রিনিচ ৮১’
CMইভান রাকিতিচ
CM১১মার্সেলো ব্রোজোভিচ
RW১৮আনতে রেবিচ ৭১’
AM১০লুকা মদরিচ (অধি)
LWইভান রাকিতিচ
CF১৭মারিও মান্দজুকিচ
খেলোয়াড় বদল:
FWআন্দ্রেই ক্রামারিচ ৭১’
FW২০মার্কো পিয়াকা ৮১’
ম্যানেজার:
জাৎকো দালিচ

ম্যাচসেরা:
অঁতোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স)[1]

সহকারী রেফারিগণ:[10]
এর্নান মাইদানা (আর্জেন্টিনা)
হুয়ান পাবলো বেলাতি (আর্জেন্টিনা)
চতুর্থ অফিসিয়াল:
বিয়র্ন কাইপার্স (নেদারল্যান্ডস)
রিজার্ভ সহকারী রেফারি:
এরউইন জাইনসত্রা (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও রেফারীগণ::
ম্যাসিমিলিয়ানো ইরাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারী:
মাওরো বিগলিয়ানো (আর্জেন্টিনা)
কার্লস অস্ট্রোজ (চিলি)
দেননি মক্কেলই (নেদারল্যান্ডস)

ম্যাচ নিয়ম[11]

  • ৯০ মিনিট
  • ৩০ মিনিট অতিরিক্ত সময় (যদি প্রয়োজন হয়)
  • অতিরক্তি সময়ের পরও যদি ফলাফল ড্র থাকে তবে পেনাল্টি শুট-আউট
  • বারো নাম্বারযুক্ত বিকল্পের সর্বোচ্চ
  • সর্বোচ্চ ৩ জনকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে খেলানো যাবে, অতিরিক্ত সময়ে আরো একজনকে বদলি হিসেবে খেলানো যাবে।

পরিসংখ্যান

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "France v Croatia – Man of the Match"FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮
  2. "Match report – Final – France v Croatia" (PDF)। FIFA। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮
  3. "Start list – Final – France v Croatia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮
  4. Clegg, Jonathan; White, Gregory L. (২ ডিসেম্বর ২০১০)। "Russia to Host 2018 World Cup; Qatar Gets 2022"The Wall Street Journal। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮(সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য))
  5. "Russia 2018 to start and finish at Luzhniki Stadium"FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭
  6. "Putin's goal is to showcase Russia at 2018 World Cup"রয়টার্স। ১৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮
  7. Moscow Fiscultura i Sport (১৯৮১)। Games of the XXII Olympiad: Offical Report of the Organising Committee, Volume 2 (প্রতিবেদন)। International Olympic Committee। পৃষ্ঠা 46–51। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ Olympics World Library-এর মাধ্যমে।
  8. "Luzhniki Stadium: All you need to know"FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮
  9. "Luzhniki Stadium"FIFA.com। Fédération Internationale de Football Association। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭
  10. "Tactical Line-up – Final – France v Croatia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮
  11. "Regulations – 2018 FIFA World Cup Russia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭
  12. "Match report: Half-time – Final – France v Croatia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.