মোহাম্মদ আল-সাহলাউই

মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল-সাহলাউই (আরবি: محمد ابراهيم محمد السهلاوي; জন্ম: ১০ জানুয়ারি ১৯৮৭) হলেন সৌদি আরবের একজন ফুটবলার যিনি সৌদি পেশাদার লীগের ক্লাব আল-নাসর এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ২০১৩–১৪ এবং ২০১৪–১৫ টানা দুই মৌসুমে বছরের সেরা সৌদি ফুটবলার পুরষ্কার জয়লাভ করেছেন।

মোহাম্মদ আল-সাহলাউই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল-সাহলাউই
জন্ম (1987-01-10) ১০ জানুয়ারি ১৯৮৭
জন্ম স্থান হফুফ, সৌদি আরব
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল-নাসর
জার্সি নম্বর ১০
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৩–২০০৫ আল-কাদিসিয়া
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৫–২০০৯ আল-কাদিসিয়া ৬৬ (৩১)
২০০৯– আল-নাসর ১৭৪ (১০২)
জাতীয় দল
২০০৬–২০০৭ সৌদি আরব অনূর্ধ্ব ২০ (৫)
২০০৭–২০০৮ সৌদি আরব অনূর্ধ্ব ২৩ ১১ (২)
২০১০– সৌদি আরব ৩৬ (২৮)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

যুব

২০০৬ এএফসি যুব চ্যাম্পিয়নশিপে ইরান অনূর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে খেলায় ৫২ মিনিটে আল-সাহলাউই তার ক্যারিয়ারের প্রথম গোল করেন; উক্ত খেলাটি ২–২ গোলে ড্র হয়েছিল। একই আসরে মালয়েশিয়া অনূর্ধ্ব ২০ দলের বিপক্ষে খেলায় মাত্র ১৩ মিনিটে মধ্যে তিনি গোল করেন; সে খেলায় তার দল ২–০ গোলে জয়লাভ করে।

সিনিয়র

২০১৫ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে পূর্ব তিমুর জাতীয় দলের বিরুদ্ধে তিনি তার সিনিয়র ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক করেন; উক্ত খেলায় তার দল ৭–০ গোলে জয়লাভ করে। অতঃপর ২০১৫ সালের ১৭ই নভেম্বরে অনুষ্ঠিত পূর্ব তিমুর জাতীয় দলের বিরুদ্ধে আরেক ম্যাচে, তিনি ৫ গোল করেন; যে খেলায় তার দল ১০–০ গোলে জয়লাভ করে।[1]

সম্মাননা

ক্লাব

আল-কাদিসিয়া
  • সৌদি প্রথম বিভাগ: ২০০৮–০৯
আল-নাসর
  • সৌদি পেশাদার লীগ: ২০১৩–১৪, ২০১৪–১৫
  • সৌদি ক্রাউন প্রিন্স কাপ: ২০১৪

তথ্যসূত্র

  1. "WORLD CUP QUALIFYING - AFC 3/9/2015 12:40*"ESPN FC। ৩ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫

বহিঃসংযোগ

টেমপ্লেট:সৌদি আরব দল ২০১৫ এএফসি এশিয়ান কাপ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.