২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০

২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ হচ্ছে ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমের আইসিসি কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক টোয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা যেটি ওয়েস্ট ইন্ডিজে ২ মার্চ থেকে শুরু হয়ে ২৫ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হতে যাচ্ছে আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ এর ৬ষ্ঠ সংস্করণ এবং ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক আয়োজিত ২য় আসর (২০১০ সালের পর)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ২০১৩ সালের বার্ষিক অধিবেশনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কে প্রতিযোগিতাটি আয়োজন করার দায়িত্বভার ন্যস্ত করা হয়।[3] ২০১৫ সালের জানুয়ারীতে আইসিসির বোর্ড মিটিংয়ে প্রতিযোগিতার তারিখ নিশ্চিত করা হয়।[4]

২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০
২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ এর লোগো
তারিখ৯ – ২৪ নভেম্বর ২০১৮
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনমহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্যায় ও নকআউট
আয়োজক ওয়েস্ট ইন্ডিজ
বিজয়ী অস্ট্রেলিয়া (৪র্থ শিরোপা)
অংশগ্রহণকারী১০
খেলার সংখ্যা২৩
প্রতিযোগিতার সেরা
খেলোয়াড়
আলিসা হিলি
সর্বোচ্চ রানআলিসা হিলি ২৫৫ [1]
সর্বোচ্চ উইকেট ডিন্দ্রা ডটিন
আশলে গার্ডেনার
মেগান স্কাট[2]

দল সমূহ

৮টি স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে এবং তাদের বাছাইপর্ব প্রতিযোগিতার মাধ্যমে দুটি দল এসে যুক্ত হয়।[5][6]

দলযোগ্যতার ধাপ
 অস্ট্রেলিয়াস্বয়ংক্রিয়ভাবে যোগ্য
 ইংল্যান্ড
 ভারত
 নিউজিল্যান্ড
 পাকিস্তান
 দক্ষিণ আফ্রিকা
 শ্রীলঙ্কা
 ওয়েস্ট ইন্ডিজআয়োজক
 বাংলাদেশবাছাই প্রতিযোগিতায় ১ম
 আয়ারল্যান্ডবাছাই প্রতিযোগিতায় ২য়

মাঠসমূহ

জানুয়ারী ২০১৮, আইসিসি খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য তিনটি মাঠের ঘোষণা করে:[7]

গায়ানা সেন্ট লুসিয়া এন্টিগুয়া
প্রভিডেন্স, গায়ানা গ্রস আইসলেট নর্থ সাউন্ড
গায়ানা জাতীয় স্টেডিয়াম
ধারণ ক্ষমতা: ১৫,০০০
বিউসেজাউর স্টেডিয়াম
Capacity: ১৫,০০০
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম
Capacity: ১০,০০০
খেলা : ১১ খেলা : ৯ খেলা : ৩

আম্পায়ারগণ

২৫ অক্টোবর ২০১৮, আইসিসি প্রতিযোগিতাটি পরিচালনার জন্য কর্মকর্তাদের নিয়োগ করে। ১২ সদস্যের আম্পায়ারগণের সাথে রিচি রিচার্ডসন এবং গ্রায়েম ল্যাবরয় নাম ও যুক্ত করা হয় ম্যাচ রেফারি হিসাবে।[8]

খেলার সূচী

গ্রুপ এ

দল (গ্রুপ-এ)
খে হা টা ফহ এনআরআর
 ওয়েস্ট ইন্ডিজ +২.২৪১
 ইংল্যান্ড +১.৩১৭
 দক্ষিণ আফ্রিকা -০.২৭৭
 শ্রীলঙ্কা -১.১৭১
 বাংলাদেশ -১.৯৮৯
৯ নভেম্বর ২০১৮
২০:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১০৬/৮ (২০ ওভার)
 বাংলাদেশ
৪৬ (১৪.৪ ওভার)
কেসিয়া নাইট ৩২ (২৪)
জাহানারা আলম ৩/২৩ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৬০ রানে বিজয়ী
প্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: সুই রেডফার্ন (ইংল্যান্ড) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
সেরা খেলোয়াড়: ডিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)
  • বাংলাদেশ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • ডিন্দ্রা ডটিন উক্ত খেলায় ৫টি উইকেট তুলে নেন এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে মহিলা টি২০আই-এ এটিই তার সেরা রেকর্ড [9]
  • বাংলাদেশের মোট স্কোরটি ছিল আইসিসির মহিলা বিশ্ব টুয়েন্টি২০তে যে কোন দলের জন্য সর্বনিম্ন সংগ্রহ।[10]

