দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৬ | ৬ | ০ | ০ | ০ | +২.৫৬৪ | ১২ |
![]() |
৬ | ৪ | ১ | ০ | ১ | +২.২৫৭ | ৯ |
![]() |
৬ | ৪ | ২ | ০ | ০ | +০.৩৭১ | ৮ |
![]() |
৬ | ৩ | ২ | ০ | ১ | +০.১৩৬ | ৭ |
![]() |
৬ | ২ | ৪ | ০ | ০ | -০.৭৫৩ | ৪ |
![]() |
৬ | ১ | ৫ | ০ | ০ | -১.৮৫৩ | ২ |
![]() |
৬ | ০ | ৬ | ০ | ০ | -২.২১৮ | ০ |
- নকআউট পর্বে উত্তীর্ণ।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ আইসিসি কর্তৃক পরিচালিত ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার[2] একাদশ আসর। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ, ২০১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড - যৌথভাবে আয়োজন করে। সর্বমোট ৪৯টি খেলা অনুষ্ঠিত হবার কথা থাকলেও বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়। তন্মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনির ১৪ মাঠে ২৬টি এবং নিউজিল্যান্ডের ৭ শহর - অকল্যাণ্ড, ক্রাইস্টচার্চ, ডুনেডিন, হ্যামিল্টন, নেপিয়ার, ওয়েলিংটন ও নেলসনে ২৩টি খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[3]
![]() ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো | |
তারিখ | ১৪ই ফেব্রুয়ারি – ২৯শে মার্চ |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন ও নক আউট |
আয়োজক | ![]() ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী | ১৪[1] |
খেলার সংখ্যা | ৪৯ |
দর্শক সংখ্যা | ১০,১১,৪৩৯ (ম্যাচ প্রতি ২০,৬৪২ জন) |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বোচ্চ রান | ![]() |
সর্বোচ্চ উইকেট | ![]() ![]() |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | ক্রিকেট বিশ্বকাপ |
১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের পর দেশ দু’টি দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে। প্রতিযোগিতার চূড়ান্ত খেলা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে ১৪ দলের অংশগ্রহণে চার শতাধিক স্বীকৃত ক্রিকেটার ও কর্মকর্তা এতে অংশগ্রহণ করেছেন।
পূর্বতন চ্যাম্পিয়ন ও ২০১১ বিশ্বকাপের সহঃ-স্বাগতিক দেশ ভারত চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে পরাভূত করে। বি-গ্রুপে অংশগ্রহণকারী দল ভারত বনাম পাকিস্তানের মধ্যকার খেলা ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, মাত্র ১২ মিনিটের মধ্যে ঐ খেলার সমস্ত টিকেট বিক্রি হয়ে যায়।[4]
শচীন তেন্ডুলকর এ প্রতিযোগিতার জন্য আইসিসি কর্তৃক দূতের মর্যাদা পেয়েছেন। উল্লেখ্য যে, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপেও তিনি দূত হিসেবে মনোনীত হয়েছিলেন।[5]
চূড়ান্ত খেলায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী হয়ে পঞ্চমবারের মতো শিরোপা লাভ করে।
৩০ এপ্রিল, ২০০৬ তারিখে আইসিসি ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে স্বাগতিক দেশ নির্ধারণ করে। প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রতিযোগিতা আয়োজনের আগ্রহ প্রকাশ করলে তা দ্বিধাবিভক্ত হয়ে যায় যা নির্ধারণে সমঝোতার প্রয়োজন পড়ে। ২০১৯ সালের প্রতিযোগিতা পরবর্তীতে ইংল্যান্ডকে স্বাগতিক হিসেবে ঘোষণা করা হয়। চারটি এশীয় টেস্টভূক্ত দেশ - বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজনে ১০-৩ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী আক্রমণের ফলে পাকিস্তান এ মর্যাদা থেকে বঞ্চিত হয়।
