২০১৪ এসিসি প্রিমিয়ার লীগ

২০১৪ এসিসি প্রিমিয়ার লীগ ক্রিকেট প্রতিযোগিতা ১ - ৭ মে পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাটি বিলুপ্ত এসিসি ট্রফি এলিট ক্রিকেট প্রতিযোগিতা থেকে উদ্ভূত। এসিসি প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যভূক্ত সহযোগী ও অনুমোদিত সদস্যদের দলের মধ্যে একদিনের আন্তর্জাতিকে খেলার অভিজ্ঞতা অর্জনসহ আঞ্চলিক র‌্যাঙ্কিংয়ে অগ্রসর করতে সহায়তা করে।

২০১৪ এসিসি প্রিমিয়ার লীগ
ব্যবস্থাপকএশিয়ান ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনদলপ্রতি ৫০ ওভার
প্রতিযোগিতার ধরনস্থান নির্ধারণীসহ রাউন্ড রবিন
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান
সর্বাধিক রানউসমান গনি (আফগানিস্তান (২২৮)
সর্বাধিক উইকেটসোমপাল কামি (নেপাল) (১৫)
ওয়েবসাইট

শীর্ষস্থানীয় চারটি দল ২০১৪ সালের এসিসি চ্যাম্পিয়নশীপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাদ-বাকী দুই দলকে পুণরায় ২০১৬ সালের এসিসি প্রিমিয়ার লীগে অংশ নিবে। এ প্রতিযোগিতার ফলাফলে চূড়ান্ত পয়েন্ট তালিকায় র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারিত হয়। যদি কোন কারণে দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে নেট রান রেটের মাধ্যমে র‌্যাঙ্কিং নির্ধারণ করা হবে।

অংশগ্রহণকারী দল

দলের সদস্য

   নেপাল  সংযুক্ত আরব আমিরাত  আফগানিস্তান  মালয়েশিয়া  হংকং  ওমান
  • পরস খদকা (অঃ)
  • জ্ঞানেন্দ্র মল্ল (সহঃ-অঃ)
  • সুবাশ খাকুরেল (উইঃ)
  • মেহবুব আলম
  • বিনোদ ভান্ডারী
  • নরেশ বুদ্ধায়ার
  • শক্তি গৌচাঁন
  • রামনরেশ গিরি
  • সোমপাল কামি
  • রাজ প্রধান
  • সাগর পান
  • বসন্ত রেগমি
  • আরিফ শেখ
  • শরদ বৈশকর
  • আহমেদ ফয়েজ (অঃ)
  • শফিক শরীফ (উইঃ)
  • আনোয়ার আরুদিন
  • হামাদুল্লাহ খান
  • হাসান গুলাম
  • হিরন রালালাগে
  • ইরফান জারবানি
  • খিজির হায়াত
  • নাসির শফিক
  • পবনদীপ সিং
  • শাহরুলনিজাম ইউসুফ
  • শুকরি রহিম
  • সুহান আলাগারত্মম
  • সুহারিল ফেতরি
  • সুরেশ নবরত্মম
  • সুলতান আহমেদ (অঃ) ও (উইঃ)
  • আমির কালিম
  • আমির আলী
  • মানিস আনসারি
  • আরিফ হোসেন
  • যতীন্দর সিং
  • খবর আলী
  • অজয় লালচেতা
  • মোহাম্মদ নাদিম
  • রাজেশ কুমার
  • শোয়েব আল বালুশি
  • বৈভব ওয়াতেগাওনকর
  • জিশান মাকসুদ
  • জিশান সিদ্দিকী

