রদ্রিগো বেনতানকুর

রদ্রিগো বেনতানকুর কোলমান (স্পেনীয় উচ্চারণ: [roˈðɾiɣo βentaŋˈkur]; জন্ম: ২৫ জুন ১৯৯৭) হলেন উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার, যিনি সিরি এ ক্লাব জুভেন্টাস ফুটবল ক্লাব এবং উরুগুয়ে জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

রদ্রিগো বেনতানকুর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রদ্রিগো বেনতানকুর কোলমান
জন্ম (1997-06-25) ২৫ জুন ১৯৯৭
জন্ম স্থান নুয়েভা হেলভেসিয়া, উরুগুয়ে
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট   ইঞ্চি)[1]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব জুভেন্টাস
জার্সি নম্বর ৩০
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০১৭– উরুগুয়ে অনূর্ধ্ব-২০ ১৪ (১)
২০১৭– উরুগুয়ে (০)

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ২রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত উরুগুয়ের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[2]

সম্মাননা

ক্লাব

বোকা জুনিয়র্স[3]
  • প্রিমেরা দিভিসিওন (২): ২০১৫, ২০১৬–১৭
  • কোপা আর্জেন্টিনা (১): ২০১৪–১৫
জুভেন্টাস[3]
  • সিরি এ (১): ২০১৭–১৮
  • কোপা ইতালিয়া (১): ২০১৭–১৮

তথ্যসূত্র

  1. "Rodrigo Bentancur"। juventus.com। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭
  2. http://www.goal.com/en-gb/amp/news/revealed-every-world-cup-2018-squad-23-man-preliminary-lists/oa0atsduflsv1nsf6oqk576rb

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.