রবার্ট গুইরিন

রবার্ট গুইরিন (ইংরেজি: Robert Guérin) (জন্ম: ২৮ জুন, ১৮৭৬ - মৃত্যু: ১৯৫২) ফরাসী সাংবাদিক এবং বিশ্ব ফুটবল সংস্থা ফিফা'র ১ম সভাপতি ছিলেন। ১৯০৪ থেকে ১৯০৬ সাল পর্যন্ত ফরাসী ফুটবল দলের ম্যানেজার ছিলেন। ছাড়াও তিনি ফিফা'র প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

রবার্ট গুইরিন
১ম ফিফা সভাপতি
কাজের মেয়াদ
১৯০৪  ১৯০৬
পূর্বসূরী-
উত্তরসূরীড্যানিয়েল বার্লি ওলফল
ব্যক্তিগত বিবরণ
জন্মরবার্ট গুইরিন
২৮ জুন, ১৮৭৬
মৃত্যু১৯৫২
জাতীয়তাফ্রেঞ্চ
পেশাফুটবল প্রশাসক

কর্মজীবন

রবার্ট গুইরিন সাংবাদিক হিসেবে লা ম্যাটিন সংবাদপত্রে নিয়োজিত ছিলেন। ইউনিয়ন ডেস সোসাইটিস ফ্রাঞ্চেইসেস দ্য স্পোর্টস এথলেটিকসের ফুটবল বিভাগের সম্পাদকের দায়িত্বে থাকা অবস্থায় ফুটবলের সাথে সরাসরি সম্পৃক্ত হন। ফিফা গঠনকালীন প্রথম সাতটি সদস্য দেশের মধ্যে একটি দেশের প্রতিনিধি হিসেবে প্যারিসে স্বাক্ষরের জন্যে একত্রিত হন। সকল দেশের ঐকমত্যের প্রেক্ষাপটে ফিফা গঠিত হয়। মাত্র ২৮ বছর বয়সে ২২ মে, ১৯০৪ তারিখে ফিফা কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি দু'বছরের জন্য দায়িত্ব পালন করেন। এ সময়ে নতুন আরো আটটি দেশ পরিচালনা পরিষদে যোগ দেয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্বের প্রাচীনতম ফুটবল সংস্থা ইংলিশ ফুটবল এসোসিয়েশনের যোগ দেয়ার ঘটনাটি।

আরও দেখুন

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
নির্ধারিত হয়নি
ফিফা সভাপতি
১৯০৪-১৯০৬
উত্তরসূরী
ড্যানিয়েল বার্লি ওলফল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.