২০১৫-১৬ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর
জিম্বাবুয়ে ক্রিকেট দল ৫ নভেম্বর ২০১৫ থেকে ১৫ নভেম্বর ২০১৫ পর্যন্ত বাংলাদেশ সফর করে। সফরটি তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে), দুটি টি২০ আন্তর্জাতিক এবং একটি অনুশীলন ম্যাচে নিয়ে গঠিত ছিল।
২০১৫-১৬ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||||||
![]() |
![]() | ||||||
তারিখ | ৫ নভেম্বর ২০১৫ – ১৫ নভেম্বর ২০১৫ | ||||||
অধিনায়ক | মাশরাফি বিন মর্তুজা | এল্টন চিগুম্বুরা | |||||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||||||
ফলাফল | ৩-ম্যাচের সিরিজ বাংলাদেশ ৩–০ তে জয়ী হয় | ||||||
সর্বাধিক রান | মুশফিকুর রহিম (১৫৬) | এলটন চিগুম্বুরা (১৩৩) | |||||
সর্বাধিক উইকেট | মুস্তাফিজুর রহমান (৮) | তিনাশি প্যানিয়াঙ্গারা (৫) | |||||
সিরিজ সেরা | মুশফিকুর রহিম (বাংলাদেশ) | ||||||
টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||||||
ফলাফল | ২-ম্যাচের সিরিজ ১–১ এ ড্র হয় | ||||||
সর্বাধিক রান | তামিম ইকবাল (৫২) | ম্যালকম ওয়ালার (১০৮) | |||||
সর্বাধিক উইকেট | আল-আমিন হোসেন (৫) | গ্রেইম ক্রিমার (৫) | |||||
সিরিজ সেরা | ম্যালকম ওয়ালার (জিম্বাবুয়ে) | ||||||
|
মূল সময়সূচী মোতাবেক, জিম্বাবুয়ে ক্রিকেট দল ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করার কথা ছিল।[1] সেই সফরে দলটি বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্ব টুয়েন্টি২০ ও এশিয়া কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নেয়ার কারণেই সেই সফর কাট-ছাট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ দুইটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল।[1]
অবশ্য, ১৬ অক্টোবর ২০১৫ তারিখে বিসিবি ঘোষণা করে যে জিম্বাবুয়ে ক্রিকেট দল নভেম্বরে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে এবং সিরিজটি বিপিএল ২০১৫ শুরু হওয়ার আগেই অনুষ্ঠিত হবে। পরে ২১ অক্টোবর বিসিবি সফরের জন্য তারিখসমূহ নিশ্চিত করে।
এই সফরের একদিনের আন্তর্জাতিক সিরিজটি বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়লাভ করে এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজটি ১-১ সমতায় ড্র হয়।
নভেম্বরের দল
পাঁজরের আঘাতজনিত কারণে দল থেকে বাদ পড়েন সৌম্য সরকার। তার পরিবর্তে ইমরুল কায়েসকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[4] ১ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ৮ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন সাকিব আল হাসান। ফলে তার জায়গায় দলে আসেন এনামুল হক বিজয়।[5]
নভেম্বরের প্রস্তুতিমূলক খেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ব জিম্বাবুয়ে একাদশ
৫ নভেম্বর ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- জিম্বাবুয়ে একাদশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- পার্শ্ব প্রতি ১৬ জন খেলোয়াড় (১১ জন ব্যাটিং ও ১১ জন ফিল্ডিং)
নভেম্বরের ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
ব |
||
ইমরুল কায়েস ৭৩ (৯৫) লুক জঙ্গুয়ে ২/৫০ (৯ ওভার) |
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
নভেম্বরের টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- জুবায়ের হোসেনের (বাংলাদেশ) টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
জানুয়ারি ২০১৬
জানুয়ারি, ২০১৬ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||||
![]() |
![]() | ||||
তারিখ | ১৫ জানুয়ারি ২০১৬ – ২২ জানুয়ারি ২০১৬ | ||||
অধিনায়ক | মাশরাফি বিন মর্তুজা | এলটন চিগুম্বুরা (১ম ও ৪র্থ টি২০আই) হ্যামিল্টন মাসাকাদজা (২য় ও ৩য় টি২০আই) | |||
টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||||
ফলাফল | ৪-ম্যাচের সিরিজ ২–২ এ ড্র হয় | ||||
সর্বাধিক রান | সাব্বির রহমান (১৪০) | হ্যামিল্টন মাসাকাদজা (২২২) | |||
সর্বাধিক উইকেট | সাকিব আল হাসান (৫) | গ্রেইম ক্রিমার (৬) | |||
সিরিজ সেরা | হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে) |
জানুয়ারির দল
![]() |
![]() |
---|---|
|
|
জানুয়ারি টি২০আই সিরিজ
১ম টি২০আই
১৫ জানুয়ারি স্কোরবোর্ড |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে নুরুল হাসান এবং শুভাগত হোমের টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
৩য় টি২০আই
২০ জানুয়ারি স্কোরবোর্ড |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- জিম্বাবুয়ের ইনিংস চলাকালে ৭ ওভারের সময় বৃষ্টি আঘাত হানে। ২০ মিনিট পর পুণরায় খেলা শুরু হলেও কোন ওভারের ক্ষতি হয়নি।
- আবু হায়দার, মোহাম্মাদ শহীদ, মোসাদ্দেক হোসেন এবং মুক্তার আলী (বাংলাদেশ) টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
২২ জানুয়ারি স্কোরবোর্ড |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- হ্যামিল্টন মাসাকাদজা’র অপরাজিত ৯৩* রান টুয়েন্টি২০ আন্তর্জাতিকে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ রান।[8]
সম্প্রচার ব্যবস্থা
দেশ | টেলিভিশন সম্প্রচার | রেডিও সম্প্রচার |
---|---|---|
![]() |
জাতীয় বিটিভি ক্যাবল/স্যাটেলাইট জিটিভি |
বাংলাদেশ বেতার |
![]() |
স্টার স্পোর্টস | |
উত্তর আমেরিকা | উইলো | |
মধ্যপ্রাচ্য | ওএসএন | |
আফ্রিকা | সুপার স্পোর্টস |
তথ্যসূত্র
- "BCB wants to cut a Test from Zimbabwe series"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫।
- "জিম্বাবুয়ে সিরিজের দলে কামরুল, ফিরলেন আল আমিন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৫।
- "বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে ক্রেমার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৫।
- "Sarkar out of Zimbabwe ODIs, T20s with side strain"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৫।
- "সাকিবের জায়গায় বিজয়"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
- "Hider, Hom, Nurul named in T20 squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
- "Sibanda, Vitori return for Bangladesh T20s"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৬।
- "Masakadza happy with near perfect knock"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬।