মোহাম্মদ এল-শেনাউই

মোহাম্মদ এল-শেনাউই (আরবি: محمد الشناوى; জন্ম: ১৮ ডিসেম্বর ১৯৮৮) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি মিশরীয় ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[1]

মোহাম্মদ এল-শেনাউই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ এল-শেনাউই
জন্ম (1988-12-18) ১৮ ডিসেম্বর ১৯৮৮
জন্ম স্থান আল হামুল, মিশর
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল আহলি
জার্সি নম্বর ১৬
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
0000–২০০৯ আল আহলি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৮ আল আহলি (০)
২০০৯–২০১৩ তালা'এয়া এল-গাইশ ৪৩ (০)
২০১২–২০১৩হারাস এল-হাদুদ (ধার) ১৫ (০)
২০১৩–২০১৬ পেত্রোজেট ৮৫ (০)
২০১৬– আল আহলি ১৩ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং 15 September 2016 তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল 15 September 2016 তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[2]

তথ্যসূত্র

  1. "Mohamed Al Shenawi"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৪
  2. "World Cup 2018: All the confirmed squads for this summer's finals in Russia"

টেমপ্লেট:Al Ahly SC squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.