ওসামা হাউসাউই

ওসামা হাউসাউই (আরবি: أسامة هوساوي, জন্ম: ৩১ মার্চ ১৯৮৪) হলেন সৌদি আরবের একজন ফুটবলার, যিনি বর্তমানে আল-হিলালের হয়ে মধ্য ডিফেন্ডারের দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি সৌদি আরব জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ওসামা হাউসাউই
ব্যক্তিগত তথ্য
জন্ম (1984-03-31) ৩১ মার্চ ১৯৮৪
জন্ম স্থান মক্কা, সৌদি আরব[1]
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্য ডিফেন্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল-হিলাল
জার্সি নম্বর ৩৩
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
আল-ওয়েহদা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৫–২০০৮ আল-ওয়েহদা ৫৯ (১)
২০০৮–২০১২ আল-হিলাল ৭৯ (৭)
২০১২ আন্ডারলেচ (০)
২০১২–২০১৬ আল-আহলি ৮৩ (৬)
২০১৬– আল-হিলাল ২৭ (০)
জাতীয় দল
২০০৭– সৌদি আরব ১২৩ (৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৯:০০, ২০ অক্টোবর ২০১৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২১:১৫, ১১ অক্টোবর ২০১৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

আল ওয়েহদা

ওসামা হাউসাউই আল-ওয়েহদা ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তিনি পেশাদার ফুটবলে পদার্পণ করেন এবং এর পর থেকে তিনি আল-ওয়েহদার প্রথম দলের হয়ে নিয়মিত খেলা শুরু করেন, যেখানে তিনি মধ্য ডিফেন্ডারের দায়িত্ব পালন করেছেন।

আল হিলাল

৫৯ ম্যাচে খেলে একটি মাত্র গোল স্কোর করার পর, ওসামা হাউসাউই আল হিলালে যোগদান করেন। আল হিলালে থাকাকালীন সময়ে, হাউসাউই এরিক গ্যারেটসের অধীনে উক্ত দলের হয়ে নিয়মিত খেলেছেন। অতঃপর তিনি উক্ত দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন। হাউসাউই আল হিলালের সাথে সর্বমোট ৭টি ট্রফি জয়লাভ করেছেন। যার মধ্যে ৩টি হলো লীগ ট্রফি (২০০৮, ২০১০ এবং ২০১১ সালের মৌসুমে) এবং ৪টি ক্রাউন প্রিন্স কাপ।

আন্ডারলেচ

২০১২ সালে এপ্রিলে, ওসামা হাউসাউই বেলজিয়ামের একটি দল আন্ডারলেচের সাথে ২ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেন, এর মাধ্যমে তিনি সৌদি আরবের প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে ইউরোপে খেলেন।[2] ওসামা হাউসাউই সৌদি আরব জাতীয় ফুটবল দলের প্রথম খেলোয়াড় হিসেবে বেলজীয় ক্লাব এবং লীগে খেলার যোগ্যতা অর্জন করেছেন। যদিও, আন্ডারলেচে থাকাকালীন তার সময়টি ছিল "ভুলে যাওয়ার মতো", কেননা সেখানে তিনি খুব কম সময় খেলার সুযোগ পেতেন। তিনি আন্ডারলেচের হয়ে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান, যেটি ছিল ওএইচ লেউভেনের বিরুদ্ধে। উক্ত খেলাটি ২০১২ সালের ২৫ আগস্ট অনুষ্ঠিত হয় যেটি আন্ডারলেচ ১–১ গোলে ড্র করেছিল। বেলজীয় সুপার কাপে আন্ডারলেচের হয়ে বিকল্প বেঞ্চে উপস্থিত ছিলেন কিন্তু কখনোই খেলার সুযোগ পাননি।

আল আহলি

২০১২ সালের নভেম্বর মাসে, অবশেষে ওসামা হাউসাউই বেলজিয়াম ত্যাগ করে দেয় এবং তার মাতৃভূমিতে ফিরে চলে আসে। সেখানে এসে তিনি আল আহলিতে যোগদান করে, তিনি এখানে যোগদানের জন্য ১.৫ মিলিয়ন গ্রহণ করেছিলেন।[3][4]

আল হিলাল

২০১৬ সালে, আল হিলাল ওসামা হাউসাউইকে পুনরায় তাদেরকে দলে ফিরিয়ে নিয়ে আসে, এবার তাকে আনতে তাদের ৫.৫ মিলিয়ন ডলার (২১ মিলিয়ন রিয়াল) খরচ করতে হয়েছিল।[5] আল হিলালে দ্বিতীয় বারের মতো যোগদান করার পর প্রথম মৌসুমেই তিনি সৌদি কিংস কাপ এবং সৌদি পেশাদারি লীগ জয়লাভ করেছেন।

