পোল্যান্ড জাতীয় ফুটবল দল

পোল্যান্ড জাতীয় ফুটবল দল (পোলীয়: Reprezentacja Polski w piłce nożnej) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পোল্যান্ডের প্রতিনিধিত্বকারী ফুটবল দল। এই দলটি পোলিশ ফুটবল এসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত।, যারা হলেন পোল্যান্ডের ফুটবলের পরিচালনা পর্ষদ। পোল্যান্ডের নিজস্ব মাঠ জাতীয় স্টেডিয়াম রাজধানী ওয়ারশতে অবস্থিত। পোল্যান্ডের বর্তমান কোচের নাম এডাম নাওয়াল্কা

 পোল্যান্ড
ডাকনাম(সমূহ)বিয়ালো-জেরয়োনি (সাদা এবং লাল)
অরলি
(ঈগল)
অ্যাসোসিয়েশনপোলিশ ফুটবল এসোসিয়েশন (পিজেডপিএন)
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচএডাম নাওয়াল্কা
অধিনায়করবের্ত লেওয়ানদস্কি
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়মাইকেল জেউলাকৌ (১০২)
শীর্ষ গোলদাতালোডজিমিয়েরজ লুবান্সকি (৪৮)
স্বাগতিক স্টেডিয়ামজাতীয় স্টেডিয়াম, ওয়ারশ
ফিফা কোডPOL (পিওএল)
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান২০ (২০ ডিসেম্বর ২০১৮)
সর্বোচ্চ(আগস্ট ২০১৭)
সর্বনিম্ন৭৮ (নভেম্বর ২০১৩)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান৩৩ ১৫ (২৯ জানুয়ারি ২০১৯)
সর্বোচ্চ(১০ সেপ্টেম্বর ১৯৭৫[1])
সর্বনিম্ন৫৮ (অক্টোবর ১৯৫৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
 হাঙ্গেরি ১-০ পোল্যান্ড 
(বুদাপেস্ট, হাঙ্গেরি; ১৮ ডিসেম্বর ১৯২১)
বৃহত্তম জয়
 পোল্যান্ড ১০-০ সান মারিনো 
(কিয়েলস, পোল্যান্ড; ১ এপ্রিল ২০০৯)
বৃহত্তম হার
 ডেনমার্ক ৮-০ পোল্যান্ড 
(কোপেনহেগেন, ডেনমার্ক; ২৬ জুন ১৯৪৮)
বিশ্বকাপ
উপস্থিতি৭ (প্রথম ১৯৩৮)
সেরা সাফল্য৩য় স্থান, ১৯৭৪ এবং ১৯৮২
ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ
উপস্থিতি৩ (প্রথম ২০০৮)
সেরা সাফল্যকোয়াটার-ফাইনাল, ২০১৬
পদক রেকর্ড
পুরুষদের ফুটবল
অলিম্পিক গেমস
১৯৭২ মিউনিখ দল
১৯৭৬ মন্ট্রিল দল
১৯৯২ বার্সেলোনা দল

সবচেয়ে বিখ্যাত পোলিশ দল ছিল ১৯৭০ এর দশকের মধ্যাংশে। ১৯৭৪ ফিফা বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার জন্য তারা ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এক নাটকীয় ড্র করে। উক্ত প্রতিযোগিতায় তারা সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছায়। সেমি-ফাইনালে তারা জার্মানির কাছে ০-১ গোলে হেরে ফাইনাল খেলায় অনুপস্থিত থাকে। অতঃপর তৃতীয় স্থান নির্ধারণই খেলায় তারা ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ৩য় স্থান অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় স্ট্রাইকার জেগর্জ লাটো ৭ গোল করে গোল্ডেন বুট জয়লাভ করে। পোল্যান্ড ১৯৮২ ফিফা বিশ্বকাপেও তৃতীয় স্থান অধিকার করে, তারা তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ৩য় স্থান অর্জন করে।

পোল্যান্ড মিউনিখে অনুষ্ঠিত ১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করে; মন্ট্রিলে এবং বার্সেলোনায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে রৌপ্য পদক জয়লাভ করে।

তথ্যসূত্র

  1. "Elo ratings as on September 10th, 1975"international-football.net

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.