ওয়েসলি স্নাইডার
ওয়েসলি স্নাইডার (ওলন্দাজ: Wesley Sneijder) (জন্ম: ৯ জুন ১৯৯৮৪; আটরেচট, নেদারল্যান্ডস)[3] হচ্ছেন ওলন্দাজ ফুটবলার যে বর্তমানে তুর্কী ক্লাব গালতাসারায়ের [4] ও নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। তাকে ইউইএফএ কর্তৃক মিডফিল্ডার অফ দ্যা সিসোন ও ২০১০ সালে ফিফার শ্রেষ্ঠ তিন মাঝমাঠের খেলোয়াড়ে ভূষিত হন। তিনি এএফসি আজেক্সের তরুন বিভাগ ২০০২ সালে মূল ক্লাবে যোগ দেন। ২০০৭ সালে তাকে ২ কোটি ৭০ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করা হয়। প্রথম মৌসুমে ক্লাবের সাথে লা লিগা জেতার পর ২০০৯ সালে তাকে ইতালির ইন্টার মিলানের কাছে ১ কোটি ৫০ লাখ ইউরোতে বিক্রি করা হয়। তিনি ইন্টার মিলানের হয়ে সিরি এ, উয়েফা চ্যাম্পিয়নস লীগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও কোপা ইতালিয়া জেতেন। ২০১৩ তুর্কী ক্লাব গালতাসারায়ের কাছে ৭৫ লাখ ইউরোতে বিক্রি করা হয়। তিনি দলকে সুপার লিগ জিততে সাহায্য করেন।
২০১২ সালে জাতীয় দলের অনুশীলনের ফাঁকে স্নাইডার। | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ওয়েসলি স্নাইডার [1] | ||
জন্ম | ৯ জুন ১৯৮৪ | ||
জন্ম স্থান | আটরেচট, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৭০ মি (৫ ফু ৭ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | মাঝমাঠ | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | গালতাসারায় | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯১–২০০২ | আজেক্স | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০২–২০০৭ | আয়াক্স | ১২৬ | (৪৩) |
২০০৭–২০০৯ | রিয়াল মাদ্রিদ | ৫২ | (১১) |
২০০৯–২০১৩ | ইন্তারনাজিওনালে | ৭৬ | (১৩) |
২০১৩– | গালতাসারেই | ৪০ | (১৫) |
জাতীয় দল‡ | |||
২০০০–২০০১ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭ | ৫ | (২) |
২০০১–২০০২ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯ | ৮ | (৩) |
২০০৩ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ | ১ | (০) |
২০০৩– | নেদারল্যান্ডস | ৯৭ | (২৬) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
স্নাইডার পূর্বে বিভিন্ন তরুন দলের প্রতিনিধিত্ব করেছেন। মাত্র আঠার বছর বয়েসে ২০০৩-এর এপ্রিলে ওলন্দাজ জাতীয় দলের হয়ে অভিষেকের পর তিনি দেশের হয়ে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে এবং ২০০৪, ২০০৮ ও ২০১২ ইউরোতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০১০ ফিফা বিশ্বকাপে দলের তার দল ফাইনালে ওঠে কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে তারা দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে। এই বিশ্বকাপে স্নাইডার ব্রোঞ্জ বুট ও রূপ্য বল লাভ করেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | ইউরোপ | অন্যান্য | সর্বোমোট | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | সাহায্য | উপস্থিতি | গোল | সাহায্য | উপস্থিতি | গোল | সাহায্য | উপস্থিতি | গোল | সাহায্য | উপস্থিতি | গোল | সাহায্য | ||
আয়াক্স | ২০০২-০৩ | ১৭ | ৪ | ২ | ৩ | ১ | ০ | ৩ | ০ | ০ | – | ২৩ | ৫ | ২ | ||
২০০৩-০৪ | ৩০ | ৯ | ১১ | ১ | ০ | ০ | ৭ | ১ | ০ | – | ৩৮ | ১০ | ১১ | |||