দুবাইয়ে অবস্থিত আইসিসি’র সদর দফতরে ১ মার্চের পূর্বদিন ট্রান্স-তাসমান দরপত্র জমা পড়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের মতে, উন্নততর মাঠ ও অবকাঠামো, অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ড সরকারের প্রতিযোগিতা চলাকালীন সময়ে ট্যাক্স ও কাস্টম সংক্রান্ত সহায়তা এ দরপত্রের অন্যতম বিবেচ্য বিষয় ছিল।[6] এ প্রেক্ষিতে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে যৌথ আয়োজকের মর্যাদা দেয়া হয়।[7][8] এছাড়াও, নিউজিল্যান্ড সরকার জিম্বাবুয়ের রাজনৈতিক আলোচনায় জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়েও ২০০৫ সালের সফরে নিশ্চিত করা হয়।
আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি বলেছিলেন চার-দেশীয় এশীয় দলের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ায় তাদের দরপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভোটের ফলাফলে এশীয় দেশগুলো জয়ী হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায় যে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ভোটই এ বিষয়ে সহায়তা করে। পাকিস্তানি সংবাদপত্র ডন এক প্রতিবেদনে ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে তহবিল সংগ্রহের বিষয়ে এশীয় দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ ছিল যা ভোটে প্রভাববিস্তার করে।[9] কিন্তু, এশীয় দরপত্রের মনিটরিং কমিটির সভাপতি আই.এস. বিন্দ্রা তা অস্বীকার করেন। অতিরিক্ত $৪০০ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা লাভের প্রস্তাবনাই ভোট সংখ্যা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
ফলশ্রুতিতে আইসিসি ট্রান্স-ট্রান্সমান দরপত্রের সার্বিক দিক বিবেচনান্তে ২০১৫ সালের পরবর্তী বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত নেয়।[10] এরপূর্বে সর্বশেষ দেশ দুইটি ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলার আয়োজন করেছিল। ২০১৫ সালের বিশ্বকাপে উভয় দেশের সর্ববৃহৎ ক্রীড়া বিষয় হিসেবে আখ্যায়িত হবে বলে ধারণা করা হয়।[11]
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ন্যায় এ আসরেও ১৪-দল অংশগ্রহণ করে। তন্মধ্যে টেস্টভূক্ত দলসহ সহযোগী ও অনুমোদনলাভকারী সদস্য দলগুলোও ক্রিকেটের এ বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।[12][13]
প্রতিযোগিতার ধরনও ২০১১ সালের ন্যায়। ১৪-দলকে নিয়ে প্রারম্ভিক পর্যায়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক গ্রুপে ৭-দল থাকে। সাতটি দল একে-অপরের বিপক্ষে একবার করে খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ চার দল কোয়ার্টার-ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। এরফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও প্রত্যেক দলই কমপক্ষে ছয়টি খেলায় অংশ নিতে পারবে।[14]
২৯ জানুয়ারি, ২০১৫ তারিখে আইসিসি কর্তৃপক্ষ সুপার ওভার ব্যবস্থা পুণর্বহাল রাখে। নক-আউট পর্যায়ের কোন খেলা টাই হলে এ ব্যবস্থা প্রযোগ করবে। তবে, চূড়ান্ত খেলা যদি টাই হয় তাহলে উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে। এ সিদ্ধান্ত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে প্রয়োগ ঘটবে।[15]
মূল খেলা আয়োজনের দুইদিন পূর্বে ১২ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ও অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৃথকভাবে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতায় $১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদানের ঘোষণা করে। অর্থ পুরস্কারের এ সংখ্যাটি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের তুলনায় ২০ শতাংশ বেশী। দলের সাফল্যের উপর ভিত্তি করে নিম্নরূপ অর্থ পুরস্কার প্রদান করা হবে:-[16]