১০ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
খেলা পরিত্যাক্ত
বিউসেজাউর স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: কিম কটন ((নিউজিল্যান্ড)) এবং আহসান রাজা (পাকিস্তান)

১২ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
৭৬/৯ (২০ ওভার)
 ইংল্যান্ড
৬৪/৩ (৯.৩ ওভার)
আয়শা রহমান ৩৯ (৫২)
কিরস্টি গর্ডন ৩/১৬ (৪ ওভার)
এমি জন্স ২৮* (২৪)
সালমা খাতুন ২/১৭ (৩ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৭ উইকেটে বিজয়ী (ডি/এল)
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: স্যাম নোগাজস্কি (অস্ট্রেলিয়া) এবং জেকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
সেরা খেলোয়াড়: কিরস্টি গর্ডন (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • Rain during ইংল্যান্ড মহিলা দল's innings set them a revised target of 64 from 16 ওভার.
  • সোফিয়া ডাঙ্কলী, কিরস্টি গর্ডন এবং Linsey Smith (ইংল্যান্ড) সকলেই মহিলা টি২০আই এ অভিষেক করে।

১২ নভেম্বর ২০১৮
২০:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৯৯/৮ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১০২/৩ (১৮.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা মহিলা দল ৭ উইকেটে বিজয়ী
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: নিথিন মেনন (ভারত) এবং শরফুদ্দৌলা (বাংলাদেশ)
সেরা খেলোয়াড়: শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.

১৪ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৯৭/৭ (২০ ওভার)
 বাংলাদেশ
৭২ (২০ ওভার)
শ্রীলঙ্কা মহিলা দল ২৫ রানে বিজয়ী
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: নিথিন মেনন (ভারত) এবং জেকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
সেরা খেলোয়াড়: শশীকলা শ্রীবর্ধনে ((শ্রীলঙ্কা))
  • বাংলাদেশ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • এই খেলাটি ছিল মহিলা টি২০আই এর ইতিহাসে বিরল ঘটনা যাতে উভয় ইনিংসেই প্রথম বলে উইকেট তুলে নেয়।[11]
  • বাংলাদেশ মহিলা দল এই খেলার ফলাফলের ভিত্তিতেই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে।[12]

১৪ নভেম্বর ২০১৮
২০:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১০৭/৭ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৭৬ (১৮.৪ ওভার)
কেসিয়া নাইট ৩২ (৩৬)
শবনিম ইসমাইল ৩/১২ (৪ ওভার)
মারিজান কাপ ২৬ (৩৪)
স্তাফানি টেলর ৪/১২ (৩.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৩১ রানে বিজয়ী
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) এবং শরফুদ্দৌলা (বাংলাদেশ)
সেরা খেলোয়াড়: স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • ক্লো ট্রায়ন দক্ষিণ আফ্রিকার হয়ে তার ৫০তম মহিলা টি২০আই খেলে।[13]

১৬ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৮৫ (১৯.৩ ওভার)
 ইংল্যান্ড
৮৭/৩ (১৪.১ ওভার)
ড্যানিয়েল ওয়াট ২৭ (২৭)
ডেন ফান নাইকার্ক ২/১৩ (৩.১ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৭ উইকেটে বিজয়ী
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: কিম কটন ((নিউজিল্যান্ড)) এবং আহসান রাজা (পাকিস্তান)
সেরা খেলোয়াড়: নাতালি সিভার (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • হিদার নাইট ইংল্যান্ডের হয়ে তার ৫০তম মহিলা টি২০আই ম্যাচ খেলে।[14]
  • অ্যানিয়া শ্রাবসোল (ইংল্যান্ড) হ্যাট্রিক তুলে নেয়।.[15]
  • ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড) মহিলা টি২০আই তে ১০০০তম রানের মাইলফলক স্পর্শ করে।[16]
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল এই খেলার ফলাফলেই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়।[15]