খেলা

১ মে
৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৯৫ (৪০.২ ওভার)
 ওমান
২৬৯/৬ (৫০ ওভার)
আহমেদ ফয়েজ ৭০ (৯০)
জিশান সিদ্দিকী ৩/২৪ (৪ ওভার)
জিশান মাকসুদ ৭৭ (১০৮)
হাসান গুলাম ৪/৭২ (১০ ওভার)
 ওমান ৭৪ রানে বিজয়ী
কিনরারা একাডেমি ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: ভিকে ঝা ও ইউ কালুহেত্তি
সেরা খেলোয়াড়: আমির কালিম (ওমান)
  • ওমান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১ মে
৯:৩০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২১৮/৪ (৪৩.১ ওভার)
 হংকং*
২১৬ (৪৯.৩ ওভার)
উসমান গনি ৭০ (৬৮)
এহসান নওয়াজ ১/১৯ (৩ ওভার)
বাবর হায়াত ৫৩ (৬৬)
আমির হামজা ২/২০ (১০ ওভার)
 আফগানিস্তান ৬ উইকেটে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিবি প্রধান ও সারিকা প্রসাদ
সেরা খেলোয়াড়: উসমান গনি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১ মে
৯:৩০
স্কোরকার্ড
নেপাল   
১৯৫/৬ (৩৯.৫ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৯১ (৪৮.১ ওভার)
সুবাশ খাকুরেল ৭১ (৯১)
ফয়েজ আহমেদ ২/৪৯ (৯.৫ ওভার)
স্বপ্নীল পাতিল ৭৬ (৯৫)
মেহবুব আলম ৩/২১ (৮ ওভার)
   নেপাল ৪ উইকেটে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: শাফিজান শাহরিমন ও এন শিবন
সেরা খেলোয়াড়: সুবাশ খাকুরেল (নেপাল)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ মে
৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২৩২ (৪৪.৩ ওভার)
 আফগানিস্তান*
৩০২/৫ (৫০ ওভার)
আমজাদ আলী ৯৮ (১০৭)
রহমত শাহ ৫/৩২ (৫.৩ ওভার)
সমিউল্লাহ শেনওয়ারি ৮২* (৬৮)
খুররম খান ২/৩৩ (৮ ওভার)
 আফগানিস্তান ৭০ রানে বিজয়ী
কিনরারা একাডেমি ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান ও সারিকা প্রসাদ
সেরা খেলোয়াড়: মোহাম্মাদ নবী (আফগানিস্তান)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ মে
৯:৩০
স্কোরকার্ড
নেপাল   
১৫০/৫ (৩৭.৩ ওভার)
 মালয়েশিয়া
১৪৯ (৪৩ ওভার)
মেহবুব আলম ৫৩ (৭১)
সুরেশ নবরত্মম ৩/৩৩ (৯ ওভার)
আনোয়ার আরুদ্দিন ৩৪ (২৫)
সোমপাল কামি ৫/৪৭ (১০ ওভার)
   নেপাল ৫ উইকেটে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা ও বিশ্বনন্দন কালিদাস
সেরা খেলোয়াড়: সোমপাল কামি (নেপাল)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান 
১৪৩ (৪৫.১ ওভার)
 হংকং
১৩৪ (৪১.১ ওভার)
সুলতান আহমেদ ৩৭ (৫৫)
ইরফান আহমেদ ৩/১৭ (৭.১ ওভার)
হাসিব আমজাদ ৩৮ (৩৫)
অজয় লালচেতা ৪/২২ (১০ ওভার)
 ওমান ৯ রানে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: রমনি বাতুমালাই ও পুবালন লোগানাথন
সেরা খেলোয়াড়: অজয় লালচেতা (ওমান)
  • হংকং টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ মে
৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৫৮/৮ (৪৮.৩ ওভার)
 হংকং*
১৫৭ (৪৫.২ ওভার)
ফয়েজ আহমেদ ৩৭ (৭৯)
তানভির আফজাল ২/২৭ (৯ ওভার)
ইরফান আহমেদ ৩০ (৩৫)
মোহাম্মদ শাহজাদ ৪/২৮ (১০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটে বিজয়ী
কিনরারা একাডেমি ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বুদ্ধি প্রধান ও সারিকা প্রসাদ
সেরা খেলোয়াড়: মোহাম্মাদ শাহজাদ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ মে
৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৭৬/৭ (৩৭ ওভার)
 আফগানিস্তান
১৭৫ (৪৬ ওভার)
ফয়েজ আহমেদ ৪৪ (৪৯)
শাপুর জাদরান ২/৪৪ (৭ ওভার)
উসমান গনি ৩৬ (৪৮)
খিজির হায়াত ৪/২৯ (৮ ওভার)
 মালয়েশিয়া ৩ উইকেটে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা ও উপুল কালুহেত্তি
সেরা খেলোয়াড়: খিজার হায়াত (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান 
১৬১/৮ (৪৭.৫ ওভার)
   নেপাল
১৫৭ (৪৫ ওভার)
জিশান মাকসুদ ৪৪ (৪৯)
শক্তি গৌচাঁন ২/১৯ (১০ ওভার)
জ্ঞানেন্দ্র মল্ল ২৬ (২৪)
আমির কালিম ৪/৩৫ (১০ ওভার)
 ওমান ২ উইকেটে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: বিশ্বনন্দন কালিদাস ও শাফিজান শাহরিমান
সেরা খেলোয়াড়: আমির কালিম (ওমান)
  • ওমান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ মে
৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৫৮ (৪৪.৪ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৬২/৪ (২৫.৪ ওভার)
আনোয়ার আরুদিন ৩৭ (৪০)
ফয়েজ আহমেদ ৩/১২ (৪.৪ ওভার)
শাইমান আনোয়ার ৫৩ (৩৩)
হাসান গুলাম ২/৩১ (৫.৪ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে বিজয়ী
কিনরারা একাডেমি ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা ও উপুল কালুহেত্তি
সেরা খেলোয়াড়: ফয়েজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ মে
৯:৩০
স্কোরকার্ড
হংকং 
১৮১ (৪১.৫ ওভার)
   নেপাল
১৪৭/৩ (৩৪.১ ওভার)
ইরফান আহমেদ ১০৬ (১১৫)
সোমপাল কামি ৪/৩৪ (৭ ওভার)
পরস খদকা ৪৩* (৫২)
ইরফান আহমেদ ২/২৫ (৮ ওভার)
   নেপাল ৭ উইকেটে বিজয়ী (ডি/এল)
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: রমনি বাতুমালাই ও বিশ্বনন্দন কালিদাস
সেরা খেলোয়াড়: ইরফান আহমেদ (হংকং)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৩৮ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ১৪৪ রানে ধার্য্য করা হয় (ডি/এল)

