পাওলো রসি
পাওলো রসি (জন্ম সেপ্টেম্বর ২৩, ১৯৫৬) একজন বিখ্যাত ইতালীয় ফুটবলার। তিনি ছিলেন স্ট্রাইকার। ইতালির হয়ে তিনি ৪৮ ম্যাচে ২০টি গোল করেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পাওলো রসি | ||
জন্ম | ২৩ সেপ্টেম্বর ১৯৫৬ | ||
জন্ম স্থান | Santa Lucia, ইতালি | ||
মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | অবসর নিয়েছেন | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল |
উপস্থিতি (গোল)† | |
১৯৭৬ ১৯৭৬-১৯৭৯ ১৯৭৯-১৯৮১ ১৯৮২-১৯৮৫ ১৯৮৫-১৯৮৬ ১৯৮৬-১৯৮৭ |
কোমো ভিসেঞ্জা পেরুজিয়া (ধার) জুভেন্টাস এসি মিলান Hellas Verona Career |
৬ (০) ৯৪ (৬০) ২৮ (১৩) ৮৩ (২৪) ২০ (২) ২০ (৪) ২৫১ (১০৩) | |
জাতীয় দল | |||
১৯৭৭-১৯৮৬ | ইতালি | ৪৮ (২০) | |
|
তার ক্যারিয়ারের শীর্ষবিন্দু ছিল ১৯৮২ বিশ্বকাপ ফুটবল। এতে ৬টি গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হন। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে দুই বছরের জন্য তিনি নিষিদ্ধ ছিলেন, যার মেয়াদ শেষ হয় ঠিক বিশ্বকাপের আগে। তার প্রস্তুতি আর ফিটনেস নিয়ে ছিল সংশয়। তবু তাকে দলে নেন কোচ। প্রথম কিছু ম্যাচে ভাল খেলতে পারেননি। তবে সকল সমালোচনার মুখেও কোচ এনজো বিয়েরজোত তাকে খেলাতে থাকেন। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাট্রিক করে দলকে জেতান ৩-২ গোলে, সেমি-ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ২ গোল করেন এবং ফাইনালে জার্মানির বিপক্ষে করেন আরো একটি গোল।
পূর্বসূরী কার্ল-হাইন্ৎস রুমেনিগে |
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার ১৯৮২ |
উত্তরসূরী মিশেল প্লাতিনি |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.