১৬ নভেম্বর ২০১৮
২০:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৮৭/৫ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১০৪ (১৭.৪ ওভার)
হিলি মেথিউস ৬২ (৩৬)
ওশাদি রানাসিংহে ১/২১ (৪ ওভার)
চামারি আতাপাত্তু ৪৪ (৩৫)
হিলি মেথিউস ৩/১৬ (৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৮৩ রানে বিজয়ী
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: স্যাম নোগাজস্কি (অস্ট্রেলিয়া) এবং শরফুদ্দৌলা (বাংলাদেশ)
সেরা খেলোয়াড়: হিলি মেথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল এবং ইংল্যান্ড মহিলা দল উভয় এই খেলার ফলাফলের কারণে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করে।[17]
  • শ্রীলঙ্কা মহিলা দল এই খেলার মাধ্যমেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।[17]

১৮ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১১৫/৮ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১৭/৬ (১৯.৩ ওভার)
সোফিয়া ডাঙ্কলী ৩৫ (৩০)
শাকিরা সেলমান ২/১৫ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৪ উইকেটে বিজয়ী
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: কিম কটন ((নিউজিল্যান্ড)) এবং নিথিন মেনন (ভারত)
সেরা খেলোয়াড়: ডিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.

১৮ নভেম্বর ২০১৮
২০:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১০৯/৯ (২০ ওভার)
 বাংলাদেশ
৭৯/৫ (২০ ওভার)
মারিজান কাপ ২৫ (১৯)
সালমা খাতুন ৩/২০ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা মহিলা দল ৩০ রানে বিজয়ী
ডারেন সামী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইসলেট
আম্পায়ার: স্যাম নোগাজস্কি (অস্ট্রেলিয়া) এবং জেকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
সেরা খেলোয়াড়: মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)
  • বাংলাদেশ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.

গ্রুপ বি

দল (গ্রুপ-বি)
খে ড্র ফহ এনআরআর
 ভারত +১.৮০০
 অস্ট্রেলিয়া +১.৫৫২
 নিউজিল্যান্ড +১.০৩১
 পাকিস্তান –০.৯৮৭
 আয়ারল্যান্ড –৩.৫২৫
৯ নভেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ভারত 
১৯৪/৫ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৬০/৯ (২০ ওভার)
হারমানপ্রীত কৌর ১০৩ (৫১)
লি তাহুহু ২/১৮ (৩ ওভার)
সুজি বেটস ৬৭ (৫০)
দায়ালান হেমালতা ৩/২৬ (৪ ওভার)
ভারত মহিলা দল ৩৪ রানে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) এবং ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া)
সেরা খেলোয়াড়: হারমানপ্রীত কৌর (ভারত)
  • ভারত মহিলা দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • দায়ালান হেমালতা (ভারত) মহিলা টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।.
  • জেমিমাহ রোডরিগজ এবং হারমানপ্রীত কৌর'র ১৩৪-রানের জুটি যে কোন উইকেটে ভারতের সর্বোচ্চ জুটি সমষ্টি।[18]
  • হারমানপ্রীত কৌর ভারতে প্রথম মহিলা যিনি মহিলাটি২০আই-এ শতক রানের স্কোর করেছেন এবং আইসিসির যেকোনো দেশের হিসাবে তৃতীয়।[19][20]
  • ভারতের সর্বমোট ছিল আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ যে কোন দেশের জন্য সর্বোচ্চ সমষ্টি।[20]
  • সুজি বেটস (নিউজিল্যান্ড) হয়ে যান আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০-এর সর্বোচ্চ স্কোরার।[18]

৯ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
(স্কোরকার্ড)
অস্ট্রেলিয়া 
১৬৫/৫ (২০ ওভার)
 পাকিস্তান
১১৩/৮ (২০ ওভার)
এলিশা হিলি ৪৮ (২৯)
আলীয়া রিয়াজ ২/২৫ (৪ ওভার)
বিসমাহ মারুফ ২৬ (২৫)
মেগান শুট ২/১৩ (৪ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৫২ রানে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং জেকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
সেরা খেলোয়াড়: এলিশা হিলি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.

