নূর আলী

নুর আলী জাদরান (ইংরেজি: Noor Ali Zadran) (জন্ম: ১০ জুলাই ১৯৮৮) হলেন একজন আফগান ক্রিকেটার। আলী হলেন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং একজন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার যিনি বর্তমানে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল এর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তিনি তার ক্রিকেট নায়ক এবং খেলার জন্য অনুপ্রেরণা হিসেবে রিকি পন্টিং উদ্ধৃত করেন।[1]

নুর আলী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনুর আলী জাদরান
জন্ম (1988-07-10) ১০ জুলাই ১৯৮৮
খোস্ত, খোস্ত প্রদেশ, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডান হাতি
বোলিংয়ের ধরনডান হাতি মিডিয়াম ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক
(ক্যাপ )
১৯ এপ্রিল ২০০৯ বনাম স্কটল্যান্ড
শেষ ওডিআই১৬ ফেব্রুয়ারী ২০১০ বনাম কানাডা
ওডিআই শার্ট নং২৫
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৩)
৪ ফেব্রুয়ারী ২০১০ বনাম কানাডা
শেষ টি২০আই৫ মে ২০১০ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই শার্ট নং২৫
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৪ ১০ ২৫
রানের সংখ্যা ৩৭১ ২৬৯ ৫৫৮ ৬৪৭
ব্যাটিং গড় ২৮.৫৩ ২৯,৮৮ ৫০.৭২ ২৬.৯৫
১০০/৫০ ১/১ /২ ২/৪ ২/২
সর্বোচ্চ রান ১১৪ ৫০ ১৩০ ১২২
বল করেছে ১৪
উইকেট
বোলিং গড় ৬.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং &ndash ১/৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/ ২/ ২/ ৫/
উৎস: Cricinfo, 29 November 2013

খেলোয়াড়ী জীবন

আলী ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে আফগানিস্তান অনুর্ন্ধ-১৭ দলের হয়ে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। আলীর অভিজ্ঞ দলে ২০০৬ সালের মধ্যপ্রাচ্য কাপে সৌদি আরব বিরুদ্ধে প্রবেশ করেন।[2]

আলী ওমান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ২০০৭ সালে এসিসি টুয়েন্টি২০ কাপে আফগানিস্তানের হয়ে টুয়েন্টি২০ ক্রিকেট-এ আত্মপ্রকাশ করেন।

এছাড়াও তিনি, বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়।[3]

আন্তর্জাতিক ক্রিকেট শতক

একদিনের আন্তর্জাতিক শতক

  • কলামে রান, * ইঙ্গিত করা হয়েছে অপরাজিত
  • কলাম শিরোনাম ম্যাচ বোঝানো হয়েছে ম্যাচ সংখ্যা খেলোয়াড়ের কর্মজীবন
নূর আলীর একদিনের আন্তর্জাতিক শতক
রানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছর
[১]১১৪ কানাডাশারজাহ, সংযুক্ত আরব আমিরাতশারজা ক্রিকেট আসোসিয়েশান স্টেডিয়াম২০১০

আন্তর্জাতিক পুরস্কার

টোয়েন্টি২০ আন্তর্জাতিকক ক্রিকেট

ম্যান অব দ্যা ম্যা পুরস্কার

# সিরিজ তারিখ প্রতিপক্ষ ম্যাচে অবদান ফলাফল
২০১০ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ কোয়ালিফায়ার ১০ ফেব্রুয়ারি ২০১০ স্কটল্যান্ড ৪২ (৩৭ বল, ৪x৪, ১x৬)  আফগানিস্তান ১৪ রানে বিজয়ী[4]

তথ্যসূত্র

  1. Noor Ali interview
  2. Afghanistan v Saudi Arabia (2006)
  3. Afghanistan v Denmark (2009)
  4. "ICC World Twenty20 Qualifier, 2010 - 5th match, Group A Scorecard"ESPNcricinfo। ২৫ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.