পর্যায় | অর্থ পুরস্কার (US$) | মোট |
---|---|---|
বিজয়ী | $৩,৯৭৫,০০০ | $৩,৯৭৫,০০০ |
রানার-আপ | $১,৭৫০,০০০ | $১,৭৫০,০০০ |
সেমি-ফাইনালে পরাজিত দল | $৬০০,০০০ | $১,২০০,০০০ |
কোয়ার্টার-ফাইনালে পরাজিত দল | $৩০০,০০০ | $১,২০০,০০০ |
প্রত্যেক গ্রুপ-পর্বে বিজয়ী | $৪৫,০০০ | $১,৮৯০,০০০ |
গ্রুপ-পর্ব থেকে বিতাড়িত দল | $৩৫,০০০ | $২১০,০০০ |
সর্বমোট | $১০,২২৫,০০০ |
কোন দল যদি অপরাজিত অবস্থায় গ্রুপ-পর্ব থেকে চ্যাম্পিয়ন হয় তাহলে তারা গ্রুপ-পর্বের $৪৫,০০০ অর্থসহ সর্বমোট $৪,২৪৫,০০০ অর্থ পাবে। অন্যদিকে গ্রুপ-পর্ব থেকে জয়বিহীন অবস্থায় বিদায়ী দল কেবলমাত্র $৩৫,০০০ ডলার পাবে।
আইসিসি’র নিয়ম অনুযায়ী ১০-পূর্ণাঙ্গ সদস্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২০১১ সালের বিশ্বকাপের পরপরই সিদ্ধান্ত নেয়া হয় যে, কেবলমাত্র পূর্ণাঙ্গ সদস্যদের মধ্যেই এ সুযোগ সীমাবদ্ধ থাকবে।[17] এরফলে সহযোগী সদস্য দেশগুলো তীব্রভাবে আপত্তি জানায়। বিশেষ করে ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপে ভাল ফলাফল অর্জনকারী আয়ারল্যান্ড বেশ সোচ্চার হয়। আইসিসি ক্রিকেট কমিটির যোগ্যতা মানদণ্ড বিভাগ এ বিষয়ে তাদের সমর্থন ব্যক্ত করে।[18] জুন, ২০১১ সালে আইসিসি তাদের পরিকল্পনা পূর্বাবস্থায় নিয়ে যায় ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪-দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে জানায়। তন্মধ্যে ৪টি সহযোগী অথবা অনুমোদন লাভকারী সদস্য দেশ অংশ নিতে পারবে।[19]
সেপ্টেম্বর, ২০১১ সালে আইসিসি প্রধান নির্বাহী কমিটির সভায় নতুন ধরণের যোগ্যতা নির্ধারণী মানদণ্ড প্রণয়ন করা হয়। ২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপের শীর্ষ দুই দল সরাসরি অংশ নিবে। বাদ-বাকী ছয় দল থেকে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণে ২০১১ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ ও ২০১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগ থেকে শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।[20][21]
৯ জুলাই, ২০১৩ তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত টাই খেলার ফলাফলে আয়ারল্যান্ড প্রথম দল হিসেবে বিশ্বকাপে নাম লেখায়।[22] ৪ অক্টোবর, ২০১৩ তারিখে কেনিয়াকে হারিয়ে আফগানিস্তান দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পায়। ২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে স্কটল্যান্ড ও পরাজিত দল সংযুক্ত আরব আমিরাত চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে অংশ নেয়।[23]
দল | যোগ্যতার ধরন | অতীতে অংশগ্রহণ | সর্বশেষ অংশগ্রহণ | পূর্বেকার সেরা সাফল্য | অবস্থান[ক 1] | গ্রুপ |
---|---|---|---|---|---|---|
![]() |
পূর্ণাঙ্গ সদস্য | ১০ | ২০১১ | রানার্স-আপ (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) | ১ | এ |
![]() |
৬ | ২০১১ | সেমি-ফাইনাল (১৯৯২, ১৯৯৯, ২০০৭) | ২ | বি | |
![]() |
১০ | ২০১১ | চ্যাম্পিয়ন (১৯৮৩, ২০১১) | ৩ | বি | |
![]() |
১০ | ২০১১ | চ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭) | ৪ | এ | |
![]() |
১০ | ২০১১ | চ্যাম্পিয়ন (১৯৯৬) | ৫ | এ | |
![]() |
১০ | ২০১১ | চ্যাম্পিয়ন (১৯৯২) | ৬ | বি | |
![]() |
১০ | ২০১১ | চ্যাম্পিয়ন (১৯৭৫, ১৯৭৯) | ৭ | বি | |
![]() |
