আয়মান আশরাফ

আয়মান আশরাফ (আরবি: أيمن أشرف) (জন্ম: ৯ এপ্রিল ১৯৯১) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি মিশরীয় প্রিমিয়ার লীগ ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আয়মান আশরাফ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-04-09) ৯ এপ্রিল ১৯৯১
জন্ম স্থান কায়রো, মিশর
উচ্চতা ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি) [1]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল আহলি
জার্সি নম্বর ১২
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৫–২০০৯ আল আহলি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯–২০১৪ আল আহলি ১২ (০)
২০১৪–২০১৭স্মুহা ৯১ (৪)
২০১৭– আল আহলি ২০ (১)
জাতীয় দল
২০০৯–২০১৪ মিশর অনূর্ধ্ব-২০ (০)
২০১৬– মিশর (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৬ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[2]

আন্তর্জাতিক গোল

স্কোর এবং ফলাফলের কলামে মিশরের গোলসংখ্যা প্রথমে উল্লেখ করা হয়েছে।[3]
#তারিখভেন্যুপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
১.২৫ মে ২০১৮জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়াম, কুয়েত সিটি, কুয়েত কুয়েত–১১–১প্রীতি ম্যাচ

তথ্যসূত্র

  1. Egypt U20 team FIFA.com
  2. "World Cup 2018: All the confirmed squads for this summer's finals in Russia"
  3. "Ashraf, Ayman"national-football-teams.com। National Football Teams। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮

টেমপ্লেট:Al Ahly SC squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.