৫ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান 
১৮৬ (৪৮.১ ওভার)
 আফগানিস্তান
১৮৭/৫ (৩৪ ওভার)
জিশান মাকসুদ ৪৩ (৬১)
মোহাম্মাদ নবী ৩/২৬ (১০ ওভার)
নূর আলী জাদরান ৬৭ (৮৩)
আমির আলী ১/৪ (২ ওভার)
 আফগানিস্তান ৫ উইকেটে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: লোগানাথন পুবালন ও নারায়ণন শিবন
সেরা খেলোয়াড়: সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ মে
৯:৩০
স্কোরকার্ড
নেপাল   
১২৮/৯ (৩২ ওভার)
 আফগানিস্তান
২৬২ (৪৯.৩ ওভার)
পরস খদকা ৩৩ (৫১)
দৌলত জাদরান ৪/২৬ (৭ ওভার)
উসমান গনি ৫১ (৬১)
শক্তি গৌচাঁন ৩/৩৯ (১০ ওভার)
 আফগানিস্তান ১০৮ রানে বিজয়ী (ডি/এল)
কিনরারা একাডেমি ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: সারিকা প্রসাদ ও শাফিজান শাহরিমন
সেরা খেলোয়াড়: দৌলত জাদরান (আফগানিস্তান)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৩২ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ২৩৭ রান ধার্য্য করা হয় (ডি/এল)।

৭ মে
৯:৩০
স্কোরকার্ড
ওমান 
১০৫ (৩৮ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৬২ (৩৮.৪ ওভার)
বৈভব ওয়াতেগাওনকর ৩৪ (৬৪)
ফয়েজ আহমেদ ৩/১৪ (৫ ওভার)
মোহাম্মদ শাহজাদ ৫০ (৭৪)
মানিস আনসারি ৪/৪৩ (৯ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত ৫৭ রানে বিজয়ী
বেওয়েমাস ওভাল, কুয়ালালামপুর
আম্পায়ার: লোগননাথন পুবালন ও নারায়ণন শিবন
সেরা খেলোয়াড়: মোহাম্মদ শাহজাদ (সংযুক্ত আরব আমিরাত)
  • ওমান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ মে
৯:৩০
স্কোরকার্ড
হংকং 
১৮৬/৬ (৪২.১ ওভার)
 মালয়েশিয়া
১৮৪ (৪৬.৫ ওভার)
হামাদুল্লাহ খান ৩৮ (৭৫)
নাদিম আহমেদ ৩/২৮ (৮.৫ ওভার)
বাবর হায়াত ৪৫ (৭৬)
খিজির হায়াত ২/২৯ (১০ ওভার)
 হংকং ৪ উইকেটে বিজয়ী
সেলাঙ্গর টার্ফ ক্লাব, সেলাঙ্গর
আম্পায়ার: বিনয় কুমার ও বুদ্ধি প্রধান
সেরা খেলোয়াড়: ওয়াকাস বরকত (হংকং)
  • হংকং টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

সর্বাধিক রান

সর্বমোট রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকা ছক আকারে তুলে ধরা হলো:

খেলোয়াড়দলরানইনিংসগড়স্ট্রাইক রেটসর্বোচ্চ রান১০০৫০
উসমান গনি আফগানিস্তান২২৮৪৫.৬০৮৫.০৭৭০
আমজাদ আলী সংযুক্ত আরব আমিরাত২০৭৪১.৪০৮৩.৪৬৯৮
ইরফান আহমেদ হংকং২০১৪০.২০৯৬.১৭১০৬
নূর আলী জাদরান আফগানিস্তান১৯৯৩৯.৮০৭৫.৬৬৬৭
সামিউল্লাহ শেনওয়ারি আফগানিস্তান১৭৩৫৭.৬৬১০০.৫৮৮২*

সর্বাধিক উইকেট

সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলারের তালিকা নিম্নে দেয়া হলো:

খেলোয়াড়দলউইকেটখেলার সংখ্যাগড়স্ট্রাইক রেটইকোনোমিসেরা বোলিং
সোমপাল কামি   নেপাল১৫১৫.১৩১৭.২৫.২৫৫/৪৭
ইরফান আহমেদ হংকং১০১৬.৬০২২.৯৪.৩৪৩/১৭
আমির কালিম ওমান১৪.১১২১.৪৩.৯৪৪/৩৬
দৌলত জাদরান আফগানিস্তান১৫.৪৪১৮.৪৫.০২৪/২৬
বসন্ত রেগমি   নেপাল২০.১১৩০.৮৩.৯০৩/৪২

চূড়ান্ত পয়েন্ট তালিকা

দল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি পয়েন্ট নেট রান রেট
 আফগানিস্তান+১.০৬২
 সংযুক্ত আরব আমিরাত+০.২১৪
   নেপাল-০.০২৪
 ওমান-০.০৮২
 হংকং-০.১৩২
 মালয়েশিয়া-০.৯৫১

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.