সৌদি আরব

সৌদি আরব, সরকারিভাবে সৌদি আরব সম্রাজ্য (আরবি: المملكة العربية السعودية, প্রতিবর্ণী. আল-মামলাকাতুল-আরাবীয়াতুস-সূঊদিয়া) মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের উত্তরে জর্দানইরাক, উত্তরপূর্বে কুয়েত ,পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত, দক্ষিণপুর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত।

সৌদি আরব রাজ্য
المملكة العربية السعودية
আল-মামলেকা আল-আরবিয়া আ'স-সৌদিয়া
পতাকা Emblem
নীতিবাক্য: "لا إله إلا الله محمد رسول الله"
"আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই এবং মোহাম্মদ (সাঃ) আল্লাহর রসূল" (কালেমা)[1]
জাতীয় সঙ্গীত: "আশ আল মালেক"
"দীর্ঘজীবী হোক রাজা"

সৌদি আরবের অবস্থান
রাজধানী
এবং বৃহত্তম নগরী
রিয়াদ
২৪°৩৯′ উত্তর ৪৬°৪৬′ পূর্ব
সরকারি ভাষা আরবি
জাতীয়তাসূচক বিশেষণ সৌদি
সরকার শরিয়া পরিচালিত সেচ্ছারন্ত্রী রাজতন্ত্র
   বাদশাহ সালমান বিন আবদুল আজিজ
   যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ
   দ্বিতীয় যুবরাজ খালি
আইন-সভা মন্ত্রি পরিষদ
বাদশাহ কর্তৃক নিযুক্ত
প্রতিষ্ঠিত
   প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত ১৭৪৪ 
   দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত ১৮২৪ 
   তৃতীয় সৌদি রাষ্ট্র ঘোষিত ৮ই জানুয়ারী, ১৯২৬ 
   স্বীকৃত ২০শে মে, ১৯২৭ 
   রাজতন্ত্র একীভূত ২৩শে সেপ্টেম্বর, ১৯৩২ 
আয়তন
   মোট  কিমি (১৪ই)
 বর্গ মাইল
   জল/পানি (%) অতি সামান্য
জনসংখ্যা
   ২০১৭ আনুমানিক ৩৩,০০০,০০০[2] (৪০তম)
   ঘনত্ব ১৫/কিমি (২১৬তম)
./বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
২০১৭ আনুমানিক
   মোট $১.৮০৩ ট্রিলিয়ন[3] (১৪তম)
   মাথা পিছু $৫৫,২২৯[3] (১২তম)
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) ২০১৭ আনুমানিক
   মোট $৬৮৯.০০৪ বিলিয়ন[3] (২০তম)
   মাথা পিছু $২১,১০০[3] (৩৬তম)
মানব উন্নয়ন সূচক (২০১৪) ০.৮৩৭[4]
অতি উচ্চ · ৩৯তম
মুদ্রা রিয়াল (SR) (SAR)
সময় অঞ্চল AST (ইউটিসি+৩)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) (নিরীক্ষিত না) (ইউটিসি+৩)
গাড়ী চালনার দিক ডান
কলিং কোড +৯৬৬
ইন্টারনেট টিএলডি .sa, السعودية.

সৌদি আরব মূলত চারটি সতন্ত্র অঞ্চল হেজাজ, নজদ, আল হাসা পুর্বাঞ্চলীয় আরব এবং আসির দক্ষিণাঞ্চলীয় আরব নিয়ে গঠিত। আবদুল আজিজ ইবনে সৌদ ১৯৩২ সালে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ১৯০২ সালের শুরুতে রিয়াদ ও তার পুর্বপুরুষের রাজ্য দখলসহ ধারাবাহিক যুদ্ধের মাধ্যমে চারটি অঞ্চলকে একত্রিত করে একটি রাষ্ট্রে পরিণত করেন। দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামি আইনের অনুসরণ করা হয়। ইসলামের দুই পবিত্র মসজিদ মসজিদুল হারামমসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়। দেশটিতে ২,৮৭,০০০০০ জন বাস করে যার মধ্যে দুই কোটি সৌদিয়ান আর ৮৭,০০,০০০ জন বিদেশী। পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুদকারি দেশ। এই তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বাড়ছে তেমনিভাবে এর মানব সম্পদ উন্নয়ন সূচকেও উপরের দিকে। তাছাড়াও একমাত্র আরব দেশ হিসেবে জি-২০ প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য। দেশটি তার অর্থনীতিকে কর্পোরেশন কাউন্সিল ফর দ্য আরব স্টেটস অব দ্য গালফ (জিসিসি) এর মধ্যে ডাইভারইসিফাইড করছে। পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ সৌদি আরব। দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ হিসেবে ধরা হয়। সৌদি আরব জিসিসি, ওআইসি ও ওপেক এর সদস্য।

