২০১৮ ফিফা বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবাম
২০১৮ ফিফা বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবাম একটি আসন্ন সংকলন অ্যালবাম। এর বৈশিষ্টায়িত গানসমূহ লিখিত এবং নির্বাচিত হয়েছে রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্যে।
২০১৮ ফিফা বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবাম | ||||
---|---|---|---|---|
বিভিন্ন শিল্পী কর্তৃক সংকলন | ||||
মুক্তির তারিখ | ২০১৮ | |||
ভাষা | ইংরেজি, স্পেনীয়, রুশ | |||
ফিফা বিশ্বকাপ কালক্রম | ||||
| ||||
২০১৮ ফিফা বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবাম থেকে একক গান | ||||
| ||||
পটভূমি
মার্চ ৯, ২০১৮-এ, দ্য কোকা-কোলা ২০১৮ টুর্নামেন্টের জন্য প্রচারমূলক সংগীত প্রকাশ করে, গানটির শিরোনাম: "কালারস", গানটি গেয়েছেন মার্কিন গায়ক জেসন দেরুলো।[1][2] গানটির স্পেনীয় সংস্করণ, ফিচারিং কলম্বিয়ান গায়ক মালুমা, মুক্তি পায় এপ্রিল ১৩, ২০১৮ তারিখে।[3].
২০১৮ ফিফা বিশ্বকাপ-এর অফিসিয়াল গান হিসাবে নির্বাচিত হয়েছে "লিভ ইট আপ", এর গায়ক হচ্ছে মার্কিন গায়ক নিকি জ্যাম সমন্বিত মার্কিন র্যাপার-অভিনেতা-প্রযোজক উইল স্মিথ এবং কসোভোর নাগরিক ইরা ইজত্রেফাই।[4] গানটির প্রযোজক মার্কিন সঙ্গীত শিল্পী, ডিজে এবং গীতিকার ডিপলো, এবং ২৫শে মে, ২০১৮ তারিখে এটি মুক্তি পায়।[5][6][6][7]
চূড়ান্ত গানসমূহ
- "লিভ ইট আপ" - নিকি জ্যাম ফিচারিং উইল স্মিথ এবং ইরা ইজত্রেফাই
- "কালারস" - জেসন দেরুলো
- "পসিটিভো" - জে বালভিন ফিচারিং মাইকেল ব্রান
- "ইউনাইটেড বাই লাভ" - নাতালিয়া ওরেইরো
- "কোমান্ডা" - পোলিনা জাগারিনা ফিচারিং ইগর ক্রেড এবং স্মাশ
- "ওয়ান ওর্য়াল্ড" - রেডওয়ান ফিচারিং আডেলিনা ও নাও ইউনাইটেড
- "গোলি গোলি" - আরাশ ফিচারিং পিটবুল, নুশা এবং ব্লাংকো
আরও দেখুন
তথ্যসূত্র
- "Jason Derulo announces "Colors", the 2018 World Cup official song"। ফেব্রুয়ারি ২, ২০১৮।
- "Jason Derulo - Colors (Official Music Video) The Coca-Cola Anthem for the 2018 FIFA World Cup"। এপ্রিল ১১, ২০১৮।
- "Jason Derulo, Maluma - Colors"। এপ্রিল ১৩, ২০১৮।
- "লিভ ইট আপ (আনুষ্ঠানিক গান ২০১৮ ফিফা বিশ্বকাপ রাশিয়া) [ফিচারিং উইল স্মিথ ও ইরা ইজত্রেফাই] – আইটিউনস-এ নিকি জ্যামের একক"। আইটিউনস স্টোর (এইউ)। সংগ্রহের তারিখ মে ২৫, ২০১৮।
- "উইল স্মিথ, নিকি জ্যাম এবং ইরা ইজত্রেফাই অফিসিয়াল বিশ্বকাপের গান উপস্থাপন করবেন"। মে ২২, ২০১৮।
- "Will Smith & Nicky Jam Will Perform Official FIFA World Cup Song With Era Istrefi"। মে ২১, ২০১৮।
- "Official World Cup song to feature Will Smith, Nicky Jam and Era Istrefi"। মে ২২, ২০১৮।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.