আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল

আফগানিস্তান ক্রিকেট দল (পশতু: د افغانستان د کريکټ ملي لوبډله, ফার্সি: تیم ملی کریکت افغانستان) আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী দল। ১৯৯৫ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গঠিত হয়। ২০০১ সালে আফগানিস্তান আইসিসির অন্তর্ভুক্ত সহযোগী সদস্য নির্বাচিত হয়[8] এবং ২০০৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সদস্য পদ লাভ করে।[9] ২০০১ সালে প্রথম জাতীয় দল গঠিত হয়।[8]

আফগানিস্তান
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগো
সংঘআফগানিস্তান ক্রিকেট বোর্ড
কর্মীবৃন্দ
অধিনায়কআসগর স্তানিকজাই
কোচফিল সিমন্স
ইতিহাস
টেস্ট পদমর্যাদা
অর্জন
২০১৭
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅধিভুক্ত সদস্য (২০০১)
সহযোগী সদস্য (২০১৩)
পূর্ণ সদস্য (২০১৭)
আইসিসি এলাকাএসিসি
আইসিসি র‍্যাঙ্কিং বর্তমান [1] সেরা
টেস্ট
ওডিআই ১০ম ১০ম
টি২০আই ৮ম ৮ম
টেস্ট
প্রথম টেস্টবনাম  ভারত, এম. চিন্নাইসোয়ামি স্টেডিয়াম, বেঙ্গালুরু; ১৪–১৮ জুন ২০১৮
সাম্প্রতিক টেস্টবনাম  বাংলাদেশ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; ৫–৯ সেপ্টেম্বর ২০১৯
টেস্ট ম্যাচ জয়/হার
মোট [2] ২/১
(০ ড্র)
এই বছর [3] ২/০ (০ ড্র)
একদিনের আন্তর্জাতিক
প্রথম ওডিআইবনাম  স্কটল্যান্ড, উইলোমুর পার্ক, বেনোনি গাউটেঙ্গ; ১৯ এপ্রিল ২০০৯
সাম্প্রতিক ওডিআইবনাম  ওয়েস্ট ইন্ডিজ, একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লখনউ; ১১ নভেম্বর ২০১৯
ওডিআই ম্যাচ জয়/হার
মোট [4] ৯৮ ৫১/৪৫
(০ টাই, ২ ফলাফল নেই)
এই বছর [5] ১২ ৮/৪
(০ টাই, ০ ফলাফল নেই)
বিশ্বকাপ উপস্থিতি১ (প্রথম ২০১৫ সালে)
সেরা ফলাফলগ্রুপ পর্ব (২০১৫)
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি১ (প্রথম ২০০৯ সালে)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন্স (২০১৮)
টুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  আয়ারল্যান্ড, পি. সারা ওভাল, কলম্বো; ১ ফেব্রুয়ারি ২০১০
সাম্প্রতিক টি২০আইবনাম  ওয়েস্ট ইন্ডিজ, একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লখনউ; ১৭ নভেম্বর ২০১৯
টি২০আই ম্যাচ জয়/হার
মোট [6] ৬৬ ৪৫/২২
(০ টাই, ০ ফলাফল নেই)
এই বছর [7] ৫/০
বিশ্ব  টুয়েন্টি২০ উপস্থিতি৪ (প্রথম ২০১০ সালে)
সেরা ফলাফল২য় রাউন্ড (২০১৬)
বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব উপস্থিতি৪ (প্রথম ২০১০ সালে)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন্স (২০১০)
৭ জুন ২০১৮ অনুযায়ী

২০০৯ সালে তারা বিশ্বকাপ বাছাই পর্ব প্রতিযোগিতায় অংশ নেয়। ২০১০ সালে আফগানিস্তান আন্তঃমহাদেশীয় কাপে স্কটল্যান্ডকে হারিয়ে শিরোপা অর্জন করে। তারা ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। সি-গ্রুপে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে খেলে। তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নূর আলীর করা হাফ সেঞ্চুরির সুবাদে ১১৫ রান করে কিন্তু তারা ম্যাচটি ৮ উইকেটে হেরে যায়। ২য় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার সাথে ৫৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

