মাতিয়াস ভেসিনো

মাতিয়াস ভেসিনো ফালেরো (জন্ম: ২৪ আগস্ট ১৯৯১) হলেন উরুগুয়ের একজন ফুটবলার, যিনি ইতালীয় ক্লাব ইন্টার মিলান এবং উরুগুয়ে ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মাতিয়াস ভেসিনো
২০১৭ সালে ভেসিনো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাতিয়াস ভেসিনো ফালেরো
জন্ম (1991-08-24) ২৪ আগস্ট ১৯৯১
জন্ম স্থান কানেলোনেস, উরুগুয়ে
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট   ইঞ্চি)[1]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ইন্টার মিলান
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১০–২০১১ সেন্ট্রাল এস্পানিয়ল ৩২ (২)
২০১১–২০১৩ নাসিওনাল ১৮ (৪)
২০১৩–২০১৭ ফিওরেন্তিনা ৬৭ (৫)
২০১৪কাল্লিয়ারি (ধার) (২)
২০১৪–২০১৫এম্পোলি (ধার) ৩৬ (২)
২০১৩– ইন্টার মিলান ৩২ (৩)
জাতীয় দল
২০১০–২০১১ উরুগুয়ে অনূর্ধ্ব-২০ ১৪ (৪)
২০১৬– উরুগুয়ে ২৭ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৬ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

প্রারম্ভিক ক্যারিয়ার

২০১০ সালে, সেন্ট্রাল এস্পানিয়লের হয়ে খেলার মাধ্যমে ভেসিনো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। অতঃপর ২০১১–১২ মৌসুমে তিনি নাসিওনালে স্থানান্তর হন।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

৬ জুলাই ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
জাতীয় দল এবং সাল অনুসারে উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
উরুগুয়ে ২০১৬
২০১৭১০
২০১৮
মোট২৭

আন্তর্জাতিক গোল

১৪ নভেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
তারিখ, ভেন্যু, ম্যাচসংখ্যা, প্রতিপক্ষ, স্কোর, ফলাফল এবং প্রতিযোগিতা অনুযায়ী আন্তর্জাতিক গোল
নং. তারিখ ভেন্যু ম্যাচসংখ্যা প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
২৭ মে ২০১৬এস্তাদিও সেন্সেনারি, মোন্তেবিদেও, উরুগুয়ে ত্রিনিদাদ ও টোবাগো৩–১৩–১প্রীতি ম্যাচ

তথ্যসূত্র

  1. "2018 FIFA World Cup: List of players" (PDF)। FIFA। ১৮ জুন ২০১৮। পৃষ্ঠা 32।
  2. National-Football-Teams.com-এ "Matías Vecino" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭
  3. "Uruguay - M. Vecino - Profile with news, career statistics and history"। Soccerway। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.