২০১৪-১৬ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ

২০১৪-১৬ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে র‌্যাঙ্কিং প্রতিযোগিতাবিশেষ। সর্বমোট আটটি দল একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতা শেষে শীর্ষ চার দল স্বয়ংক্রিয়ভাবে ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। নীচের সারির চার দলকে ২০১৭ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়া ছয় দলের মুখোমুখি হতে হয় ও বাকী চার দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়।[1][2] কোন সিরিজে চার বা ততোধিক একদিনের আন্তর্জাতিক (ওডিআই) থাকে, তাহলে প্রথম তিনটি খেলা চ্যাম্পিয়নশীপে অন্তর্ভূক্ত হবে।[3]

২০১৪-১৬ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন
আয়োজকবিভিন্ন দেশ
বিজয়ী অস্ট্রেলিয়া
রানার-আপ ইংল্যান্ড
সর্বোচ্চ রান মেগ ল্যানিং (১২৩২)
সর্বোচ্চ উইকেট জেস জোনাসেন (৩১)

দলসমূহ

নিম্নবর্ণিত দলসমূহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে:

ফলাফল

নিম্নে মাঝে মাঝে বিরতি দিয়ে সময়সূচী দেয়া হলো। প্রত্যেক রাউন্ডে প্রত্যেক দল তাদের প্রতিপক্ষের বিপক্ষে তিনবার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে।[4]

রাউন্ড সময়সীমা স্বাগতিক দল অতিথি দল তারিখ ফলাফল

জুন-অক্টোবর, ২০১৪

 অস্ট্রেলিয়া  পাকিস্তান ২১ আগস্ট, ২০১৪ ৩-০
 ইংল্যান্ড  ভারত ২১ আগস্ট, ২০১৪ ২-০
 ওয়েস্ট ইন্ডিজ  নিউজিল্যান্ড ১২ সেপ্টেম্বর, ২০১৪ ৩-০
 শ্রীলঙ্কা  দক্ষিণ আফ্রিকা ১৫ অক্টোবর, ২০১৪ ১-১
নভেম্বর ২০১৪-ফেব্রুয়ারি, ২০১৫  অস্ট্রেলিয়া  ওয়েস্ট ইন্ডিজ ১১ নভেম্বর, ২০১৪ ৩-০
 ভারত  দক্ষিণ আফ্রিকা ২৪ নভেম্বর, ২০১৪ ১-২
 পাকিস্তান  শ্রীলঙ্কা ৯ জানুয়ারি, ২০১৫ ৩-০
 নিউজিল্যান্ড  ইংল্যান্ড ১১ ফেব্রুয়ারি, ২০১৫ ২-১
মার্চ-আগস্ট, ২০১৫  পাকিস্তান  দক্ষিণ আফ্রিকা ১৩ মার্চ, ২০১৫ ১-২
 শ্রীলঙ্কা  ওয়েস্ট ইন্ডিজ ১৫ মে, ২০১৫ ১-২
 ভারত  নিউজিল্যান্ড ২৮ জুন, ২০১৫ ১-২
 ইংল্যান্ড  অস্ট্রেলিয়া ২১ জুলাই, ২০১৫ ১-২
অক্টোবর, ২০১৫-ফেব্রুয়ারি, ২০১৬  ওয়েস্ট ইন্ডিজ  পাকিস্তান ১৮ অক্টোবর, ২০১৫ ৩-০
 নিউজিল্যান্ড  শ্রীলঙ্কা ৩ নভেম্বর, ২০১৫ ৩-০
 অস্ট্রেলিয়া  ভারত ২ ফেব্রুয়ারি, ২০১৬ ২-১
 দক্ষিণ আফ্রিকা  ইংল্যান্ড ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১-২
ফেব্রুয়ারি-জুলাই, ২০১৬  ভারত  শ্রীলঙ্কা ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ৩-০
 নিউজিল্যান্ড  অস্ট্রেলিয়া ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১-২
 দক্ষিণ আফ্রিকা  ওয়েস্ট ইন্ডিজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১-২
 ইংল্যান্ড  পাকিস্তান ২০ জুন, ২০১৬ ৩-০
আগস্ট-অক্টোবর, ২০১৬  শ্রীলঙ্কা  অস্ট্রেলিয়া ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০-৩
 দক্ষিণ আফ্রিকা  নিউজিল্যান্ড ৮ অক্টোবর, ২০১৬ ১-২
 ওয়েস্ট ইন্ডিজ  ইংল্যান্ড ১৪ অক্টোবর, ২০১৬ ১-২
 পাকিস্তান  ভারত (মন্তব্য দেখুন) (৩-০)
অক্টোবর-নভেম্বর, ২০১৬  ভারত  ওয়েস্ট ইন্ডিজ ১০ নভেম্বর, ২০১৬ ৩-০
 শ্রীলঙ্কা  ইংল্যান্ড ১২ নভেম্বর, ২০১৬ ০-৩
 নিউজিল্যান্ড  পাকিস্তান ১৩ নভেম্বর, ২০১৬ ৩-০
 অস্ট্রেলিয়া  দক্ষিণ আফ্রিকা ১৮ নভেম্বর, ২০১৬ ৩-০