৪ | ২০১১ | সুপার এইট (২০০৭) | ৮ | এ | |
![]() |
১০ | ২০১১ | সেমি-ফাইনাল (১৯৭৫, ১৯৭৯, ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১১) | ৯ | এ | |
![]() |
৮ | ২০১১ | সুপার সিক্স (১৯৯৯, ২০০৩) | ১০ | বি | |
![]() |
ডব্লিউসিএল চ্যাম্পিয়নশীপ | ২ | ২০১১ | সুপার এইট (২০০৭) | ১১ | বি |
![]() |
০ | — | — | ১২ | এ | |
![]() |
বিশ্বকাপ বাছাইপর্ব | ২ | ২০০৭ | গ্রুপ পর্ব (১৯৯৯, ২০০৭) | ১৩ | এ |
![]() |
১ | ১৯৯৬ | গ্রুপ পর্ব (১৯৯৬) | ১৪ | বি |
প্রতিযোগিতা শুরুর পূর্বে আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপে নিম্নবর্ণিত র্যাঙ্কিং ছিল[25]:
আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপ (৩ ফেব্রুয়ারি, ২০১৫) | ||||
---|---|---|---|---|
র্যাঙ্ক | দল | খেলা | পয়েন্ট | রেটিং |
১ | ![]() | ৫২ | ৬২৫৪ | ১২০ |
২ | ![]() | ৭০ | ৮০১০ | ১১৪ |
৩ | ![]() | ৫৫ | ৬২১১ | ১১৩ |
৪ | ![]() | ৮৩ | ৮৯৫৫ | ১০৮ |
৫ | ![]() | ৫৭ | ৫৯৫৩ | ১০৪ |
৬ | ![]() | ৪৬ | ৪৭৪৬ | ১০৩ |
৭ | ![]() | ৬০ | ৫৭১৪ | ৯৫ |
৮ | ![]() | ৫১ | ৪৮০৮ | ৯৪ |
৯ | ![]() | ৩৩ | ২৪৬৬ | ৭৫ |
১০ | ![]() | ৩৬ | ১৮৯৩ | ৫৩ |
১১ | ![]() | ১৫ | ৬২২ | ৪১ |
১২ | ![]() | ১১ | ৩৭৭ | ৩৪ |
২০১৫ বিশ্বকাপ সফলভাবে পরিচালনার জন্য প্রতিযোগিতার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জন হার্নডেনকে[26] প্রধান নির্বাহী, জেমস স্ট্রং[27] সভাপতি ও রাল্ফ ওয়াল্টার্সকে[28] উপ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
পূর্বেই ঘোষণা করা হয়েছে যে, ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নিউজিল্যান্ডে আগত দর্শকগণ ট্রান্স-তাসমান চুক্তির আওতায় অস্ট্রেলিয়া গমন করতে পারবেন যা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে।[29][30][31]
প্রতিটি বিশ্বকাপ প্রতিযোগিতায় প্রচারমাধ্যম ব্যবহৃত হয়ে আসছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০১৫ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ত্ব ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইএসপিএন স্টার স্পোর্টস ও স্টার ক্রিকেটের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। স্ট্রংয়ের ভাষ্য মোতাবেক স্থানীয় পরিচালনা কমিটি প্রতিযোগিতাটিকে আরও সমর্থক-বান্ধব ক্রীড়া পরিবেশ নিশ্চিতকরণে ও ক্রিকেট সম্প্রসারণে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাধ্যমে বিস্তৃত করতে চায়।[32]
শচীন তেন্ডুলকরকে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য দ্বিতীয়বারের মতো দূত হিসেবে মনোনীত করা হয়। এরপূর্বে ২০১১ সালে তিনি দূতের মর্যাদা পেয়েছিলেন।[5]
অবস্থান | টেলিভিশন সম্প্রচার | রেডিও সম্প্রচার | ওয়েব স্ট্রিমিং |
---|---|---|---|
![]() |
ক্যাবল/স্যাটেলাইট আরিয়ানা টেলিভিশন নেটওয়ার্ক: লিমার টিভি [33] | ||
![]() |
|
এবিসি লোকাল রেডিও | ফক্স স্পোর্টস (Foxsports.com.au) |
আফ্রিকা | সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন সুপারস্পোর্টস(কেবলমাত্র দক্ষিণ আফ্রিকায়) |
সুপারস্পোর্ট | |
![]() |
ক্যাবল/স্যাটেলাইট বাংলাদেশ টেলিভিশন ও গাজী টেলিভিশন[35] | বাংলাদেশ বেতার | স্টার স্পোর্টস |
![]() |
স্টার স্পোর্টস | ||
![]() |
এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক | ইকোস্টার | |
মধ্য আমেরিকা | ইকোস্টার | ||
![]() |
স্টার স্পোর্টস | ||
ইউরোপ (যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড ব্যতীত) | ইউরোস্পোর্ট২ | ইউরোস্পোর্ট | |
