কোত দিভোয়ার জাতীয় ফুটবল দল
কোত দিভোয়ার জাতীয় ফুটবল দল, যা আইভরি কোস্ট জাতীয় ফুটবল দল নামেও পরিচিত। দলটির ডাক নাম হচ্ছে Les Éléphants (ফরাসি ভাষায়) বা বাংলায় হাতি। এটি আন্তর্জাতিক ফুটবলে আফ্রিকার দেশ কোত দিভোয়ারের (সাবেক আইভরি কোস্ট) প্রতিনিধিত্ব করে। দলটির নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফেদেরাশন আইভরিন দে ফুতবর বা আইভরি ফুটবল ফেডারেশন। ২০০৫ সাল পর্যন্ত দলটির সবচেয়ে বড় সাফল্য ছিলো ঘানার বিপরীতে ১৯৯২ সালে আফ্রিকান কাপ অফ নেশন্সের শিরোপা জয় করা। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত এই ফাইনালে কোত দিভোয়ার ঘানাকে ট্রাইবেকারে পরাজিত করে।
ডাকনাম(সমূহ) | Les Éléphants (হাতি) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | ফেদেরাশন আইভইরিনে দে ফুতবল | ||
কনফেডারেশন | কাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | সেভেন-গোরান এরিকসন | ||
অধিনায়ক | দিদিয়ের দ্রগবা | ||
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় | দিদিয়ের জোকরা (৮০) | ||
শীর্ষ গোলদাতা | দিদিয়ের দ্রগবা (৪৪) | ||
স্বাগতিক স্টেডিয়াম | স্টাড ফিলিক্স হুফুত-বোইগনি | ||
ফিফা কোড | CIV | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ২৭ | ||
সর্বোচ্চ | ১৬ (নভেম্বর ২০০৯) | ||
সর্বনিম্ন | ৭৫ (মার্চ ২০০৪) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২৮ | ||
সর্বোচ্চ | ১২ (৬ ফেব্রুয়ারি, ২০০৮) | ||
সর্বনিম্ন | ৬৯ (অক্টোবর ১৯৯৬) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (মাদাগাস্কার; ১৩ এপ্রিল, ১৯৬০) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (আবিদজান, কোত দিভোয়ার; ১৩ মার্চ, ১৯৮৫) ![]() ![]() (আবিদজান, কোত দিভোয়ার; ১১ অক্টোবর, ১৯৯২) ![]() ![]() (আবিদজান, কোত দিভোয়ার; ১৫ জুলাই, ২০০০) ![]() ![]() (আবিদজান, কোত দিভোয়ার; ১ জুলাই, ২০০১) | |||
বৃহত্তম হার | |||
![]() ![]() (কোত দিভোয়ার; ২ মে, ১৯৭১) ![]() ![]() (মালাউই; ৬ জুলাই, ১৯৭৪) | |||
বিশ্বকাপ | |||
উপস্থিতি | ২ (প্রথম ২০০৬) | ||
সেরা সাফল্য | প্রথম পর্ব, ২০০৬ | ||
আফ্রিকান কাপ অফ নেশন্স | |||
উপস্থিতি | ১৮ (প্রথম ১৯৬৫) | ||
সেরা সাফল্য | বিজয়ী, ১৯৯২ | ||
কনফেডারেশন্স কাপ | |||
উপস্থিতি | ১ (প্রথম ১৯৯২) | ||
সেরা সাফল্য | ৪র্থ, ১৯৯২ |
দলটি ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলো। প্রথম পর্বে তাদের তিনটি খেলায় তারা আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের কাছে পরাজিত হলেও সার্বিয়ার বিপক্ষে জয়লাভ করতে সমর্থ হয়। এছাড়া ২০১০ সালের ফিফা বিশ্বকাপেও দলটি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
তারকা খেলোয়াড়
- দিদিয়ের দ্রগবা
- সলোমান কালৌ
- গার্ভিনহো
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Côte d'Ivoire Association — official website
- Côte d'Ivoire at FIFA.com
- Côte d'Ivoire National Team Profile, Stats and Analytics at Footbalistic
- ElephantsOnline — supporters' website