রাজনীতি

সৌদি আরবের বাদশাহ সালমান

সৌদি আরব রাজতান্ত্রিক দেশ। এজন্য যেকোনো ধরনের রাজনৈতিক সংগঠন কিংবা জাতীয় নির্বাচন এদেশে নিষিদ্ধ।[5] ১৯৯২ সালে রাজকীয় ফরমান জারির মাধ্যমে গৃহীত মৌলিক আইন অনুযায়ি রাজাকে অবশ্যই শরিয়া (ইসলামি আইন) এবং কোরআন মেনে শাসন করতে হবে। এই আইনে কোরআন এবং সুন্নাহকে সৌদি আরবের সংবিধান হিসাবে গৃহীত হয়।[6] অধিকাংশ সমালোচকদের মতে সৌদি আরবের রাষ্ট্রীয় ব্যবস্থা স্বৈর-একনায়কতান্ত্রিক। দ্য ইকোনমিস্ট প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি আরব সরকারকে পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করা হয়। ২০১২ সালে পত্রিকাটির ডেমক্রেসি ইনডেক্সে প্রকাশিত এই প্রতিবেদনে আরও ১৬৭টি দেশের নাম উল্লেখিত হয়েছিল। ফ্রিডম হাউস নামক অপর একটি পত্রিকা ২০১৩ সালে দেশটিকে সর্বনিম্ন রেটিং ৭ দিয়েছে, যার অর্থ সৌদি আরবে সাধারণ জনগণ "মুক্ত নয়"। অবশ্য প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী গোত্রীয় সম্মেলন মজলিসে প্রাপ্ত বয়স্ক যেকোনো ব্যক্তি বাদশাহর কাছে আবেদন করতে পারে।[7]

জীবনযাত্রা

সৌদি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত। শিক্ষার হার প্রায় ৮০.৫ শতাংশ। নাগরিকেরা বিলাসবহুল জীবন যাপন করেন। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে সৌদি ফুটবল দল অংশগ্রহণ করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী অপরাধের হার প্রায় শূন্য। আইন প্রয়োগে ইসলামি শরিয়া অবলম্বন করা হয়।

প্রশাসনিক অঞ্চলসমূহ

অঞ্চলরাজধানীআয়তন(বর্গ কিমি)জনসংখ্যা
ইস্টার্ন প্রভিন্সরিয়াদ৬৭২,৫২২৪,১০৫,৭৮০

দেশের বেশির ভাগ অঞ্চলই মরুভূমি। দেশের সবচেয়ে বড় মরুভূমির নাম "রুব আল-খালী"। পশ্চিমাংশ উর্বর।

অর্থনীতি

সৌদি আরব এর মূল অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক; বাজেটে রাজস্ব মোটামুটি ৭৫% এবং রপ্তানি আয়ের ৯০% তেল শিল্প থেকে আসে।সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূ-ভাগের ২০% খনিজ তেলের মজুদ রয়েছে।পরিমাণে এটা ২৬ হাজার কোটি ব্যারেল।তেল ছাড়াও গ্যাস ও স্বর্ণ খনি।জিএনপি অনুসারে সৌদি আরব বিশ্বের শীর্ষ ধনী দেশের একটি।

পোশাক

সৌদি নারীরা আবায়া, বোরকা, হিজাবসহ অন্যান্য শরিয়া সমর্থিত পোশাক পরেন। পুরুষেরা আলখাল্লা, জুব্বা, গুত্রা (মাথায় পরার আরব্য পোশাক) এবং টুপি পরিধান করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে ইসলামি শরিয়া মেনে চলা হয়।

সংস্কৃতি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. About Saudi Arabia: Facts and figures ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ এপ্রিল ২০১২ তারিখে, The Royal Embassy of Saudi Arabia, Washington D.C.
  2. "Official annual projection"cdsi.gov.sa। ২০১৪। ৯ মে ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  3. "Saudi Arabia"। International Monetary Fund। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭
  4. "2015 Human Development Report" (PDF)। United Nations Development Programme। ২০১৫। ১৯ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭
  5. Cavendish, Marshall (২০০৭)। World and Its Peoples: the Arabian Peninsula। পৃষ্ঠা 78। আইএসবিএন 978-0-7614-7571-2।
  6. Robbers, Gerhard (২০০৭)। Encyclopedia of world constitutions, Volume 1। পৃষ্ঠা 791। আইএসবিএন 0-8160-6078-9।
  7. Cavendish, Marshall (২০০৭)। World and Its Peoples: the Arabian Peninsula। পৃষ্ঠা 92–93। আইএসবিএন 978-0-7614-7571-2।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.