২০১৮ ফিফা বিশ্বকাপ গ্রুপ এ

২০১৮ ফিফা বিশ্বকাপ এর গ্রুপ এ পর্বের খেলা ২০১৮ সালের ১৪ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হয়।[1] এই গ্রুপে অংশগ্রহণ করে রাশিয়া, সৌদি আরব, মিশর এবং উরুগুয়ে। পয়েন্ট তালিকায় প্রথম দুই দল উরুগুয়ে ও রাশিয়া পরবর্তী ১৬ দলের পর্বে অগ্রসর হয়।[2]

দলসমূহ

ড্র অবস্থান দল পট কনফেডারেশন বাছাইয়ের
পদ্ধতি
যোগ্যতা অর্জনের
তারিখ
বিশ্বকাপে সর্বমোট
অংশগ্রহণ
সর্বশেষ
অংশগ্রহণ
সর্বোচ্চ
সাফল্য
ফিফা র‌্যাঙ্কিং
অক্টোবর ২০১৭[টীকা 1] জুন ২০১৮
এ১ রাশিয়াউয়েফাআয়োজক২ ডিসেম্বর, ২০১০১১তম[টীকা 2]২০১৪চতুর্থ স্থান (১৯৬৬)[টীকা 3]৬৫৭০
এ২ সৌদি আরবএএফসিএএফসি তৃতীয় পর্বের গ্রুপ বি এর রানার-আপ৫ সেপ্টেম্বর, ২০১৭৫ম২০০৬১৬ দলের পর্ব (১৯৯৪)৬৩৬৭
এ৩ মিশরসিএএফসিএএফ তৃতীয় পর্বের গ্রুপ ই এর চ্যাম্পিয়ন৮ অক্টোবর, ২০১৭৩য়১৯৯০প্রথম পর্ব (১৯৩৪), গ্রুপ পর্ব (১৯৯০)৩০৪৫
এ৪ উরুগুয়েকনমেবলকনমেবল রাউন্ড রবিন প্রতিযোগিতায় রানার-আপ১০ অক্টোবর, ২০১৭১৩তম২০১৪চ্যাম্পিয়ন (১৯৩০, ১৯৫০)১৭১৪
টীকা
  1. ২০১৭ সালের অক্টোবর মাসের র‌্যাঙ্কিং এর সাহায্যে চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হয়।
  2. এটা ফিফা বিশ্বকাপে রাশিয়ার চতুর্থ বারের মত অংশগ্রহণ। কিন্তু ফিফা রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরী হিসাবে গণ্য করে যারা এর আগে বিশ্বকাপে সাতবার অংশগ্রহণ করেছে।
  3. রাশিয়ার সর্বোচ্চ সাফল্য হল ১৯৯৪, ২০০২ এবং ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা। কিন্তু ফিফা রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরী হিসাবে গণ্য করে।

মাঠ

অবস্থান

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 উরুগুয়ে +৫ নকআউট পর্বে উন্নীত
 রাশিয়া (H) +৪
 সৌদি আরব
 মিশর
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার
(H) স্বাগতিক।

১৬ দলের পর্বে:

  • গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন গ্রুপ বির রানার-আপের সাথে খেলবে।
  • গ্রুপ এ-এর রানার-আপ গ্রুপ বির চ্যাম্পিয়নের সাথে খেলবে।

খেলাসমূহ

খেলার সময়সূচী স্থানীয় সময় অনুযায়ী দেয়া হয়েছে।[1]

রাশিয়া বনাম সৌদি আরব

দুই দলের কেবল একবার দেখা হয়েছিল, ১৯৯৩ সালের ৬ অক্টোবরে সৌদি আরবে অনুষ্ঠিত একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে যেখানে সৌদি আরব ৪-২ ব্যবধানে বিজয়ী হয়।[3]

