ফিফা বিশ্বকাপ পুরস্কার
ফিফা বিশ্বকাপ চূড়ান্ত প্রতিযোগিতা শেষে খেলোয়াড়গণ এবং দলসমূহকে বেশ কিছু পুরস্কার প্রদান করনা হয়ে থাকে।
পুরস্কার
বর্তমানে ছয়টি পুরষ্কার রয়েছে:
- গোল্ডেন বল (বর্তমানে বাণিজ্যিকভাবে "অ্যাডিডাস গোল্ডেন বল" বলা হয়) শ্রেষ্ঠ খেলোয়াড়ের জন্যে;
- গোল্ডেন বুট (এছাড়াও গোল্ডেন শু হিসাবেও পরিচিত, বাণিজ্যিকভাবে বলা "অ্যাডিডাস গোল্ডেন শু" বলা হয় ১৯৮২ থেকে, যদিও, বর্তমানে আবার "গোল্ডেন বুট" বলা হয়) পুরস্কার সর্বপ্রথম শীর্ষ গোলদাতার জন্যে ১৯৩০ সালে প্রদান করা হয়;
- গোল্ডেন গ্লাভস্ শ্রেষ্ঠ গোলরক্ষকের জন্যে "গোল্ডেন গ্লাভস্ পুরস্কার" (১৯৯৪ সালে থেকে প্রদান করা হয়);
- শ্রেষ্ঠ তরুণ খেলোয়াড় (বর্তমানে বাণিজ্যিকভাবে "হুন্ডাই শ্রেষ্ঠ তরুণ খেলোয়াড়" বলা হয়) পঞ্জিকা বছর অনুযায়ী ২১ বছরের বয়সের অধীনে থাকা শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার, সর্বপ্রথম ২০০৬ সালে থেকে প্রদান করা হয়।
- ফিফা ফেয়ার প্লে ট্রফি সেই দলকে দেওয়া হয় যারা ফেয়ার প্লে-তে শ্রেষ্ঠ খেলে দ্বিতীয় স্তরে পৌছায়। সর্বপ্রথম ১৯৭০ সালে থেকে প্রদান করা হয়।
- ম্যান্ অফ্ দ্য ম্যাচ্ পুরষ্কার (বর্তমানে বাণিজ্যিকভাবে "বাডওয়াইজার ম্যান্ অফ্ দ্য ম্যাচ্" বলা হয়) টুর্নামেন্টের প্রতিটি খেলায় অসাধারণ দক্ষতা্র জন্য। সর্বপ্রথম ২০০২ সালে থেকে প্রদান করা হয়।
গোল্ডেন বল
তথ্যসূত্র
- RSSSF: FIFA World Cup Golden Ball Awards
- "FIFA Awards"। Rsssf.com। ২১ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১১।
- "FIFA Awards"। ২১ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১১।
বহিঃসংযোগ
- For Mario kempes & Paolo Rossi 1978
- For Guillermo Stábile 1930
- For Wolfgang Overath 1970
- For Kazimierz Deyna 1974
- FIFA World Cup Awards
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.