ওয়েসলি স্নাইডার

ওয়েসলি স্নাইডার (ওলন্দাজ: Wesley Sneijder) (জন্ম: ৯ জুন ১৯৯৮৪; আটরেচট, নেদারল্যান্ডস)[3] হচ্ছেন ওলন্দাজ ফুটবলার যে বর্তমানে তুর্কী ক্লাব গালতাসারায়ের [4]নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। তাকে ইউইএফএ কর্তৃক মিডফিল্ডার অফ দ্যা সিসোন ও ২০১০ সালে ফিফার শ্রেষ্ঠ তিন মাঝমাঠের খেলোয়াড়ে ভূষিত হন। তিনি এএফসি আজেক্সের তরুন বিভাগ ২০০২ সালে মূল ক্লাবে যোগ দেন। ২০০৭ সালে তাকে ২ কোটি ৭০ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করা হয়। প্রথম মৌসুমে ক্লাবের সাথে লা লিগা জেতার পর ২০০৯ সালে তাকে ইতালির ইন্টার মিলানের কাছে ১ কোটি ৫০ লাখ ইউরোতে বিক্রি করা হয়। তিনি ইন্টার মিলানের হয়ে সিরি এ, উয়েফা চ্যাম্পিয়নস লীগ, ফিফা ক্লাব বিশ্বকাপকোপা ইতালিয়া জেতেন। ২০১৩ তুর্কী ক্লাব গালতাসারায়ের কাছে ৭৫ লাখ ইউরোতে বিক্রি করা হয়। তিনি দলকে সুপার লিগ জিততে সাহায্য করেন।

ওয়েসলি স্নাইডার
২০১২ সালে জাতীয় দলের অনুশীলনের ফাঁকে স্নাইডার।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওয়েসলি স্নাইডার [1]
জন্ম (1984-06-09) ৯ জুন ১৯৮৪
জন্ম স্থান আটরেচট, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৭০ মি (৫ ফু ৭ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান মাঝমাঠ
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব গালতাসারায়
জার্সি নম্বর ১০
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯১–২০০২ আজেক্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০২–২০০৭ আয়াক্স ১২৬ (৪৩)
২০০৭–২০০৯ রিয়াল মাদ্রিদ ৫২ (১১)
২০০৯–২০১৩ ইন্তারনাজিওনালে ৭৬ (১৩)
২০১৩– গালতাসারেই ৪০ (১৫)
জাতীয় দল
২০০০–২০০১ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭ (২)
২০০১–২০০২ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯ (৩)
২০০৩ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ (০)
২০০৩– নেদারল্যান্ডস ৯৭ (২৬)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১১ই মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৫ মার্চ ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

স্নাইডার পূর্বে বিভিন্ন তরুন দলের প্রতিনিধিত্ব করেছেন। মাত্র আঠার বছর বয়েসে ২০০৩-এর এপ্রিলে ওলন্দাজ জাতীয় দলের হয়ে অভিষেকের পর তিনি দেশের হয়ে ২০০৬২০১০ বিশ্বকাপে এবং ২০০৪, ২০০৮২০১২ ইউরোতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০১০ ফিফা বিশ্বকাপে দলের তার দল ফাইনালে ওঠে কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে তারা দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে। এই বিশ্বকাপে স্নাইডার ব্রোঞ্জ বুট ও রূপ্য বল লাভ করেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

ক্লাব মৌসুম লীগ কাপ ইউরোপ অন্যান্য সর্বোমোট
উপস্থিতিগোলসাহায্যউপস্থিতিগোলসাহায্যউপস্থিতিগোলসাহায্যউপস্থিতিগোলসাহায্যউপস্থিতিগোলসাহায্য
আয়াক্স ২০০২-০৩ ১৭২৩
২০০৩-০৪ ৩০১১৩৮১০১১
২০০৪-০৫ ৩০৪১১১
২০০৫-০৬ ১৯৩১১২
২০০৬-০৭ ৩০১৮৪৭২২১২
সর্বমোট ১২৬৪৩৩৫১৪৩৩১৮০৫৮৪৪
রিয়াল মাদ্রিদ ২০০৭-০৮ ৩০৩৮
২০০৮-০৯ ২২২৮
সর্বমোট ৫২১১৬৬১১১১
ইন্টার মিলান ২০০৯-১০ ২৬১১৪১১৬
২০১০-১১ ২৫৩৯১১
২০১১-১২ ২০২৮
২০১২-১৩
সর্বমোট ৭৬১৩২০২৮১২১১৬২২৩৬
গালতাসারায় ২০১২-১৩ ১২১৬
২০১৩-১৪ ২৮১২৪২১৭
সর্বমোট ৪০১৫১১৫৮২১১০
ক্যারিয়ার সর্বমোট ২৯৪৮০৭১৩২৮১১৬২১১৩৪২০১১১১০১

সর্বশেষ ১১-ই মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান।[5]

আন্তর্জাতিক

নেদারল্যান্ডস
বছরউপস্থিতিগোল
২০০৩
২০০৪১৪
২০০৫
২০০৬১০
২০০৭১১
২০০৮১০
২০০৯
২০১০১৫
২০১১
২০১২১০
২০১৩
২০১৪
সর্বমোট৯৭২৬

সর্বশেষ ৫ই মার্চ ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান।[6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "FIFA World Cup South Africa 2010 – List of Players" (PDF)। Fédération Internationale de Football Association (FIFA)। পৃষ্ঠা ২০। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪
  2. "The story of Wesley Sneijder"Official website। Wesley Sneijder। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪
  3. http://www.fifa.com/worldfootball/statisticsandrecords/players/player=215002/index.html
  4. "Wesley Sneijder Sign with Galatasaray"। Galatasaray SK। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৩
  5. "Football: Wesley Sneijder"। FootballDatabase.eu। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১১
  6. National-Football-Teams.com-এ "Wesley Sneijder" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.