মারিও গোমেজ

মারিও গোমেজ গার্সিয়া ( জার্মান উচ্চারণ: [ˈmaːʁi̯oː ˈɡɔmɛs] ) হলে জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি ভিএফবি স্টুটগার্ট এবং জার্মানি জাতীয় দলে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।

মারিও গোমেজ
২০১৮ সালে মারিও গোমেজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মারিও গোমেজ গার্সিয়া[1]
জন্ম (1985-07-10) ১০ জুলাই ১৯৮৫
জন্ম স্থান রিদলিঙ্গেন, পশ্চিম জার্মানি
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ভিএফবি স্টুটগার্ট
জার্সি নম্বর ২৭
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯০–১৯৯৮ এসভি উনলিঙ্গেন Unlingen
১৯৯৮–২০০০ এফভি বাড সাউললগু
২০০০–২০০১ এসএসভি উল্ম ১৮৪৬
২০০১–২০০৩ ভিএফবি স্টুটগার্ট
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৩–২০০৫ ভিএফবি স্টুটগার্ট ২ ৪৩ (২১)
২০০৩–২০০৯ ভিএফবি স্টুটগার্ট ১২১ (৬৩)
২০০৯–২০১৩ বায়ার্ন মিউনিখ ১১৫ (৭৫)
২০১৩–২০১৬ ফিয়োরেন্তিনা ২৯ (৭)
২০১৫–২০১৬বেশিকতাস (ধার) ৩৩ (২৬)
২০১৬–২০১৭ ভিএফএল উলফসবার্গ ৪৫ (১৭)
২০১৮– ভিএফবি স্টুটগার্ট ১২ (৬)
জাতীয় দল
১৯৯৯ জার্মানি অনূর্ধ্ব-১৬ (১)
২০০০–২০০১ জার্মানি অনূর্ধ্ব-১৭ ১৪ (৫)
২০০২ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০০২–২০০৩ জার্মানি অনূর্ধ্ব-১৯ ১৯ (১১)
২০০৪ জার্মানি অনূর্ধ্ব-২০ (২)
২০০৫–২০০৬ জার্মানি অনূর্ধ্ব-২১ (১)
২০০৫ জার্মানি বি (১)
২০০৭– জার্মানি ৭৩ (৩১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৮ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

গোমেজ ভিএফবি স্টুটগার্টের হয়ে ২০০৩ সালে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, এবং ২০০৬–০৭ মৌসুমে চ্যাম্পিয়ন হন। মাত্র ২১ বছর বয়সী গোমেজ, উক্ত বছর ১৪টি গোল এবং ৭টি সহায়তা করেন। এর ফলস্বরূপ, তিনি বছরের সেরা জার্মান ফুটবলারের পুরষ্কার জয়লাভ করেন। ২০০৯ সালে, তিনি প্রায় ৩০–৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বুন্দেসলিগার অন্যতম সফল দল বায়ার্ন মিউনিখের সাথে চুক্তিবদ্ধ হন, যেটি তখনকার সময়ে একটি লীগ রেকর্ড ছিল। বায়ার্ন মিউনিখের সাথে, গোমেজ ২০১১ সালের সর্বোচ্চ গোলদাতা হন, এবং তার দলকে ৭টি সম্মাননা জয় করতে সহায়তা করেছেন, যার মধ্যে ২০১৩ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ অন্যতম। পরবর্তীতে ২০১৩ সালে, তিনি সিরি এ-এর ক্লাব ফিয়োরেন্তিনায় ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন। তিনি থাকাকালীন অধিকাংশ সময়েই তিনি ইনজুরি ছিলেন। অতঃপর ২০১৫ সালে, তাকে তুর্কি ক্লাব বেশিকতাসে এক মৌসুমের জন্য ধারে প্রেরণ করা হয়। সেখানে তিনি লীগের সর্বোচ্চ গোলদাতা চগিলেন এবং একই সাথে তার দলকে সুপার লীগ জয়লাভ করতে সহায়তা করেছিলেন। বেশিকতাসে এক মৌসুম থাকার পর, ২০১৬ সালে তিনি উলফসবার্গের সাথে চুক্তিবদ্ধ হবার মাধ্যমে পুনরায় বুন্দেসলিগায় ফিরে আসেন। তিনি তার প্রথম মৌসুমেই তার দলকে নিম্নতর বিভাগে স্থানান্তরিত হওয়া থেকে বাঁচিয়ে দেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে জানুয়ারি মাসে, তার পুরাতন ক্লাব ভিএফবি স্টুটগার্টে ফিরে আসেন।

গোমেজ ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে, জার্মানি জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ ফিফা বিশ্বকাপের মতো আসরের জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০১২ উয়েফা ইউরোয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

সম্মাননা

ক্লাব

ভিএফবি স্টুটগার্ট[2]
বায়ার্ন মিউনিখ[2]
  • বুন্দেসলিগা: ২০০৯–১০, ২০১২–১৩
  • ডিএফবি-পোকাল: ২০০৯–১০, ২০১২–১৩
  • ডিএফএল-সুপারকাপ: ২০১০, ২০১২
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ: ২০১২–১৩
বেশিকতাস[3]
  • সুপার লীগ: ২০১৫–১৬

আন্তর্জাতিক

জার্মানি[2]

তথ্যসূত্র

  1. "FIFA World Cup South Africa 2010: List of Players" (PDF)। FIFA। ১২ জুন ২০১০। পৃষ্ঠা 11। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৩
  2. "M. Gómez"। Soccerway। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৫
  3. "Spor Toto Super League 2015–2016 Season Concluded"। Turkish Football Federation। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬

বহিঃসংযোগ

টেমপ্লেট:ভিএফবি স্টুটগার্ট দল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.