ইয়েকাতেরিনবুর্গ সময়

ইয়েকাটেরিনবার্গ সময় (ওয়াইইকেটি) হলো একটি সময় অঞ্চল, যেটি ইউটিসি হতে ৫ ঘণ্টা এগিয়ে (ইউটিসি+৫) এবং মস্কো সময় হতে ২ ঘণ্টা এগিয়ে (এমএসকে+২)।

রাশিয়ায় সময়
     ইউএসজেড১ কালিনিনগ্রাদ সময় ইউটিসি+২ (এমএসকে–১)
     এমএসকে মস্কো সময় ইউটিসি+৩ (এমএসকে±০)
     এসএএমটি সামারা সময় ইউটিসি+৪ (এমএসকে+১)
     ওয়াইইকেটি ইয়েকাটেরিনবার্গ সময় ইউটিসি+৫ (এমএসকে+২)
     ওএমএসটি ওমস্ক সময় ইউটিসি+৬ (এমএসকে+৩)
     কেআরএটি ক্রাশনুইয়ার্স্ক সময় ইউটিসি+৭ (এমএসকে+৪)
     আইআরকেটি ইরখুটস্ক সময় ইউটিসি+৮ (এমএসকে+৫)
     ওয়াইএকেটি ইয়াখুটস্ক সময় ইউটিসি+৯ (এমএসকে+৬)
     ভিএলএটি ভ্লাদিভস্তক সময় ইউটিসি+১০ (এমএসকে+৭)
     এমএজিটি ম্যাগাডান সময় ইউটিসি+১১ (এমএসকে+৮)
     পিএটিটি কামচাটকা সময় ইউটিসি+১২ (এমএসকে+৯)

২০১১ সালে, রাশিয়া সারাবছরের জন্য দিবালোক সংরক্ষণ সময়ে স্থানান্তরিত হয়। শীতকালে ইউটিসি+৫ এবং গ্রীষ্মকালে ইউটিসি+৬-এ পরিবর্তনের পরিবর্তে, ২০১৪ সাল পর্যন্ত ইয়েকাটেরিনবার্গ সময় ইউটিসি+৬-এ নির্ধারিত করা হয়। অতঃপর ২০১৪ সালের অক্টোবরে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ঘোষণা করে ইয়েকাটেরিনবার্গ সময় পুনরায় পরিবর্তন করে ইউটিসি+৫ নির্ধারণ করেন।[1]

রাশিয়ার উরাল যুক্তরাষ্ট্রীয় জেলাসমুহেভলগা যুক্তরাষ্ট্রীয় জেলার বাশকর্তোস্তান, ওরেনবুর্গ প্রদেশ এবং প্রেম ক্রাইয়ে ইয়েকাটেরিনবার্গ সময় প্রযোজ্য।[2]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Russia: Putin abolishes 'daylight savings [sic]' time change"BBC News। ২২ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৭
  2. "Russia Time Zone Map"। WorldTimeZone.com। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.