ইজাতুল্লাহ দৌলতজাই

ইজাতুল্লাহ দৌলতজাই (ইংরেজি: Izatullah Dawlatzai); (জন্ম: ১০ মে ১৯৯১) হলেন একজন আফগান ক্রিকেটার। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে খেলে থাকেন। দৌলতজাই বর্তমানে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল এর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

ইজাতুল্লাহ দৌলতজাই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইজাতুল্লাহ দৌলতজাই
জন্ম (1991-05-10) ১০ মে ১৯৯১
নানগারহার প্রদেশ, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি মিডিয়াম ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক
(ক্যাপ ২২)
৯ অক্টোবর ২০১০ বনাম কেনিয়া
শেষ ওডিআই৩১ মার্চ ২০১২ বনাম নেদারল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১০ ১২
রানের সংখ্যা ৩৪ ৩৩
ব্যাটিং গড় ৫.৬৬ ১৬.৫০ ৬.০০
১০০/৫০ / / / /
সর্বোচ্চ রান ৬* ১৩ ১৩*
বল করেছে ১৫০ ৯০৩ ৩৯৯ ২২২
উইকেট ৩২ ১২ ১৫
বোলিং গড় ১৩.৩৭ ১৬.৪৩ ২৩.১৬ ১৯.০৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৩৮ ৬/৫৭ ৪/৩৮ ৩/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং / ১/ / ২/
উৎস: Cricinfo, 13 December 2013

খেলোয়াড়ী জীবন

দৌলতজাই নিজিল্যান্ডে অণুষ্ঠিতব্য অণুর্দ্ধ-১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলে হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি উক্ত টুর্নামেন্টের সময়ে তাদের সব ম্যাচে খেলেছিলেন।[1]

সিনিয়র দলের হয়ে তার আত্মপ্রকাশ হয় ২০০৯-১০ সালের আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে কেনিয়ার বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে। উক্ত ম্যাচে তিনি তার প্রথম "প্রথম শ্রেণীর ক্রিকেটের" উইকেট কলিন্স ওবুয়া আউট করেন।[2] প্রথম শ্রেণীর ম্যাচ পর, তিনি দ্বিতীয় ওয়ানডেতে কেনিয়ার বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিক আত্মপ্রকাশ হয়। এছাড়াও তার প্রথম লিস্ট এ ম্যাচে তিনি ৩৭ রান খরচ করে সিরিন ওয়াটার্স এবং কলিন্স ওবুয়া এর উইকেট লাভ করেন।[3]

তথ্যসূত্র

  1. "Youth One-Day International Matches played by Izatullah Dawlatzai"। ৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪
  2. Kenya v Afghanistan, 2009-10 ICC Intercontinental Cup
  3. Kenya v Afghanistan, 2nd ODI 2010

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.