আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০
আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ মহিলাদের আন্তর্জাতিক টুয়েন্টি২০ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাটি পুরুষদের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সাথে মিল রেখে একই সময় অণুষ্ঠিত হয়। ক্রিকেটের বৈশ্বিক পরিচালনা পরিষদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক এ প্রতিযোগিতাটি পরিচালিত হয়। শুরুতে প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে। আইসিসি মহিলা টুয়েন্টি২০ র্যাঙ্কিং প্রথায় অবস্থানকারী শীর্ষ ছয়টি দল ও বাছাইপর্ব থেকে বাকী ২ দল খেলে। পরবর্তীকালে ২০১৪ সালের প্রতিযোগিতায় ১০টি দল অংশগ্রহণ করে। ২০০৯ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডে এ প্রতিযোগিতাটি অণুষ্ঠিত হয়। স্বাগতিক ইংল্যান্ড মহিলা দল প্রতিযোগিতার শিরোপা জয় করে। বর্তমান শিরোপাধারী দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ | |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | টুয়েন্টি২০ |
প্রথম টুর্নামেন্ট | ২০০৯, ![]() |
শেষ টুর্নামেন্ট | ২০১৮, ![]() |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২০, ![]() |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন ও নকআউট |
দলের সংখ্যা | ১০ |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল | ![]() |
সর্বাধিক রান | ![]() |
সর্বাধিক উইকেট | ![]() |
যোগ্যতা নির্ধারণ
আইসিসি মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিক র্যাঙ্কিং ও বাছাইপর্ব প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করা হয়। ২০১৪ সাল পর্যন্ত শীর্ষ ছয়টি দল ও বাছাইপর্ব থেকে বাকী ২ দল অংশগ্রহণ করে। কিন্তু ২০১৪ সালের প্রতিযোগিতায় র্যাঙ্কিং প্রথায় ৮ দলের অবস্থান থেকে শীর্ষ ৬ দল, স্বাগতিক দল ও বাছাইপর্ব থেকে ৩ দল অংশ নেয়।
ধরন
২০০৯, ২০১০ ও ২০১২
২০০৯, ২০১০ ও ২০১২ সালের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে দলগুলোর মধ্যে নিম্নবর্ণিত পয়েন্ট বরাদ্দ করা হয়:
ফলাফল | পয়েন্ট |
---|---|
জয় | ২ পয়েন্ট |
ফলাফল না হলে | ১ পয়েন্ট |
পরাজয় | ০ পয়েন্ট |
উভয় দলের ইনিংস শেষে রান সংখ্যা একই হলে টাই হবে। সেক্ষেত্রে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। সুপার ওভারেও টাই হলে ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এ ধারাটি প্রতিযোগিতার সকল ক্ষেত্রে প্রয়োগ করা হয়।
গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে দলগুলোর অবস্থান নিম্নবর্ণিত শর্তাবলীতে নির্ধারিত হবে: সর্বাধিক পয়েন্ট সংগ্রহ
- যদি সমান হয়, তাহলে সর্বাধিকসংখ্যক জয়
- যদি সমান হয়, সর্বোচ্চ নেট রান রেট
- যদি সমান হয়, সর্বনিম্ন বোলিং স্ট্রাইক রেট
- যদি সমান হয়, একে-অপরের বিরুদ্ধে ফলাফল।
২০১৪
দশটি দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়। গ্রুপ পর্যায়ে অংশগ্রহণকারী দলসমূহ একে-অপরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলে। ফাইনালে উত্তীর্ণ হবার জন্য এ গ্রুপের শীর্ষস্থানীয় দল বি গ্রুপের দ্বিতীয় শীর্ষদলের মুখোমুখি হয়। একইভাবে বি গ্রুপের শীর্ষস্থানীয় দল এ গ্রুপের দ্বিতীয় শীর্ষদলের মুখোমুখি হয়।
স্বাগতিক দেশ
