আর্তেঁম জিউবা

আর্তেঁম সের্গেয়েভিচ জিউবা (রুশ: Артём Сергеевич Дзюба, আ-ধ্ব-ব: [ɐrˈtʲɵm sʲɪrˈɡʲeɪvʲɪtɕ ˈdzʲʉbə]; জন্ম: ২২ আগস্ট ১৯৮৮) হলেন একজন রুশ পেশাদার ফুটবলার, যিনি রুশ প্রিমিয়ার লীগ ক্লাব এফসি জেনিত সেইন্ট পিটার্সবার্গ এবং রাশিয়া জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[1]

আর্তেঁম জিউবা
Dzyuba with Zenit in 015
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আর্তেঁম সের্গেয়েভিচ জিউবা
জন্ম (1988-08-22) ২২ আগস্ট ১৯৮৮
জন্ম স্থান মস্কো, সোভিয়েত ইউনিয়ন
উচ্চতা ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গ
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০০৬ রাশিয়া অনূর্ধ্ব-১৮ ১০ (৮)
২০০৭ রাশিয়া অনূর্ধ্ব-১৯ ১২ (৭)
২০০৭–২০১০ রাশিয়া অনূর্ধ্ব-২১ (৪)
২০১১ রাশিয়া বি (০)
২০১১– রাশিয়া ২৪ (১২)

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৪ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত রাশিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[2]

সম্মাননা

ক্লাব

রস্তভ
  • রুশ কাপ: ২০১৩–১৪
জেনিত সেইন্ট পিটার্সবার্গ
  • রুশ কাপ: ২০১৫–১৬
  • রুশ সুপার কাপ: ২০১৫, ২০১৬

তথ্যসূত্র

  1. Артем Дзюба продолжит карьеру в «Зените» (রুশ ভাষায়)। FC Zenit Saint Petersburg। ৬ ফেব্রুয়ারি ২০১৫।
  2. Заявка сборной России на Чемпионат мира FIFA 2018 (রুশ ভাষায়)। রুশ ফুটবল ইউনিয়ন। ৩ জুন ২০১৮।

বহিঃসংযোগ

টেমপ্লেট:Russia squad UEFA Euro 2016


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.