২০১১ সালে আফগানিস্তান টি-২০ র‌্যাঙ্কিংয়ে নবম হয়।

আফগানিস্তান ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারলেও ২০১৩ সাল পর্যন্ত ৪ বছরের জন্য আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৯ সালে আফগানিস্তান এসিসি টি-২০ কাপে খুবই ভাল খেলে, তারা গ্রুপের ৫টি ম্যাচই জিতে যায় এবং সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে ৮৪ রানে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ইতিহাস

২০০৯ সালে তারা বিশ্বকাপ বাছাই পর্ব প্রতিযোগিতায় অংশ নেয়। ২০১০ সালে আফগানিস্তান আন্তঃমহাদেশীয় কাপে স্কটল্যান্ডকে হারিয়ে শিরোপা অর্জন করে। তারা ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। সি-গ্রুপে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে খেলে। তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নূর আলীর করা হাফ সেঞ্চুরির সুবাদে ১১৫ রান করে কিন্তু তারা ম্যাচটি ৮ উইকেটে হেরে যায়। ২য় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার সাথে ৫৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

২০১১ সালে আফগানিস্তান টি-২০ র‌্যাঙ্কিংয়ে নবম হয়।

আফগানিস্তান ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারলেও ২০১৩ সাল পর্যন্ত ৪ বছরের জন্য আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৯ সালে আফগানিস্তান এসিসি টি-২০ কাপে খুবই ভাল খেলে, তারা গ্রুপের ৫টি ম্যাচই জিতে যায় এবং সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে ৮৪ রানে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ওডিআই মর্যাদা

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল ২০০৯ সালে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় নেয়। তবে খেলতে না পারলেও ২০১৩ সাল পর্যন্ত ৪ বছরের জন্য ওডিআই ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। আফগানিস্তান তাদের প্রথম ওডিআই স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলে এবং তাতে ৮৯রানে জয়ী হয়।[10]

ঘরের মাঠ

দীর্ঘকালের আফগানিস্তান যুদ্ধ-এর কারণে দলটি তাদের দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলে না। প্রথমে সংযুক্ত আরব আমিরাত তে আয়োজন করলেও বর্তমানে ভারতের নবনির্মিত ২৫,০০০ আসনবিশিষ্ট দেরাদুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দলটির ঘরের মাঠ হিসেবে পরিচিত।