রাশিয়া ৫–০ সৌদি আরব
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭৮,০১১[4]
রেফারি: নেস্তর পিতানা (আর্জেন্টিনা)
রাশিয়া[5]
সৌদি আরব[5]
গোইগর আকিনফিভ (অধি:)
রা.ব্যামারিও ফের্নান্দেস
সে.ব্যাইলা কুতেপভ
সে.ব্যাসার্জেই ইগনাশেভিচ
লে.ব্যা১৮ইউরি ঝিরকভ
সে.মিইউরি গাজিনস্কি
সে.মি১১রোমান জবনিন
রা.উ১৯আলেক্সান্দ্র সামিদভ ৬৪’
অ্যা.মিআলান জাগোভ ২৪’
লে.উ১৭আলেক্সান্দ্র গয়োভিন ৮৮’
সে.ফ১০ফ্যাদোর স্মলভ ৭০’
খেলোয়াড় বদল:
দেনিস চেরিশেভ ২৪’
দালের কুজিয়ায়েভ ৬৪’
২২আর্তেঁম জিউবা ৭০’
ম্যানেজার:
স্তানিস্লাভ চেরচেসভ
গোআব্দুল্লাহ আল-মায়ুফ
রা.ব্যামোহাম্মদ আল-ব্রিক
সে.ব্যাওসামা হাউসাউই (অধি:)
সে.ব্যাওমর হাউসাউই
লে.ব্যা১৩ইয়াসির আল-শাহরানি
ডি.মিসালমান আল-ফরজ
সে.মি১৪আব্দুল্লাহ ওতায়েফ ৬৪’
সে.মি১৭তাইসির আল-জাসিম ৯০+৩’
রা.উ১৮সালিম আল-দাউসারি
লে.উইয়াহিয়া আল-শেহরি ৭২’
সে.ফ১০মোহাম্মদ আল-সাহলাউই ৮৫’
খেলোয়াড় বদল:
১৯ফাহাদ আল-মুয়াল্লাদ ৬৪’
হাত্তান বাহেব্রী ৭২’
২০মুহান্নদ আসসিরি ৮৫’
ম্যানেজার:
হুয়ান আন্তোনিও পিজ্জি

ম্যান অব দ্য ম্যাচ:
দেনিস চেরিশেভ (রাশিয়া)[6]

সহকারী রেফারি:[5]
এর্নান মাইদানা (আর্জেন্টিনা)
হুয়ান পাবলো বেলাতি (আর্জেন্টিনা)
চতুর্থ রেফারি:
সান্দ্রো হিচি (ব্রাজিল)
পঞ্চম রেফারি:
এমারসন দে কারভালহো (ব্রাজিল)
ভিডিও সহকারী রেফারি:
মাসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
মাউরো ভিগলিয়ানো (আর্জেন্টিনা)
কার্লোস আসত্রোজা (চিলি)
দানিয়েলে অরসাতো (ইতালি)

মিশর বনাম উরুগুয়ে

দুই দলের কেবল একবার দেখা হয়েছিল, ২০০৬ সালে অনুষ্ঠিত একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে যেখানে উরুগুয়ে ২–০ ব্যবধানে বিজয়ী হয়[3]

মিশর ০–১ উরুগুয়ে
প্রতিবেদন
ইয়েকাতেরিনবুর্গ এরিনা, ইয়েকাতেরিনবুর্গ
দর্শক সংখ্যা: ২৭,০১৫[7]
রেফারি: বোর্ন কুয়েপার্স (নেদারল্যান্ডস)
মিশর[8]
উরুগুয়ে[8]
গো২৩মোহাম্মদ এল-শেনাউই
রা.ব্যাআহমেদ ফাতহি (অধি:)
সে.ব্যাআলি গাবর
সে.ব্যাআহমেদ হেগাজি ৯০+৬’
লো.ব্যা১৩মোহাম্মদ আবদেল শাফি
সে.মিতারেক হামেদ ৫০’
সে.মি১৭মোহাম্মদ এলনেনি
রা.উ২২আমর ওয়ার্দা ৮২’
অ্যা.মি১৯আব্দাল্লাহ সাঈদ
লে.উ২১ত্রেজেগেঁ
সে.ফমারওয়ান মোহসেন ৬৩’
খেলোয়াড় বদল:
স্যাম মরসি ৫০’
১১কাহরাবা ৬৩’
১৪রামাদান সবহি ৮২’
ম্যানেজার:
হেক্টর কুপার
গোফের্নান্দো মুসলেরা
রা.ব্যাগিয়ের্মো ভায়েলা
সে.ব্যাহোসে হিমেনেজ
সে.ব্যাদিয়েগো গোদিন (অধি:)
লে.ব্যা২২মার্তিন কাসেরেস
রা.মিনাহিতান নান্দেজ ৫৮’
সে.মি১৫মাতিয়াস ভেসিনো ৮৭’
সে.মিরদ্রিগো বেনতানকুর
লে.মি১০জর্জিয়ান দে আরাস্কায়েতা ৫৯’
সে.ফলুইস সুয়ারেজ
সে.ফ২১এদিনসন কাভানি
খেলোয়াড় বদল:
কার্লোস সানচেজ ৫৮’
ক্রিস্তিয়ান রদ্রিগেজ ৫৯’
১৪লুকাস তোরেইরা ৮৭’
ম্যানেজার:
অস্কার তাবারেজ