১১ নভেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
পাকিস্তান 
১৩৩/৭ (২০ ওভার)
 ভারত
১৩৭/৩ (১৯ ওভার)
বিসমাহ মারুফ ৫৩ (৪৯)
পুনম যাদব ২/২২ (৪ ওভার)
মিতালী রাজ ৫৬ (৪৭)
নিদা দার ১/১৭ (৪ ওভার)
ভারত মহিলা দল ৭ উইকেটে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) এবং সুই রেডফার্ন (ইংল্যান্ড)
সেরা খেলোয়াড়: মিতালী রাজ (ভারত)
  • ভারত মহিলা দল টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ এটাই ছিল পাকিস্তানের সর্বোচ্চ স্কোর।[21]

১১ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
(স্কোরকার্ড)
আয়ারল্যান্ড 
৯৩/৬ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
৯৪/১ (৯.১ ওভার)
কিম গার্থ ২৪ (২৬)
এলিসি পেরি ২/১২ (৪ ওভার)
এলিশা হিলি ৫৬* (৩১)
কিম গার্থ ১/১৭ (২.১ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৯ উইকেটে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
সেরা খেলোয়াড়: এলিশা হিলি (অস্ট্রেলিয়া)
  • আয়ার‍ল্যান্ড মহিলা দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • কিম গার্থের জন্য এটা ছিল আয়ারল্যান্ডের হয়ে শততম আন্তর্জাতিক উপস্থিতি।[22]
  • এলিশা হিলি'র (অস্ট্রেলিয়া) ২১ বলের অর্ধশত রান ছিল মহিলা বিশ্ব টুয়েন্টি২০ তে দ্রুততম অর্ধশত।[23]

১৩ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
(স্কোরকার্ড)
পাকিস্তান 
১৩৯/৬ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১০১/৯ (২০ ওভার)
জাভেরীয়া খান ৭৪* (৫২)
লুসি ও’রিলি ৩/১৯ (৪ ওভার)
পাকিস্তান মহিলা দল ৩৮ রানে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) এবং ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া)
সেরা খেলোয়াড়: জাভেরীয়া খান (পাকিস্তান)
  • পাকিস্তান মহিলা দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • চেলেস্ট র‍্যাক (আয়ারল্যান্ড) মহিলা টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।.
  • জাভেরীয়া খান পাকিস্তানের হয়ে মহিলা টি২০আই-এ সেরা স্কোর করেন।.[24]
  • এটা ছিল পাকিস্তানের জন্য আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০-এর সর্বোচ্চ স্কোর।[25]

১৩ নভেম্বর ২০১৮
২০:০০ (দিন/রাত)
(স্কোরকার্ড)
অস্ট্রেলিয়া 
১৫৩/৭ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১২০ (১৭.৩ ওভার)
এলিশা হিলি ৫৩ (৩৮)
লেই কাস্পারেক ৩/২৫ (৪ ওভার)
সুজি বেটস ৪৮ (৪২)
মেগান শুট ৩/১২ (৩ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৩৩ রানে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
সেরা খেলোয়াড়: এলিশা হিলি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • অস্ট্রেলিয়া মহিলা দল, এ খেলার ফলাফলের ভিত্তিতে সেমি-ফাইনালে অগ্রসর হয়।[26]

