ফ্যাদোর কুদ্রিশভ

ফ্যাদোর ভাসিলিয়েভিচ কুদ্রিশভ (রুশ: Фёдор Васильевич Кудряшов; জন্ম: ৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন রুশ পেশাদার ফুটবলার, যিনি রুশ প্রিমিয়ার লীগ ক্লাব এফসি রুবিন কাজান এবং রাশিয়া জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফ্যাদোর কুদ্রিশভ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্যাদোর ভাসিলিয়েভিচ কুদ্রিশভ
জন্ম (1987-04-05) ৫ এপ্রিল ১৯৮৭
জন্ম স্থান ইরকুৎস অবলাস্ট, সোভিয়েত ইউনিয়ন
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব এফসি রুবিন কাজান
জার্সি নম্বর ৩০
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০০৭–২০০৮ রাশিয়া অনূর্ধ্ব-২১ ১০ (০)
২০১৬– রাশিয়া ১৯ (০)

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৬ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত রাশিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.