২০১৮-১৯ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর

জিম্বাবুয়ে ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট জন্য বাংলাদেশ সফর করছে, যা ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়।

২০১৮-১৯ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর
বাংলাদেশ
জিম্বাবুয়ে
তারিখ ১৯ অক্টোবর – ১৫ নভেম্বর ২০১৮
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (টেস্ট)
মাশরাফি বিন মর্তুজা (ওডিআই)
হ্যামিল্টন মাসাকাদজা
টেস্ট সিরিজ
ফলাফল ৩-ম্যাচের সিরিজ ১–১ এ ড্র হয়
সর্বাধিক রান মুশফিকুর রহিম (২৭০) ব্রেন্ডন টেলর (২৪৬)
সর্বাধিক উইকেট তাইজুল ইসলাম (১৮) কাইল জার্ভিস (১০)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩-ম্যাচের সিরিজ বাংলাদেশ ৩–০ তে জয়ী হয়
সর্বাধিক রান ইমরুল কায়েস (৩৪৯) শন উইলিয়ামস (২২৬)
সর্বাধিক উইকেট মেহেদী হাসান (৪)
মোহাম্মদ সাইফুদ্দিন (৪)
নাজমুল ইসলাম (৪)
কাইল জার্ভিস (৫)
সিরিজ সেরা ইমরুল কায়েস (বাংলাদেশ)

দলীয় সদস্য

টেস্ট ওডিআই
 বাংলাদেশ  জিম্বাবুয়ে  বাংলাদেশ  জিম্বাবুয়ে

প্রস্তুতিমূলক খেলা

৫০ ওভারের ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম বনাম জিম্বাবুয়ে

১৯ অক্টোবর ২০১৮
০৯:৩০
জিম্বাবুয়ে 
১৭৮ (৪৫.২ ওভার)
সৌম্য সরকার ১০২* (১১৪)
সিকান্দার রাজা ১/২১ (৬ ওভার)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ৮ উইকেটে জয়ী
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ৪ নং মাঠ, সাভার
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তিনদিনের ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম বনাম জিম্বাবুয়ে

২৯–৩১ অক্টোবর ২০১৮
১৪৫/৫d (৪৮ ওভার)
হ্যামিল্টন মাসাকাদজা ৩৯* (৮৮)
ইবাদত হোসেন ২/১৩ (৬ ওভার)
৫৬/২ (১৮ ওভার)
নাজমুল হোসেন শান্ত ২২* (৫৪)
কাইল জার্ভিস ১/৮ (৪ ওভার)
খেলা ড্র
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: মোরশেদ আলী খান (বাংলাদেশ) ও গাজী সোহেল (বাংলাদেশ)
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ১ দিনের খেলা সম্ভব ছিল না।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২১ অক্টোবর ২০১৮
১৪:৩০ (দিন/রাত)
বাংলাদেশ 
২৭১/৮ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৪৩/৯ (৫০ ওভার)
ইমরুল কায়েস ১৪৪ (১৮০)
কাইল জার্ভিস ৪/৩৭ (৯ ওভার)
শন উইলিয়ামস ৫০* (৫৮)
মেহেদী হাসান ৩/৪৬ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ফজলে মাহমুদ (বাংলাদেশ) তার ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

২৪ অক্টোবর ২০১৮
১৪:৩০ (দিন/রাত)
জিম্বাবুয়ে 
২৪৬/৭ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৫০/৩ (৪৪.১ ওভার)
ইমরুল কায়েস ৯০ (১১১)
সিকান্দার রাজা ৩/৪৩ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

২৬ অক্টোবর ২০১৮
১৪:৩০ (দিন/রাত)
জিম্বাবুয়ে 
২৮৬/৫ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৮৮/৩ (৪২.১ ওভার)
শন উইলিয়ামস ১২৯ (১৪৩)
নাজমুল ইসলাম ৫৮/২ (৮ ওভার)

টেস্ট সিরিজ

১ম টেস্ট

৩–৭ নভেম্বর ২০১৮
২৮২ (১১৭.৩ ওভার)
শন উইলিয়ামস ৮৮ (১৭৩)
তাইজুল ইসলাম ৬/১০৮ (৩৯.৩ ওভার)
১৪৩ (৫১ ওভার)
আরিফুল হক ৪১* (96)
টেন্ডাই চাতারা ৩/১৯ (১০ ওভার)
১৮১ (৬৫.৪ ওভার)
হ্যামিল্টন মাসাকাদজা ৪৮ (১০৪)
তাইজুল ইসলাম ৫/৬২ (২৮.৪ ওভার)
১৬৯ (৬৩.১ ওভার)
ইমরুল কায়েস ৪৩ (১০৩)
ব্রান্ডন মাভুটা ৪/২১ (১০ ওভার)
জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)

২য় টেস্ট

১১–১৫ নভেম্বর ২০১৮
৫২২/৭d (১৬০ ওভার)
মুশফিকুর রহিম ২১৯* (৪২১)
কাইল জার্ভিস ৫/৭১ (২৮ ওভার)
৩০৪ (১০৫.৩ ওভার)
ব্রেন্ডন টেলর ১১০ (১৯৪)
তাইজুল ইসলাম ৫/১০৭ (৪০.৩ ওভার)
২২৪/৬d (৫৪ ওভার)
মাহমুদুল্লাহ রিয়াদ ১০১* (১২২)
কাইল জার্ভিস ২/২৭ (১১ ওভার)
২২৪ (৮৩.১ ওভার)
ব্রেন্ডন টেলর ১০৬* (১৬৭)
মেহেদী হাসান ৫/৩৮ (১৮.১ ওভার)
বাংলাদেশ ২১৮ উইকেটে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • খালেদ আহমেদমোহাম্মদ মিঠুন (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
  • মোহাম্মদ মিঠুন সবচেয়ে অভিজ্ঞ হয়ে ওঠে প্রথম-শ্রেণীর ক্রিকেটার ৮৮ টেস্টে টেস্ট অভিষেকের জন্য বাংলাদেশ থেকে।
  • মুশফিকুর রহিম (বাংলাদেশ) টেস্টে দুটি দ্বিগুণ সেঞ্চুরি করার জন্য প্রথম উইকেটরক্ষক হন।
  • মুশফিকুর রহিমও তৈরি করেছেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (২১৯), একটি ইনিংসে (৪২১) সর্বাধিক বল মোকাবিলা করেছিলেন, এবং টেস্টে একজন বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ ইনিংসটি (৫৮৯) সর্বাধিক মিনিটেই কাটিয়েছিলেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.