ম্যান অব দ্য ম্যাচ:
মোহাম্মদ এল-শেনাউই (মিশর)[9]

সহকারী রেফারি:[8]
Sander van Roekel (নেদারল্যান্ডস)
Erwin Zeinstra (নেদারল্যান্ডস)
চতুর্থ রেফারি:
মিলোরাড মাজিক (সার্বিয়া)
পঞ্চম রেফারি:
মিলোভান রাস্টিক (সার্বিয়া)
ভিডিও সহকারী রেফারি:
ড্যানি মেকিলি (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পয়ল গিল (পোল্যান্ড)
সিরিল গ্রিংয়ের (ফ্রান্স)
Clément Turpin (ফ্রান্স)

রাশিয়া বনাম মিশর

রাশিয়া ৩-১ মিশর
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৪,৪৬৮[10]
রেফারি: এনরিকে কাসেরেস (প্যারাগুয়ে)
রাশিয়া[11]
মিশর[11]
GKইগর আকিনফিভ (অধি)
RBমারিও ফিগিরা ফের্নান্দেস
CBইলা কুতেপভ
CBসার্জেই ইগনাশেভিচ
LB১৮ইউরি ঝিরকভ ৮৬’
CM১১রোমান জবনিন
CMইউরি গাজিনস্কি
RW১৯আলেক্সান্দ্র সামিদভ
AM১৭আলেক্সান্দ্র গয়োভিন
LWদেনিস চেরিশেভ ৭৪’
CF২২আর্তেঁম জিউবা ৭৯’
খেলোয়াড় বদল:
MFদালের কুজিয়ায়েভ ৭৪’
FW১০ফ্যাদোর স্মলভ ৮৪’ ৭৯’
DF১৩ফ্যাদোর কুদ্রিশভ ৮৬’
ম্যানেজার:
স্তানিস্লাভ চেরচেসভ
GK২৩মোহাম্মদ এল-শেনাউই
RBআহমেদ ফাতহি (অধি)
CBআলি গাবর
CBআহমেদ হেজাজি
LB১৩মোহাম্মদ আবদেল শাফি
CMতারেক হামেদ
CM১৭মোহাম্মদ এলনেনি ৬৪’
RW১০মোহাম্মদ সালাহ
AM১৯আব্দাল্লাহ সাঈদ
LW২১ত্রেজেগেঁ ৫৭’ ৬৮’
CFমারওয়ান মোহসেন ৮২’
খেলোয়াড় বদল:
FW২২আমর ওয়ার্দা ৬৪’
FW১৪রামাদান সবহি ৬৮’
FW১১কাহরাবা (ফুটবলার) ৮২’
ম্যানেজার:
হেক্টর কুপার

ম্যাচসেরা:
দেনিস চেরিশেভ (রাশিয়া)[12]

উরুগুয়ে বনাম সৌদি আরব

দুই দল এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল। সর্বশেষটি ২০১৪ সালে, যেখানে খেলা ১-১ এ ড্র হয়েছিল।[13]