মন্তব্য: ষষ্ঠ রাউন্ডের সময়সূচীতে পাকিস্তান ও ভারতের মধ্যকার খেলাটি অক্টোবর, ২০১৬ সালে অনুষ্ঠিত হবার কথা ছিল।[5] ৯ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত এ সময়সূচীতে খেলা অগ্রসর হবে, না-কি হবে না - এ বিষয়ে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি।[6] ২৩ নভেম্বর, ২০১৬ তারিখে আইসিসি কারিগরী কমিটি সিদ্ধান্ত দেয় যে, ভারতীয় মহিলা দল সবগুলো খেলা থেকে বিরত থাকবে। ফলশ্রুতিতে পাকিস্তান সবগুলো পয়েন্ট পাবে।[7] প্রতি খেলার জন্য পাকিস্তান দুই পয়েন্ট পাবে। অন্যদিকে ভারত ৫০ ওভারের প্রত্যেক খেলা থেকে ০ রান সংগ্রহ করেছে বলে ঘোষণা দেয়। এরফলে নেট রান রেটে তা প্রতিফলিত হবে।[8]

পয়েন্ট তালিকা

দল[9] খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি এনআরআর পয়েন্ট
 অস্ট্রেলিয়া (যো) ২১১৮+০.৯৮১৩৬
 ইংল্যান্ড (যো) ২১১৪+১.০৪৭২৯
 নিউজিল্যান্ড (যো) ২১১৩+০.৪৪১২৬
 ওয়েস্ট ইন্ডিজ (যো) ২১১১১০+০.১২৮২২
 ভারত* (ব) ২১১১–০.৪৮৮১৯
 দক্ষিণ আফ্রিকা (ব) ২১১২–০.২৩৫১৭
 পাকিস্তান* (ব) ২১১৪–১.১২৬১৪
 শ্রীলঙ্কা (ব) ২১১৮–১.৫৩৮

* ৬ষ্ঠ রাউন্ডের খেলায় পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়।[10][11] (মন্তব্য দেখুন ফলাফলে)।

পরিসংখ্যান

সর্বাধিক রান

খেলোয়াড় দল খে রান গড় এসআর এইচএস ১০০ ৫০
মেগ ল্যানিং  অস্ট্রেলিয়া ২১২১১২৩২৭২.৪৭৯৫.২৮১৩৫*১৪৬
এলিসি পেরি  অস্ট্রেলিয়া ১৭১৬৯৮৫৮৯.৫৪৭৭.৮৬৯৫*১২৮৮
সুজি বেটস  নিউজিল্যান্ড ২০২০৯৭৮৫৪.৩৩৮২.২৫১১০১১৯
স্তাফানি টেলর  ওয়েস্ট ইন্ডিজ ১৯১৯৮৫৭৫৭.১৩৬৯.৮৪৯৮*৮৮
নিকোল বোল্টন  অস্ট্রেলিয়া ২০২০৮১৭৪৫.৩৮৭১.৩৫১১৩৭৫
সর্বশেষ হালনাগাদ: ২৩ নভেম্বর, ২০১৬[12]

সর্বাধিক উইকেট

খেলোয়াড় দল খে উইঃ গড় ইকোঃ বিবিআই এসআর ৪উই ৫উই
জেস জোনাসেন  অস্ট্রেলিয়া ২১২১৩১১৯.০৯৩.৮৬৫/৫০২৯.৬
হিদার নাইট  ইংল্যান্ড ১৯১৮২৯১৯.৩৪৪.১৯৫/২৬২৭.৬
আনিসা মুহাম্মদ  ওয়েস্ট ইন্ডিজ ২১২১২৭২২.৫১৩.৬৭৪/৩২৩৬.৭
রাজেশ্বরী গায়কোয়াড়  ভারত ১৬১৬২৫১৯.৩২৩.৪৩৪/২১৩৩.৭
ক্রিস্টেন বিমস  অস্ট্রেলিয়া ১৮১৮২৪২১.৬২৩.৫৫৪/১৫৩৬.৫
অ্যানিয়া শ্রাবসোল  ইংল্যান্ড ১৪১৪২৪২১.৭৯৪.১২৪/১৯৩১.৬
ইনোকা রাণাবীরা  শ্রীলঙ্কা ১৮১৭২৪২৪.৫৮৪.৫৭৪/৫৩৩২.২0
সর্বশেষ হালনাগাদ: ২৩ নভেম্বর, ২০১৬[13]

তথ্যসূত্র

  1. "About the ICC Women's Championship"ICC। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৫
  2. "World Cup 2017: Women's Championship will form qualifying"BBC Sport। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৫
  3. "India and New Zealand aiming for upward ICC Women's Championship movement"ESPN Cricinfo। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৫
  4. "Inaugural ICC Women's Championship to commence in August"ICC। ৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫
  5. "Pakistan-India women series in doubt"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৬
  6. "Young India seek game time with eye on World Cup"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৬
  7. "CC Technical Committee decision – ICC Women's Championship 2014-16 Round 6 – Pakistan v India"ICC। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬
  8. "ICC awards Pakistan women full points for unplayed India series"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬
  9. "ICC Women's Championship point table"ESPN Cricinfo (Sports Media) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৪
  10. "ICC Women's Championship — Standings"ICC (ইংরেজি ভাষায়)। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬
  11. "ICC Women's Championship 2014 to 2016/17 Table"CricketArchive (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬
  12. "ICC Women's Championship, 2014-2016/17 / Records / Most runs"ESPNcricinfo। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫
  13. "ICC Women's Championship, 2014-2016/17 / Records / Most wickets"ESPNcricinfo। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.