১৫ নভেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ভারত 
১৪৫/৬ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
৯৩/৮ (২০ ওভার)
মিতালী রাজ ৫১ (৫৬)
কিম গার্থ ২/২২ (৪ ওভার)
ইসোবেল জয়েস ৩৩ (৩৮)
রাধা যাদব ৩/২৫ (৪ ওভার)
ভারত মহিলা দল ৫২ রানে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
সেরা খেলোয়াড়: মিতালী রাজ (ভারত)
  • আয়ার‍ল্যান্ড মহিলা দল টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • ক্লেয়ার শিলিংটন (আয়ারল্যান্ড) মহিলা টি২০আই এ ১০০০ রানের মাইলফলক স্পর্শ করে।[27]
  • ভারত মহিলা দল এই খেলার ফলাফলে সেমি-ফাইনালে অগ্রসর হয়[27]
  • পাকিস্তান মহিলা দল, নিউজিল্যান্ড মহিলা দল এবং আয়ার‍ল্যান্ড মহিলা দল এই খেলার ফলাফলেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।[28]

১৫ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
(স্কোরকার্ড)
নিউজিল্যান্ড 
১৪৪/৬ (২০ ওভার)
 পাকিস্তান
৯০ (১৮ ওভার)
সুজি বেটস ৩৫ (৩১)
আলীয়া রিয়াজ ২/২৯ (৪ ওভার)
জাভেরীয়া খান ৩৬ (২৩)
জেস ওয়াটকিন ৩/৯ (৪ ওভার)
নিউজিল্যান্ড মহিলা দল ৫৪ রানে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া)
সেরা খেলোয়াড়: জেস ওয়াটকিন (নিউজিল্যান্ড)
  • পাকিস্তান মহিলা দল টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.

১৭ নভেম্বর ২০১৮
১১:০০
(স্কোরকার্ড)
ভারত 
১৬৭/৮ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১১৯ (১৯.৪ ওভার)
স্মৃতি মন্ধনা ৮৩ (৫৫)
এলিসি পেরি ৩/১৬ (৩ ওভার)
এলিসি পেরি ৩৯* (২৮)
অনুজা পাতিল ৩/১৫ (৩.৪ ওভার)
ভারত মহিলা দল ৪৮ রানে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) এবং ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
সেরা খেলোয়াড়: স্মৃতি মন্ধনা (ভারত)
  • ভারত মহিলা দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • Tayla Vlaeminck (অস্ট্রেলিয়া) মহিলা টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।.
  • এলিসি পেরি পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার যে ১০০ টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা খেলেছে।[29]
  • স্মৃতি মন্ধনা (ভারত) তার ১০০০তম রানের মাইলফলকে পৌছে এই খেলার মাধ্যমে।[30]

১৭ নভেম্বর ২০১৮
১৬:০০ (দিন/রাত)
(স্কোরকার্ড)
আয়ারল্যান্ড 
৭৯/৯ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
৮১/২ (৭.৩ ওভার)
গাবি লুইস ৩৯ (৩৬)
লেই কাস্পারেক ৩/১৯ (৪ ওভার)
সোফি ডিভাইন ৫১ (২২)
লরা ডেলানি ১/৯ (১ ওভার)
নিউজিল্যান্ড মহিলা দল ৮ উইকেটে বিজয়ী
গায়ানা জাতীয় স্টেডিয়াম, প্রভিডেন্স
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং সুই রেডফার্ন (ইংল্যান্ড)
সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
  • আয়ার‍ল্যান্ড মহিলা দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • ইসোবেল জয়েস, সেসেলিয়া জয়েস, সিয়ারা মেটকাফে এবং ক্লেয়ার শিলিংটন সকলেই আয়ার‍ল্যান্ড মহিলা দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলে।[31][32]
  • সুজি বেটস (নিউজিল্যান্ড) পুরুষ ও মহিলাদের ক্ষেত্র নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ৩০০০ রান করে।[33]
  • সোফি ডিভাইন (নিউজিল্যান্ড) ২১ বলে অর্ধশত রান ছিল আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ তে যৌথ দ্রুততম অর্ধশত।[34]

পরিসংখ্যান

সর্বাধিক রান

খেলোয়াড়[1]খেলাইনিংসরানগড়স্টাইক রেটসেরা স্কোর১০০৫০
এলিশা হিলি ২২৫৫৬.২৫১৪৪.২৩৫৬*৩৩
হারমানপ্রীত কৌর ১৮৩৪৫.৭৫১৬০.৫২১০৩১২১৩
স্মৃতি মন্ধনা ১৭৮৩৫.৬০১২৫.৩৫৮৩২২
সুজি বেটস ১৬১৪০.২৫১১৯.২৫৬৭১৭
জাভেরীয়া খান ১৩৬৪৫.৩৩১৩০.৭৬৭৪*২০