দলীয় সদস্য

নাম জন্ম তারিখ (বয়স) ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন জাসিং নাম্বার মন্তব্য
অধিনায়ক
আসগর স্তানিকজাই (1987-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৮৭ডান-হাতিডান-হাতি ফাস্ট মিডিয়াম
সহ - অধিনায়ক
রশীদ খান (1998-09-20) ২০ সেপ্টেম্বর ১৯৯৮ডান-হাতিডান-হাতি লেগ-ব্রেক গুগলিইন্ডিয়ান প্রিমিয়ার লীগসানরাইজার্স হায়দ্রাবাদ দলে খেলেন
ব্যাটসম্যান
নাজিব তারাকি (1991-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৯১ডান-হাতিn/a
নাজিবুল্লাহ জাদরান (1993-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯৯৩বাঁ-হাতিডান-হাতি অফ ব্রেক
নওরোজ মঙ্গল (1984-11-28) ২৮ নভেম্বর ১৯৮৪ডান-হাতিডান-হাতি অফ ব্রেক
জাভেদ আহমেদী (1992-01-02) ২ জানুয়ারি ১৯৯২ডান-হাতি
নুর আলী জাদরান (1988-07-10) ১০ জুলাই ১৯৮৮ডান-হাতিডান-হাতি মিডিয়াম
সাবির নুরী (1992-02-23) ২৩ ফেব্রুয়ারি ১৯৯২ডান-হাতিডান-হাতি অফ ব্রেক
হাশমতুল্লাহ শাইদি (1994-11-04) ৪ নভেম্বর ১৯৯৪বাঁ-হাতিডান-হাতি অফ ব্রেক
ওসমান গনি (1996-10-20) ২০ অক্টোবর ১৯৯৬ডান-হাতি
অল-রাউন্ডার
মোহাম্মাদ নবী (1985-03-03) ৩ মার্চ ১৯৮৫ডান-হাতিডান-হাতি অফ ব্রেকইন্ডিয়ান প্রিমিয়ার লীগসানরাইজার্স হায়দ্রাবাদ দলে খেলেন
গুলবাদিন নায়েব (1991-06-14) ১৪ জুন ১৯৯১ডান-হাতিডান-হাতি ফাস্ট মিডিয়াম
সামিউল্লাহ শেনওয়ারি (1987-12-31) ৩১ ডিসেম্বর ১৯৮৭ডান-হাতিডান-হাতি লেগ ব্রেক
নাসির জামাল (1993-12-21) ২১ ডিসেম্বর ১৯৯৩ডান-হাতিডান-হাতি লেগ ব্রেক
রহমত শাহ (1993-06-06) ৬ জুন ১৯৯৩ডান-হাতিডান-হাতি লেগ ব্রেক
উইকেট কিপার
মোহাম্মাদ শেহজাদ (1988-01-31) ৩১ জানুয়ারি ১৯৮৮ডান-হাতি-
করিম সাদিক (1984-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪বাঁ-হাতি 
শফিকউল্লাহ (1989-07-07) ৭ জুলাই ১৯৮৯ডান-হাতি 
আফসার জাজাই (1993-07-10) ১০ জুলাই ১৯৯৩ডান-হাতি 
পেস বোলার
দৌলত জাদরান (1988-03-19) ১৯ মার্চ ১৯৮৮ডান-হাতিডান-হাতি ফাস্ট
হামিদ হাসান (1987-06-01) ১ জুন ১৯৮৭ডান-হাতিডান-হাতি ফাস্ট মিডিয়াম
আফতাব আলম (1992-11-30) ৩০ নভেম্বর ১৯৯২ডান-হাতিডান-হাতি মিডিয়াম
মিরওয়াইজ আশরাফ (1988-06-30) ৩০ জুন ১৯৮৮ডান-হাতিডান-হাতি মিডিয়াম
শাপুর জাদরান (1985-03-07) ৭ মার্চ ১৯৮৫বাঁ-হাতিবাঁ-হাতি ফাস্ট মিডিয়াম
ইজাতুল্লাহ দৌলতজাই (1991-05-10) ১০ মে ১৯৯১ডান-হাতিডান-হাতি মিডিয়াম
স্পিন বোলার
শরাফুদ্দিন আশরাফ (1995-01-10) ১০ জানুয়ারি ১৯৯৫বাঁ-হাতিবাঁ-হাতি স্লো অর্থোডক্স
মোহাম্মদ মুজতবা (1995-12-01) ১ ডিসেম্বর ১৯৯৫বাঁ-হাতিবাঁ-হাতি স্লো অর্থোডক্স
জাহির খান (1998-12-20) ২০ ডিসেম্বর ১৯৯৮বাঁ-হাতিবাঁ হাতি চায়নামানইন্ডিয়ান প্রিমিয়ার লীগরাজস্থান রয়্যালস দলে খেলেন
মুজিব উর রহমান (2001-03-28) ২৮ মার্চ ২০০১ডান-হাতিডান-হাতি অফ ব্রেকইন্ডিয়ান প্রিমিয়ার লীগকিংস এলেভেন পাঞ্জাব দলে খেলেন

তথ্যসূত্র

  1. "ICC Rankings"icc-cricket.com
  2. "Test matches - Team records"। ESPNcricinfo।
  3. "Test matches - 2019 Team records"। ESPNcricinfo।
  4. "ODI matches - Team records"। ESPNcricinfo।
  5. "ODI matches - 2019 Team records"। ESPNcricinfo।
  6. "T20I matches - Team records"। ESPNcricinfo।
  7. "T20I matches - 2019 Team records"। ESPNcricinfo।
  8. Encyclopedia of World Cricket by Roy Morgan, Sportsbooks Publishing, Page 15
  9. Profile of Afghanistan at the ACC website
  10. Scorecard of Afghanistan v Scotland, 19 April 2009 at CricketArchive

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.