উরুগুয়ে ১–০ সৌদি আরব
প্রতিবেদন
রোস্তভ এরিনা, রোস্তভ-অন-দন
দর্শক সংখ্যা: ৪২,৬৭৮[14]
রেফারি: ক্লেমঁ তুরপাঁ (ফ্রান্স)
উরুগুয়ে[15]
সৌদি আরব[15]
GKফের্নান্দো মুসলেরা
RBগিয়ের্মো ভায়েলা
CBহোসে হিমেনেজ
CBদিয়েগো গোদিন (c)
LB২২মার্তিন কাসেরেস
RMকার্লোস সানচেজ ৮২’
CM১৫মাতিয়াস ভেসিনো ৫৯’
CMরদ্রিগো বেনতানকুর
LMক্রিস্তিয়ান রদ্রিগেজ ৫৯’
CFলুইস সুয়ারেজ
CF২১এদিনসন কাভানি
খেলোয়াড় বদল:
MF১৭দিয়েগো লাক্সালত ৫৯’
MF১৪লুকাস তোরেইরা ৫৯’
MFনাহিতান নান্দেজ ৮২’
ম্যানেজার:
ওস্কার তাবারেজ
GK২২মোহাম্মদ আল-ওয়াইস
RBমোহাম্মদ আল-ব্রিক
CBওসামা হাউসাউই (c)
CBআলী আল বুলাইহি
LB১৩ইয়াসির আল-শাহরানি
DM১৪আব্দুল্লাহ ওতায়েফ
CMসালমান আল-ফরজ
CM১৭তাইসির আল-জাসিম ৪৪’
RWহাত্তান বাহেব্রী ৭৫’
LW১৮সালিম আল-দাউসারি
CF19ফাহাদ আল-মুয়াল্লাদ ৭৮’
খেলোয়াড় বদল:
MF১৬হুসাইন আল-মোগাহউই ৪৪’
MF১২মোহাম্মদ কান্নো ৭৫’
FW১০মোহাম্মদ আল-সাহলাউই ৭৮’
ম্যানেজার:
হুয়ান আন্তোনিও পিজ্জি

ম্যান অব দ্য ম্যাচ:
লুইস সুয়ারেজ (উরুগুয়ে)[16]

উরুগুয়ে বনাম রাশিয়া

উরুগুয়ে ৩-০ রাশিয়া
প্রতিবেদন
কসমস এরিনা, সামারা
দর্শক সংখ্যা: ৪১,৯৭০[17]
রেফারি: মালাং দিয়েধিও (সেনেগাল)
উরুগুয়ে[18]
রাশিয়া[18]
GKফের্নান্দো মুসলেরা
CB১৯সেবাস্তিয়ান কোয়াতেস
CBদিয়েগো গোদিন (অধি)
CB২২মার্তিন কাসেরেস
DM১৪লুকাস তোরেইরা
CM১৫মাতিয়াস ভেসিনো
CMরদ্রিগো বেনতানকুর ৫৯’ ৬৩’
RWনাহিতান নান্দেজ ৭৩’
LW১৭দিয়েগো লাক্সালত
CFলুইস সুয়ারেজ
CF২১এদিনসন কাভানি ৯০+৩’
বদলি:
MF১০জর্জিয়ান দে আরাস্কায়েতা ৬৩’
MFক্রিস্তিয়ান রদ্রিগেজ ৭৩’
FW১৮মাক্সি গোমেজ ৯০+৩’
ম্যানেজার:
অস্কার তাবারেজ
GKইগর আকিনফিভ (অধি)
RB২৩ইগর স্মলনিকভ ২৭', ৩৬'
CBইলা কুতেপভ
CBসার্জেই ইগনাশেভিচ
LB১৩ফ্যাদোর কুদ্রিশভ
CM১১রোমান জবনিন
CMইউরি গাজিনস্কি ৯’ ৪৬’
RW১৯আলেক্সান্দ্র সামিদভ
AM১৫আলেকসি মিরানচুক ৬০’
LWদেনিস চেরিশেভ ৩৮’
CF২২আর্তেঁম জিউবা
বদলি:
DFমারিও ফিগিরা ফের্নান্দেস ৩৮’
MFদালের কুজিয়ায়েভ ৪৬’
FW১০ফ্যাদোর স্মলভ ৬০’
ম্যানেজার:
স্তানিস্লাভ চেরচেসভ

ম্যাচসেরা:
লুইস সুয়ারেজ (উরুগুয়ে)[19]

