ইয়ুর্গেন ক্লিন্সমান

ইয়ুর্গেন ক্লিন্সমান (Jurgen Klinsmann) (জুলাই ৩০, ১৯৬৪) প্রখ্যাত জার্মান ফুটবলার। নব্বইয়ের দশকের সেরা স্ট্রাইকারদের অন্যতম। তিনি ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৯০, ১৯৯৪১৯৯৮ - পর পর তিনটি বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেন। বিশ্বকাপে তার সর্বমোট গোল সংখ্যা ১১টি।

ইয়ুর্গেন ক্লিন্সমান
২০০৮ সালে ক্লিন্সমান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1964-07-30) ৩০ জুলাই ১৯৬৪
জন্ম স্থান গপিঙ্গেন, পশ্চিম জার্মানি
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব যুক্তরাষ্ট্র (প্রধান কোচ)
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৭২–১৯৭৪ টিবি গিঙ্গেন
১৯৭৪–১৯৭৮ এসসি গাইসলিং
১৯৭৮–১৯৮১ স্টুটগার্টার কিকার্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৮১–১৯৮৪ স্টুটগার্টার কিকার্স ৬১ (২২)
১৯৮৪–১৯৮৯ ভিএফবি স্টুটগার্ট ১৫৫ (৭৯)
১৯৮৯–১৯৯২ ইন্তারনাজিওনালে ৯৫ (৩৪)
১৯৯২–১৯৯৪ এএস মোনাকো ৬৫ (২৯)
১৯৯৪–১৯৯৫ টটেনহাম হটস্পার ৪১ (২০)
১৯৯৫–১৯৯৭ বায়ার্ন মিউনিখ ৬৫ (৩১)
১৯৯৭–১৯৯৮ সাম্পদরিয়া (২)
১৯৯৭–১৯৯৮টটেনহাম হটস্পার (ধার) ১৫ (৯)
২০০৩ অরেঞ্জ কাউন্টি ব্লু স্টার (৫)
মোট ৫১৪ (২৩১)
জাতীয় দল
১৯৮০–১৯৮১ পশ্চিম জার্মানি অনূর্ধ্ব ১৬ (০)
১৯৮৪–১৯৮৫ পশ্চিম জার্মানি অনূর্ধ্ব ২১ (৩)
১৯৮৭–১৯৮৮ পশ্চিম জার্মানি অলিম্পিক ১৪ (৮)
১৯৮৭–১৯৯০ পশ্চিম জার্মানি ২৮ (৯)
১৯৯০–১৯৯৮ জার্মানি ৮০ (৩৮)
দলসমূহ পরিচালিত
২০০৪–২০০৬ জার্মানি
২০০৮–২০০৯ বায়ার্ন মিউনিখ
২০১১– যুক্তরাষ্ট্র
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

২০০৬ সালে জার্মানিতে অণুষ্ঠিত বিশ্বকাপে তিনি জার্মানী দলের কোচের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ম্যানেজার হিসেবে কাজ করছেন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.