সর্বাধিক উইকেট

খেলোয়াড়[2]খেলাইনিংসউইকেটওভারইকোনমিগড়সেরাস্ট্রাইক৪ উই৫ উই
Deandra Dottin ১০১৩.৪৫.৬৩৭.৭০৫/৫৮.২
Ashleigh Gardner ১০১৮.০৫.৯৪১০.৭০৩/২২১০.৮
Megan Schutt ১০১৩.০৫.১২১১.১০৩/১২১৩.০
Ellyse Perry ১৬.০৫.৫৬৯.৮৮৩/১৬১০.৬
Stafanie Taylor ১৫.৪৫.২৩১০.২৫৪/১২১১.৭

তথ্যসূত্র

  1. "ICC Women's World T20, 2018/19 Cricket Team Records & Stats-ESPNcricinfo.com"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮
  2. "ICC Women's World T20, 2018/19 Cricket Team Records & Stats- ESPNcricinfo.com"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮
  3. (29 June 2013). "Outcomes from ICC Annual Conference week in London" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে – International Cricket Council. Retrieved 8 July 2015.
  4. (30 January 2015). "ICC approves dates for major events"Dawn News. Retrieved 8 July 2015.
  5. "ICC wraps up venue inspections in the Caribbean for Women's World T20"Loop Jamaica। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭
  6. "Panna Ghosh bowls Bangladesh to victory in WT20Q final"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮
  7. "ICC Women's World Twenty20 2018 venues announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮
  8. "11th team for next month's ICC Women's World T20 revealed"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৮
  9. "West Indies defend 106 with Dottin's 5 for 5"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৮
  10. "Deandra Dottin 5/5 delights home crowd as Bangladesh crumble"International Cricket Council। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৮
  11. "ICC Women's World Twenty20: Sri Lanka beat Bangladesh to retain semi-final hope"BBC Sport। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  12. "Siriwardene's allround performance knocks Bangladesh out"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  13. "Tryon targets first T20I half-century in 50th appearance"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  14. "Match Preview: England v South Africa – Match 15"Women's CricZone। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  15. "Shrubsole, Sciver heroics knock South Africa out"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৮
  16. "Women's World Twenty20: Anya Shrubsole hat-trick inspires England win over South Africa"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  17. "'The crowd really helped to push us on' – Matthews"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  18. "Harmanpreet Kaur's historic hundred blindsides New Zealand"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৮
  19. "Harmanpreet Kaur becomes first Indian woman to score T20I century"The Indian Express। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
  20. "Harmanpreet, the first Indian woman to hit a World T20 ton"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৮
  21. "Pakistan hit with 10 penalty runs"International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮
  22. "Women's World Twenty20: Australia thrash Ireland to top Group B"BBC Sport। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮
  23. "Healy's 21-ball half-century blows Ireland away"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮
  24. "Javeria Khan record knock helps Pakistan hold off Ireland"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮
  25. "Women's World Twenty20: Pakistan beat Ireland, Australia defeat New Zealand"BBC Sport। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  26. "Alyssa Healy pushes New Zealand to the brink"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮
  27. "Women's World Twenty20: India beat Ireland to reach semi-finals"BBC Sport। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  28. "India choke Ireland for first semi-final entry since 2010"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  29. "Ellyse Perry first Australian to reach cricketing milestone"The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  30. "IND W vs AUS W, Women's World T20: Smriti Mandhana becomes third Indian batswoman to reach 1000 T20I runs"Times Now News। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  31. "ওভার 40 years of experience: Two Irish cricket legends to bow out against New Zealand"Cricket Ireland। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  32. "Ireland stalwarts bow out of international cricket"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮
  33. "Splitting Bates and Devine 'didn't quite work out'"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮
  34. "White Ferns beat Ireland, but exit T20 World Cup"Stuff। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.