সৌদি আরব বনাম মিশর

সৌদি আরব ২-১ মিশর
প্রতিবেদন
ভলগোগ্রাদ এরিনা, ভলগোগ্রাদ
দর্শক সংখ্যা: ৩৬,৮২৩[20]
রেফারি: উইলমার রোলডান (কলম্বিয়া)
সৌদি আরব[21]
মিশর[21]
GK২১ইয়াসির আল মোসাইলেম
RBমোহাম্মদ আল-ব্রিক
CBওসামা হাউসাউই (অধি)
CB২৩মোতাজ হাউসাউই
LB১৩ইয়াসির আল-শাহরানি
DM১৪আব্দুল্লাহ ওতায়েফ
CMসালমান আল-ফরজ
CM১৬হুসাইন আল-মোগাহউই
RWহাত্তান বাহেব্রী ৬৫’
LW১৮সালিম আল-দাউসারি
CF১৯ফাহাদ আল-মুয়াল্লাদ ৭৯’
বদলি:
FW২০মুহান্নদ আসসিরি ৬৫’
MFইয়াহিয়া আল-শেহরি ৭৯’
ম্যানেজার:
হুয়ান আন্তোনিও পিজ্জি
GKএসাম এল-হেদারি (অধি)
RBআহমেদ ফাতহি ৮৬’
CBআলি গাবর ৪৫+৫’
CBআহমেদ হেজাজি
LB১৩মোহাম্মদ আবদেল শাফি
CM১৭মোহাম্মদ এলনেনি
CMতারেক হামেদ
RW১০মোহাম্মদ সালাহ
AM১৯আব্দাল্লাহ সাঈদ ৪৫+৭’
LW২১ত্রেজেগেঁ ৮১’
CFমারওয়ান মোহসেন ৬৪’
বদলি:
FW২২আমর ওয়ার্দা ৪৫+৭’
FW১৪রামাদান সবহি ৬৪’
FW১১কাহরাবা (ফুটবলার) ৮১’
ম্যানেজার:
হেক্টর কুপার

ম্যাচসেরা:
মোহাম্মদ সালাহ (মিশর)[22]

শৃঙ্খলা

গ্রুপ পর্বে যদি সামগ্রিক ও মুখোমুখি খেলার মানদন্ডের উপর ভিত্তি করেও যদি একাধিক দল একই অবস্থানে থাকে তবে সুশৃঙ্খল ভাবে খেলার জন্য পয়েন্ট এর উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারিত হবে। এই পয়েন্ট নির্ণয় করা হবে গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে যা নিম্নে বর্ণিত হল।[23]

  • প্রথম হলুদ কার্ড: ১ পয়েন্ট কাটা হবে;
  • পরোক্ষ লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড): ৩ পয়েন্ট কাটা হবে;
  • সরাসরি লাল কার্ড: ৪ পয়েন্ট কাটা হবে;
  • হলুদ কার্ড ও সরাসরি লাল কার্ড: ৫ পয়েন্ট কাটা হবে;

একটি ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য নিম্নে বর্ণিত উপায়ের মধ্যে শুধুমাত্র একভাবেই পয়েন্ট কাটা যাবে।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
 সৌদি আরব −১
 উরুগুয়ে −১
 মিশর −৫
 রাশিয়া −৬

তথ্যসূত্র

  1. "FIFA World Cup Russia 2018 - Match Schedule" (PDF) (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  2. "Regulations – 2018 FIFA World Cup Russia" (PDF) (ইংরেজি ভাষায়)। FIFA.com।
  3. "2018 FIFA World Cup – Statistical Kit" (PDF) (ইংরেজি ভাষায়)। FIFA.com। পৃষ্ঠা 3।
  4. "Match report – Group A – Russia-Saudi Arabia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮
  5. "Tactical Line-up – Group A – Russia-Saudi Arabia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮
  6. "Russia v Saudi Arabia – Man of the Match"FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮
  7. "Match report – Group A – Egypt-Uruguay" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮
  8. "Tactical Line-up – Group A – Egypt-Uruguay" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮
  9. "Egypt v Uruguay – Man of the Match"FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮
  10. "Match report – Group A – Russia-Egypt" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮
  11. "Tactical Line-up – Group A – Russia v Egypt" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮
  12. "Russia v Egypt – Man of the Match"FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮
  13. "2018 FIFA World Cup – Statistical Kit" (PDF) (ইংরেজি ভাষায়)। FIFA.com। পৃষ্ঠা 4।
  14. "Match report – Group A – Uruguay-Saudi Arabia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮
  15. "Tactical Line-up – Group A – Uruguay-Saudi Arabia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮
  16. "Uruguay v Saudi Arabia – Man of the Match"FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮
  17. "Match report – Group A – Uruguay v Russia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮
  18. "Tactical Line-up – Group A – Uruguay v Russia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮
  19. "Uruguay v Russia – Man of the Match"FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮
  20. "Match report – Group A – Saudi Arabia v Egypt" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮
  21. "Tactical Line-up – Group A – Saudi Arabia v Egypt" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮
  22. "Saudi Arabia v Egypt – Man of the Match"FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮
  23. "Regulations – 2018 FIFA World Cup Russia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.