আসগর আফগান

আসগর আফগান (জন্ম নাম মোহাম্মদ আসগর স্তানিকজাই; (পশতু: محمد اصغر ستانکزی; জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৮৭) হলেন একজন আফগান ক্রিকেটার এবং বর্তমানে আফগান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আসগর একজন ডানহাতি ব্যাটসম্যান এবং একজন ডানহাতি বোলার যিনি আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল-এর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন।

আসগর আফগান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ আসগর আফগান
জন্ম (1987-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৮৭
কাবুল, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডান হাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডান হাতি মিডিয়াম ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক
(ক্যাপ )
১৯ এপ্রিল ২০০৯ বনাম স্কটল্যান্ড
শেষ ওডিআই২৫ মার্চ ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং১২
টি২০আই অভিষেক
(ক্যাপ )
১ ফেব্রুয়ারী ২০১০ বনাম আয়ারল্যান্ড
শেষ টি২০আই৭ জুন ২০১৮ বনাম বাংলাদেশ
টি২০আই শার্ট নং১২
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৮৬ ৫১ ২৩ ৫১
রানের সংখ্যা ১,৬০৮ ৯০৭ ১,৪২১ ৯৮৫
ব্যাটিং গড় ২১.৪৪ ২১.৫৯ ৪৪.৪০ ২১.৪১
১০০/৫০ ১/৭ ০/৩ ৫/৩ /৪
সর্বোচ্চ রান ১০১ ৬২ ১৪৭ ৬৯
বল করেছে ১৩৩ ৪; ৭৫ ১৯৫
উইকেট ১;
বোলিং গড় ৪৫.০০ ৪.০০; ৭৩.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/২২ ১/৪; ১/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ১৬/ ১৫/ ১৫/ ১৫/
উৎস: Cricinfo, ৭ জুন ২০১৮

খেলোয়াড়ী জীবন

আসগর ২০০৪ সালে অনূর্ধ্ব-১৭ এসিসি প্রতিযোগিতায় আফগানিস্তান হয়ে আন্তর্জাতিক আত্মপ্রকাশ করেন যেখানে তিনি সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে খেলেন।[1] জ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে আসগর ওমান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধ তালিকায় ছিলেন,[2] পাশাপাশি ২০০৬ সালের এসিসি ট্রফি এবং ২০০৭ সালের এসিসি টুয়েন্টি-২০ কাপে অংশগ্রহণ করেন। বিশ্বকাপ কোয়ালিফায়ারে আসগর বারমুডা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে প্রথম শ্রেণীতে অভিষেক হয়,[3] এবং পরবর্তীতে উক্ত টুর্নামেন্টে তিনি স্কটল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়।[4]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.