মাত্যিয়া দি শিল্যিও

মাত্যিয়া দি শিল্যিও (ইতালীয়: Mattia De Sciglio, ইতালীয় উচ্চারণ: [matˈtiːa de ˈʃʃiʎʎo]; জন্ম ২০ অক্টোবর ১৯৯২) একজন ইতালীয় ফুটবলার যিনি সিরি এ ক্লাব মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে খেলেন। তিনি মুলত একজন রক্ষণভাগের খেলোয়াড়

মাত্যিয়া দি শিল্যিও
দি শিল্যিও মিলানের হয়ে (আগস্ট ২০১২)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাত্যিয়া দি শিল্যিও
জন্ম (1992-10-20) ২০ অক্টোবর ১৯৯২
জন্ম স্থান মিলান, ইতালি
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান ফুল ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব মিলান
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০১-২০০২ চিমিয়ানো
২০০২-২০১১ মিলান
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১– মিলান ৩৫ (০)
জাতীয় দল
২০১০-১১ ইতালি অনূর্ধ ১৯ জাতীয় ফুটবল দল (১)
২০১১-১২ ইতালি অনূর্ধ ২০ জাতীয় ফুটবল দল (০)
২০১২ ইতালি অনূর্ধ ২১ জাতীয় ফুটবল দল 5 (০)
2013– ইতালি জাতীয় ফুটবল দল (0)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৭ জানুয়ারি ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৩০ জুন ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

দশ বছর বয়সে আসেন মিলানের অ্যাকাডেমিতে । মিলানের মূল দলের হয়ে অভিষেক হয় ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ ম্যাচে, ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে । ২০১২ সালের ১০ এপ্রিল সিরি-আ অভিষেক হয় শিয়েভোর বিরুদ্ধে ম্যাচে ।

আন্তর্জাতিক ক্যারিয়ার

ইতালি জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২১ মার্চ ২০১৩ ব্রাজিলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.