ক্রিস্তিয়ান রদ্রিগেজ

ক্রিস্তিয়ান গাব্রিয়েল রদ্রিগেজ বারোত্তি (স্পেনীয় উচ্চারণ: [ˈkɾistjan roˈðɾiɣes]; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৮৫) হলেন উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার, যিনি উরুগুয়ের ক্লাব পেনিয়ারোল এবং উরুগুয়ে জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্রিস্তিয়ান রদ্রিগেজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্রিস্তিয়ান গাব্রিয়েল রদ্রিগেজ বারোত্তি
জন্ম (1985-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৮৫
জন্ম স্থান হুয়ান লাকাজে, উরুগুয়ে
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব পেনিয়ারোল
জার্সি নম্বর
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০০৫ উরুগুয়ে অনূর্ধ্ব-২০ (৫)
২০০৩– উরুগুয়ে ১০৪ (১১)

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৭ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ২রা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত উরুগুয়ের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[1]

সম্মাননা

ক্লাব

পেনিয়ারোল
  • উরুগুয়ান প্রিমেরা দিভিসিওন: ২০০৩
প্যারিস সেন্ট জার্মেই
  • কুপে দে ফ্রান্স: ২০০৫–০৬
পোর্তো
  • উয়েফা ইউরোপা লীগ: ২০১০–১১
  • প্রিমেইরা লিগা: ২০০৮–০৯, ২০১০–১১, ২০১১–১২
  • তাকা দে পর্তুগাল: ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১
  • সুপারতাকা কান্দিদো দে অলিভেইরা: ২০০৯, ২০১০, ২০১১
  • উয়েফা সুপার কাপ: রানার-আপ ২০১১
আতলেতিকো মাদ্রিদ

আন্তর্জাতিক

উরুগুয়ে

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Peñarol squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.