শেরিফ একরামি
শেরিফ একরামি (আরবি: شريف إكرامي; জন্ম: ১০ জুলাই ১৯৮৩) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন। তিনি হচ্ছেন একরামি এল-শাহাতের পুত্র।
![]() ২০০৭ সালে শেরিফ একরামি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | শেরিফ একরামি আহমেদ আহমেদ এল-শাহাত[1] | ||
জন্ম | ১০ জুলাই ১৯৮৩ | ||
জন্ম স্থান | কায়রো, মিশর | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | আল আহলি | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
আল আহলি | |||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৩–২০০৫ | আল আহলি | ||
২০০৫–২০০৯ | ফেয়েনুর্ড | ৭ | (০) |
২০০৯ | এল গুনা | ৯ | (০) |
২০১০– | আল আহলি | ১৪৪ | (০) |
২০১৩ | → আঙ্কারাগুচু (ধার) | ||
মোট | ১৬০ | (০) | |
জাতীয় দল‡ | |||
২০০৩ | মিশর অনূর্ধ্ব-২০ | ৪ | (০) |
২০০৬– | মিশর | ২১ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তিনি পূর্বে ফেয়েনুর্ড, আঙ্কারাগুচু এবং এল গুনার হয়ে খেলেছেন। তিনি এল গুনার হয়ে খেলার সময় ২০০৯–১০ মৌসুমে দলটিকে উত্তীর্ণ হতে সাহায্য করেছেন। এছাড়াও তিনি আল আহলিকে ২টি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লীগ জয়লাভ করেন।
২০০১ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে মিশরের হয়ে অংশ নেন। যেখানে তিনি ২টি বিশ্ব যুব কাপে অংশগ্রহণ করেন। এর মধ্যে একটি কাপে তার দল তৃতীয় স্থান অধিকার করতে সক্ষক হয়েছিল। এছাড়াও তিনি ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।[2] ২০০৯–২০১০ মৌসুমের জানুয়ারি মাসের স্থানান্তরে, তিনি আল আহলিতে যোগদান করেন। তিনি এই ক্লাবে একজন যুব খেলোয়াড় হিসেবে যোগদান করেছিলেন, যেখানে এর পূর্বে তার বাবা, একরামি এল-শাহাত খেলেছেন। তিনি তার বাবাকে অনুসরণ করে তার মতো একজন কিংবদন্তি হতে এই ক্লাবে যোগদান করেন। আল আহলির হয়ে বেশ কয়েকটি খারাপ ম্যাচের পর আহলির ভক্তরা তার এই দলে খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু তিনি তার খেলা দিয়ে তাদের সকলকে ভুল প্রমাণ করে দেন এবং প্রমাণ করেন যে তিনি মূল একাদশের গোলরক্ষক হওয়ার যোগ্য।
সম্মাননা
- আল আহলি
- মিশরীয় প্রিমিয়ার লীগ: ২০০৯–১০, ২০১০–১১, ২০১৩–১৪, ২০১৫–১৬, ২০১৬–১৭, ২০১৭–১৮
- মিশর কাপ: ২০১৬–১৭
- মিশরীয় সুপার কাপ: ২০১০, ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৭
- ক্যাফ চ্যাম্পিয়ন্স লীগ: ২০১২, ২০১৩
- ক্যাফ কনফেডারেশন কাপ: ২০১৪
- ক্যাফ সুপার কাপ: ২০১৩, ২০১৪
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Sherif Ekramy – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- National-Football-Teams.com-এ Sherif Ekramy (ইংরেজি)
টেমপ্লেট:আল আহলি এসসি দল টেমপ্লেট:মিশর দল ২০১৭ আফ্রিকা কাপ অফ নেশন্স