ক্যরিয়ার পরিসংখ্যান

ক্লাব ক্যরিয়ার পরিসংখ্যান

ক্লাব মৌসুম সৌদি পেশাদারি লীগ কাপ এসিএল সর্বমোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
আল-ওয়েহদা ২০০৫–০৬ ১৮২২
২০০৬–০৭ ২০২১
২০০৭–০৮ ২১২৬
সর্বমোট ৫৯৬৯
আল হিলাল ২০০৮–০৯ ১৯৩০
২০০৯–১০ ১৮১০৩২
২০১০–১১ ২৩৩৬
২০১১–১২ ২৩৩৭
সর্বমোট ৮৩১৪২৪১৩৫১১
ক্লাব মৌসুম বেলজীয় প্রো লীগ কাপ ইউরোপ সর্বমোট
আর.এস.সি. আন্ডারলেচ ২০১২–১৩
সর্বমোট
ক্লাব মৌসুম সৌদি পেশাদারি লীগ কাপ এসিএল সর্বমোট
আল আহলি ২০১২–১৩ ১০১০২৫
২০১৩–১৪ ২৪৩০
২০১৪–১৫ ২৬৩৯
২০১৫–১৬ ২৩৩১
সর্বমোট ৮৩২২২০১২৫
ক্যারিয়ার সর্বমোট ২২৬১৪৪৩৪৮৩১৭১৮

আন্তর্জাতিক গোল

স্কোর এবং ফলাফলের তালিকায় সৌদি আরবের গোল ট্যালি প্রথমে উপস্থাপন করা হয়েছে।[6]
#তারিখভেন্যুপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
২ জুন ২০০৮কিং ফাহদ স্টেডিয়াম, রিয়াদ, সৌদি আরব লেবানন–১৪–১২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
২৭ ডিসেম্বর ২০০৮প্রিন্স মোহাম্মাদ বিন ফাহদ স্টেডিয়াম, দাম্মাম, সৌদি আরব সিরিয়া–০১–১প্রীতি ম্যাচ
২৯ মে ২০১০তিভলি ন্যু, ইন্সব্রাক, অস্ট্রিয়া স্পেন–০২–৩প্রীতি ম্যাচ
৩১ ডিসেম্বর ২০১০বাহরাইন জাতীয় স্টেডিয়াম, মানামা, বাহরাইন বাহরাইন–০১–০প্রীতি ম্যাচ
২৮ জুলাই ২০১১সিউ সাই ওয়ান স্পোর্টস গ্রাউন্ড, সিউ সাই ওয়ান, হংকং হংকং–০৫–০২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
১৫ অক্টোবর ২০১৩আম্মান জাতীয় স্টেডিয়াম, জর্ডান, ইরাক–০২–০২০১৫ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব
১৭ নভেম্বর ২০১৫জাতীয় স্টেডিয়াম, দিলি, পূর্ব তিমুর পূর্ব তিমুর২–০১০–০২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সকল তথ্য ২৬ এপ্রিল ২০১৫ পর্যন্ত সঠিক

সম্মাননাসমূহ

ক্লাব

আল হিলাল
  • সৌদি পেশাদারি লীগ (৩) : ২০০৯–১০, ২০১০–১১, ২০১৬–১৭
  • সৌদি ক্রাউন প্রিন্স কাপ (৪) : ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১১–১২
  • কিংস কাপ (১) : ২০১৭
আন্ডারলেচ
  • বেলজীয় সুপারকাপ (১): ২০১২
আল আহলি
  • সৌদি ক্রাউন প্রিন্স কাপ (১) : ২০১৪–১৫
  • সৌদি পেশাদারি লীগ (১) : ২০১৫-১৬
  • কিংস কাপ (১) : ২০১৬

আন্তর্জাতিক

তথ্যসূত্র

  1. http://www.foxsports.com/soccer/osama-hawsawi-player-stats
  2. "Official: Saudi Arabian international Osama Hawsawi signs two-year deal with Belgian giants Anderlecht"। Goal.com। ১৭ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১২
  3. "Osama Hawsawi trades Anderlecht for Al Ahli (in Dutch:Osama Hawsawi ruilt Anderlecht voor Al Ahli)" (Dutch ভাষায়)। Sports Magazine.bel। ২১ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১২
  4. "Anderlecht : Hawsawi rejoint Al Ahli" (French ভাষায়)। Mercato 365। ২১ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১২
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭
  6. "Hawsawi, Osama Salem"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.