২০০৯ সালে ইংল্যান্ডে প্রথমবারের মতো মহিলাদের বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সূত্রপাত ঘটে। এরপর ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১২ সালে শ্রীলঙ্কা ও ২০১৪ সালে বাংলাদেশে অণুষ্ঠিত হয়। পরবর্তী প্রতিযোগিতা স্বাগতিক ভারতে ২০১৬ সালে অণুষ্ঠিত হবে। আইসিসি ঘোষণা করেছিল যে, ক্রিকেট খেলার উৎপত্তিস্থল হিসেবে ইংল্যান্ডেই যে-কোন ধরনের প্রতিযোগিতা আয়োজনের সুযোগ লাভের অধিকারী।[3]
সার-সংক্ষেপ
সাল | স্বাগতিক দেশ | চূড়ান্ত খেলার মাঠ | চূড়ান্ত খেলা | |||
---|---|---|---|---|---|---|
বিজয়ী | ফলাফল | রানার-আপ | দর্শক সংখ্যা | |||
২০০৯ বিস্তারিত |
![]() ইংল্যান্ড |
লর্ড’স, লন্ডন | ![]() ৮৬/৪ (১৭ ওভার) |
ইংল্যান্ড ৬ উইকেটে বিজয়ী স্কোরকার্ড |
![]() ৮৫ (২০ ওভার) | ১২,৭১৭ |
২০১০ বিস্তারিত |
![]() ওয়েস্ট ইন্ডিজ |
কেনসিংটন ওভাল, বার্বাডোস | ![]() ১০৬/৮ (২০ ওভার) |
অস্ট্রেলিয়া ৩ রানে বিজয়ী স্কোরকার্ড |
![]() ১০৩/৬ (২০ ওভার) | ৮,৩৩২ |
২০১২ বিস্তারিত |
![]() শ্রীলঙ্কা |
আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো | ![]() ১৪২/৪ (২০ ওভার) |
অস্ট্রেলিয়া ৪ রানে বিজয়ী স্কোরকার্ড |
![]() ১৩৮/৯ (২০ ওভার) | ৯,৩২১ |
২০১৪ বিস্তারিত |
![]() বাংলাদেশ |
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা | ![]() ১০৬/৪ (১৫ ওভার) |
অস্ট্রেলিয়া ৬ উইকেটে বিজয়ী স্কোরকার্ড |
![]() ১০৫/৮ (২০ ওভার) | ৪,৩১৩ |
২০১৬ বিস্তারিত |
![]() ভারত |
ইডেন গার্ডেনস, কলকাতা | ![]() ১৪৯/২ (১৯.৩ ওভার) |
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে বিজয়ী | ![]() ১৪৮/৫ (২০ ওভার) | ১৪,৩১৩ |
২০১৮ | ![]() ওয়েস্ট ইন্ডিজ |
দলীয় সাফল্য
দল | অংশগ্রহণ | প্রথম | সর্বশেষ | সেরা ফলাফল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | জয়% |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | চ্যাম্পিয়ন (২০১০, ২০১২, ২০১৪) | ২০ | ১৫ | ৪ | ১ | ০ | ৭৭.৫০ |
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | চ্যাম্পিয়ন (২০০৯) | ১৯ | ১৪ | ৪ | ১ | ০ | ৭৬.৩১ |
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | রানার-আপ (২০০৯, ২০১০) | ১৯ | ১৪ | ৫ | ০ | ০ | ৭৩.৬৮ |
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | সেমিফাইনাল (২০১০, ২০১২, ২০১৪) | ১৬ | ৮ | ৮ | ০ | ০ | ৫০.০০ |
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | সেমিফাইনাল (২০০৯, ২০১০) | ১৭ | ৮ | ৯ | ০ | ০ | ৪৭.০৫ |
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | সেমিফাইনাল (২০১৪) | ১৫ | ৫ | ১০ | ০ | ০ | ৩৩.৩৩ |
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | ১ম রাউন্ড (২০০৯, ২০১০, ২০১২, ২০১৪) | ১৬ | ৪ | ১২ | ০ | ০ | ২৫.০০ |
![]() |
৪ | ২০০৯ | ২০১৪ | ১ম রাউন্ড (২০০৯, ২০১০, ২০১২, ২০১৪) | ১৬ | ৩ | ১৩ | ০ | ০ | ১৮.৭৫ |
![]() |
১ | ২০১৪ | ২০১৪ | ১ম রাউন্ড (২০১৪) | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪০.০০ |
![]() |
১ | ২০১৪ | ২০১৪ | ১ম রাউন্ড (২০১৪) | ৫ | ০ | ৫ | ০ | ০ | ০.০০ |
উৎস: "ক্রিকইনফো"।
তথ্যসূত্র
- "Records / ICC Women's World Twenty20 / Most runs"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪।
- "Records / ICC Women's World Twenty20 / Most wickets"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪।
- "ICC events"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
- ICC Women's World Twenty20 on Cricinfo
- ICC World Twenty20 2012 on International Cricket Council Official Website