২০০৪-০৫ | ৩০ | ৭ | ৮ | ১ | ০ | ৭ | ০ | ৩ | ১ | ১ | ০ | ৪১ | ৯ | ১১ | ||
২০০৫-০৬ | ১৯ | ৫ | ৫ | ৩ | ২ | ২ | ৭ | ৪ | ২ | ২ | ১ | ০ | ৩১ | ১২ | ৮ | |
২০০৬-০৭ | ৩০ | ১৮ | ৯ | ৪ | ১ | ৯ | ১ | ১ | ৪ | ২ | ১ | ৪৭ | ২২ | ১২ | ||
সর্বমোট | ১২৬ | ৪৩ | ৩৫ | ১৪ | ৫ | ২ | ৩৩ | ৬ | ৬ | ৭ | ৪ | ১ | ১৮০ | ৫৮ | ৪৪ | |
রিয়াল মাদ্রিদ | ২০০৭-০৮ | ৩০ | ৯ | ৭ | ২ | ০ | ০ | ৫ | ০ | ১ | ১ | ০ | ১ | ৩৮ | ৯ | ৯ |
২০০৮-০৯ | ২২ | ২ | ২ | ২ | ০ | ০ | ৪ | ০ | ০ | ০ | ০ | ০ | ২৮ | ২ | ২ | |
সর্বমোট | ৫২ | ১১ | ৯ | ৪ | ০ | ০ | ৯ | ০ | ১ | ১ | ০ | ১ | ৬৬ | ১১ | ১১ | |
ইন্টার মিলান | ২০০৯-১০ | ২৬ | ৪ | ৮ | ৪ | ১ | ১ | ১১ | ৩ | ৭ | – | ৪১ | ৮ | ১৬ | ||
২০১০-১১ | ২৫ | ৪ | ৬ | ২ | ০ | ২ | ৯ | ৩ | ২ | ৩ | ০ | ১ | ৩৯ | ৭ | ১১ | |
২০১১-১২ | ২০ | ৪ | ৫ | ২ | ০ | ০ | ৫ | ০ | ১ | ১ | ১ | ০ | ২৮ | ৫ | ৬ | |
২০১২-১৩ | ৫ | ১ | ১ | ০ | ০ | ০ | ৩ | ১ | ২ | – | ৮ | ২ | ৩ | |||
সর্বমোট | ৭৬ | ১৩ | ২০ | ৮ | ১ | ৩ | ২৮ | ৭ | ১২ | ৪ | ১ | ১ | ১১৬ | ২২ | ৩৬ | |
গালতাসারায় | ২০১২-১৩ | ১২ | ৩ | ০ | – | ৪ | ১ | ১ | – | ১৬ | ৪ | ১ | ||||
২০১৩-১৪ | ২৮ | ১২ | ৭ | ৬ | ৩ | ১ | ৭ | ২ | ১ | ১ | ০ | ০ | ৪২ | ১৭ | ৯ | |
সর্বমোট | ৪০ | ১৫ | ৭ | ৬ | ৩ | ১ | ১১ | ৩ | ২ | ১ | ০ | ০ | ৫৮ | ২১ | ১০ | |
ক্যারিয়ার সর্বমোট | ২৯৪ | ৮০ | ৭১ | ৩২ | ৯ | ৬ | ৮১ | ১৬ | ২১ | ১৩ | ৫ | ৩ | ৪২০ | ১১১ | ১০১ |
সর্বশেষ ১১-ই মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান।[5]
আন্তর্জাতিক
নেদারল্যান্ডস | ||
---|---|---|
বছর | উপস্থিতি | গোল |
২০০৩ | ৩ | ২ |
২০০৪ | ১৪ | ৩ |
২০০৫ | ৩ | ০ |
২০০৬ | ১০ | ০ |
২০০৭ | ১১ | ৩ |
২০০৮ | ১০ | ৩ |
২০০৯ | ৭ | ১ |
২০১০ | ১৫ | ৭ |
২০১১ | ৭ | ৪ |
২০১২ | ১০ | ১ |
২০১৩ | ৬ | ২ |
২০১৪ | ১ | ০ |
সর্বমোট | ৯৭ | ২৬ |
সর্বশেষ ৫ই মার্চ ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান।[6]
আরও দেখুন
তথ্যসূত্র
- "FIFA World Cup South Africa 2010 – List of Players" (PDF)। Fédération Internationale de Football Association (FIFA)। পৃষ্ঠা ২০। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪।
- "The story of Wesley Sneijder"। Official website। Wesley Sneijder। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪।
- http://www.fifa.com/worldfootball/statisticsandrecords/players/player=215002/index.html
- "Wesley Sneijder Sign with Galatasaray"। Galatasaray SK। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৩।
- "Football: Wesley Sneijder"। FootballDatabase.eu। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১১।
- National-Football-Teams.com-এ "Wesley Sneijder" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১১।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ওয়েসলি স্নাইডার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Sneijder Wesley 2009/10 ইন্টার মিলানে প্রোফাইল
- Sneijder Wesley profile Sportepoch
- ইএসপিএন সোকারনেটে প্রোফাইল
- ওয়েসলি স্নাইডার – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)