কোত দিভোয়ার জাতীয় ফুটবল দল

কোত দিভোয়ার জাতীয় ফুটবল দল, যা আইভরি কোস্ট জাতীয় ফুটবল দল নামেও পরিচিত। দলটির ডাক নাম হচ্ছে Les Éléphants (ফরাসি ভাষায়) বা বাংলায় হাতি। এটি আন্তর্জাতিক ফুটবলে আফ্রিকার দেশ কোত দিভোয়ারের (সাবেক আইভরি কোস্ট) প্রতিনিধিত্ব করে। দলটির নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফেদেরাশন আইভরিন দে ফুতবর বা আইভরি ফুটবল ফেডারেশন। ২০০৫ সাল পর্যন্ত দলটির সবচেয়ে বড় সাফল্য ছিলো ঘানার বিপরীতে ১৯৯২ সালে আফ্রিকান কাপ অফ নেশন্সের শিরোপা জয় করা। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত এই ফাইনালে কোত দিভোয়ার ঘানাকে ট্রাইবেকারে পরাজিত করে।

 কোত দিভোয়ার
ডাকনাম(সমূহ)Les Éléphants
(হাতি)
অ্যাসোসিয়েশনফেদেরাশন আইভইরিনে দে ফুতবল
কনফেডারেশনকাফ (আফ্রিকা)
প্রধান কোচসেভেন-গোরান এরিকসন
অধিনায়কদিদিয়ের দ্রগবা
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়দিদিয়ের জোকরা (৮০)
শীর্ষ গোলদাতাদিদিয়ের দ্রগবা (৪৪)
স্বাগতিক স্টেডিয়ামস্টাড ফিলিক্স হুফুত-বোইগনি
ফিফা কোডCIV
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান২৭
সর্বোচ্চ১৬ (নভেম্বর ২০০৯)
সর্বনিম্ন৭৫ (মার্চ ২০০৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান২৮
সর্বোচ্চ১২ (৬ ফেব্রুয়ারি, ২০০৮)
সর্বনিম্ন৬৯ (অক্টোবর ১৯৯৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কোত দিভোয়ার ৩-২  বেনিন
(মাদাগাস্কার; ১৩ এপ্রিল, ১৯৬০)
বৃহত্তম জয়
 কোত দিভোয়ার ৬-০  মালি
(আবিদজান, কোত দিভোয়ার; ১৩ মার্চ, ১৯৮৫)
 কোত দিভোয়ার ৬-০  বতসোয়ানা
(আবিদজান, কোত দিভোয়ার; ১১ অক্টোবর, ১৯৯২)
 কোত দিভোয়ার ৬-০  নাইজার
(আবিদজান, কোত দিভোয়ার; ১৫ জুলাই, ২০০০)
 কোত দিভোয়ার 6–0  মাদাগাস্কার
(আবিদজান, কোত দিভোয়ার; ১ জুলাই, ২০০১)
বৃহত্তম হার
 কোত দিভোয়ার ২-৬  ঘানা
(কোত দিভোয়ার; ২ মে, ১৯৭১)
 মালাউই ৫-১  কোত দিভোয়ার
(মালাউই; ৬ জুলাই, ১৯৭৪)
বিশ্বকাপ
উপস্থিতি২ (প্রথম ২০০৬)
সেরা সাফল্যপ্রথম পর্ব, ২০০৬
আফ্রিকান কাপ অফ নেশন্স
উপস্থিতি১৮ (প্রথম ১৯৬৫)
সেরা সাফল্যবিজয়ী, ১৯৯২
কনফেডারেশন্স কাপ
উপস্থিতি১ (প্রথম ১৯৯২)
সেরা সাফল্য৪র্থ, ১৯৯২

দলটি ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলো। প্রথম পর্বে তাদের তিনটি খেলায় তারা আর্জেন্টিনানেদারল্যান্ডসের কাছে পরাজিত হলেও সার্বিয়ার বিপক্ষে জয়লাভ করতে সমর্থ হয়। এছাড়া ২০১০ সালের ফিফা বিশ্বকাপেও দলটি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তারকা খেলোয়াড়

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.