![]() |
ফিজি টিভি | ||
![]() |
|
অল ইন্ডিয়া রেডিও |
|
![]() |
ক্যাবল/স্যাটেলাইট (পে): স্কাই স্পোর্টস[37] | বিবিসি রেডিও | বিস্কাইবি |
![]() |
টেলিভিশন জামাইকা | ||
![]() |
স্টার স্পোর্টস | ||
মধ্যপ্রাচ্য | আরব রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক | আরব রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক | |
![]() |
স্টার স্পোর্টস ১ ও ২ | ||
![]() |
ক্যাবল/স্যাটেলাইট (পে): স্কাই স্পোর্টস[38] | স্কাই স্পোর্ট | |
![]() |
ক্যাবল/স্যাটেলাইট (পে): পিটিভি স্পোর্টস[39] | হাম এফএম | স্টার স্পোর্টস |
![]() |
স্টার ক্রিকেট[40] | ||
![]() |
ক্যাবল/স্যাটেলাইট: সিএসএন ও স্টার ক্রিকেট | শ্রীলঙ্কা ব্রডকাস্টিং কর্পোরেশন | স্টার স্পোর্টস |
![]() |
হাম এফএম | ||
![]() |
ক্যাবল/স্যাটেলাইট (পে): স্কাই স্পোর্টস[37] | বিবিসি রেডিও | বিস্কাইবি |
![]() |
|
||
![]() |
ক্যাবল/স্যাটেলাইট: ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশন[42] | সিএমসি | সিএমসি |
বহিঃর্বিশ্ব | সুপারস্পোর্ট |
২০০৬ সালে বিশ্বকাপের দরপত্র দাখিলের সময় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলা বণ্টনে প্রত্যেকেই অর্ধেক পাবে বলে ঘোষণা করে। ৩০ জুলাই, ২০১৩ তারিখে অস্ট্রেলিয়ায় ২৬টি ও নিউজিল্যান্ড ২৩টি খেলা আয়োজনের দায়িত্ব পাবে বলে জানানো হয়। বিশ্বকাপের ফাইনাল খেলা আয়োজনে মেলবোর্ন ও সিডনি আগ্রহ প্রকাশ করে।[43] কিন্তু ৩০ জুলাই তারিখে মেলবোর্নকে ফাইনালের দায়িত্বভার অর্পণ করা হয়। এছাড়াও, সিডনি ও অকল্যাণ্ডকে সেমি-ফাইনাল খেলা আয়োজনের দায়িত্ব দেয়া হয়।[44]
সিডনি, এনএসডব্লিউ | মেলবোর্ন, ভিক্টো | অ্যাডিলেড, দ. অ. | ব্রিসবেন, কুইন্স | পার্থ, প. অ. |
---|---|---|---|---|
সিডনি ক্রিকেট গ্রাউন্ড | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড | অ্যাডিলেড ওভাল | ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড | ওয়াকা গ্রাউন্ড |
ধারনক্ষমতা: ৪৮,০০০ (পরিবর্ধিত) | ধারণক্ষমতা: ১০০,০২৪ | ধারণক্ষমতা: ৫৩,৫০০ (পরিবর্ধিত) | ধারণক্ষমতা: ৪২,০০০ | ধারণক্ষমতা: ২৪,৫০০ |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
হোবার্ট, তাস | নিউজিল্যান্ডের মাঠসমূহ |
ক্যানবেরা, এসিটি | ||
বেলেরিভ ওভাল | ম্যানুকা ওভাল | |||
ধারণক্ষমতা: ২০,০০০ (পরিবর্ধিত) | ধারণক্ষমতা: ১৩,৫৫০ | |||
![]() |
||||
অকল্যান্ড | ক্রাইস্টচার্চ | |||
ইডেন পার্ক | হ্যাগলে ওভাল | |||
ধারণক্ষমতা: ৪৬,০০০ | ধারণক্ষমতা: ২০,০০০ | |||
![]() |
![]() | |||
হ্যামিলটন | নেপিয়ার | ওয়েলিংটন | নেলসন | ডুনেডিন |
সেডন পার্ক | ম্যাকলিন পার্ক | ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়াম | স্যাক্সটন ওভাল | ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন |
ধারণক্ষমতা: ১২,০০০ | ধারণক্ষমতা: ২০,০০০ | ধারণক্ষমতা: ৩৩,০০০ | ধারণক্ষমতা: ৫,০০০ | ধারণক্ষমতা: ৬,০০০ |
![]() |
![]() |
![]() |
![]() |
আম্পায়ার নির্বাচক পরিষদ ২০জন আম্পায়ারকে বিশ্বকাপ পরিচালনার জন্য মনোনীত করে। তন্মধ্যে - অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে ৫, এশিয়া থেকে ৫, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে ২জন করে এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ১জন আম্পায়ার খেলা পরিচালনা করবেন।[45]
|
|
|
অংশগ্রহণকারী দলগুলো তাদের ৩০-সদস্যের তালিকা প্রকাশ করে। এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৭ জানুয়ারি, ২০১৫ তারিখে বা এর পূর্বে দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[46]
৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪টি একদিনের আন্তর্জাতিকবিহীন খেলা আয়োজনের ব্যবস্থা নেয়া হয়।[47]
ব |
||
অস্ট্রেলিয়া ১০৬ রানে বিজয়ী অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড দর্শক: ১৩,৯০৯ আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড) |
ব |
||
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে বিজয়ী (ডি/এল) হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড) ও এস. রবি (ভারত) |
ব |
||
ফলাফল হয়নি বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা) |
ব |
||
মইন আলী ৪৬ (৪৩) কেমার রোচ ১/৩১ (৫ ওভার) |
ইংল্যান্ড ৯ উইকেটে বিজয়ী সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া) |
ব |
||
পাকিস্তান ৩ উইকেটে বিজয়ী ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক, সিডনি আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) |
ব |
||
স্কটল্যান্ড ১৭৯ রানে বিজয়ী ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক, সিডনি আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) |
ব |
||
ভারত ১৫৩ রানে বিজয়ী অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) |
ব |
||
নিউজিল্যান্ড ১৩৪ রানে বিজয়ী হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ আম্পায়ার: র্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা) ও রড টাকার (অস্ট্রেলিয়া) |
ব |
||
ডিমুথ করুনারত্নে ৫৮ (৭১) শন উইলিয়ামস ৩/৩৫ (১০ ওভার) |
জিম্বাবুয়ে ৭ উইকেটে বিজয়ী বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড) |
ব |
||
অস্ট্রেলিয়া ১৮৮ রানে বিজয়ী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) |
ব |
||
পাকিস্তান ৪ উইকেটে বিজয়ী সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) ও বিলি বাউডেন (নিউজিল্যান্ড) |
ব |
||
ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে বিজয়ী সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া) |
ব |
||
আয়ারল্যান্ড ৪ উইকেটে বিজয়ী ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক, সিডনি আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) |
ব |
||
আফগানিস্তান ১৪ রানে বিজয়ী জংশন ওভাল, মেলবোর্ন আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও মাইকেল গফ (ইংল্যান্ড) |
প্রতিযোগিতার গ্রুপ-পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে সর্বমোট ৪২টি খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপের শীর্ষস্থানীয় চারদল কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ হবে।
দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৬ | ৬ | ০ | ০ | ০ | +২.৫৬৪ | ১২ |
![]() |
৬ | ৪ | ১ | ০ | ১ | +২.২৫৭ | ৯ |
![]() |
৬ | ৪ | ২ | ০ | ০ | +০.৩৭১ | ৮ |
![]() |
৬ | ৩ | ২ | ০ | ১ | +০.১৩৬ | ৭ |
![]() |
৬ | ২ | ৪ | ০ | ০ | -০.৭৫৩ | ৪ |
![]() |
৬ | ১ | ৫ | ০ | ০ | -১.৮৫৩ | ২ |
![]() |
৬ | ০ | ৬ | ০ | ০ | -২.২১৮ | ০ |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৬ | ৬ | ০ | ০ | ০ | +১.৮২৭ | ১২ |
![]() |
৬ | ৪ | ২ | ০ | ০ | +১.৭০৭ | ৮ |
![]() |
৬ | ৪ | ২ | ০ | ০ | -০.০৮৫ | ৮ |
![]() |
৬ | ৩ | ৩ | ০ | ০ | −০.০৫৩ | ৬ |
![]() |
৬ | ৩ | ৩ | ০ | ০ | -০.৯৩৩ | ৬ |
![]() |
৬ | ১ | ৫ | ০ | ০ | -০.৫২৭ | ২ |
![]() |
৬ | ০ | ৬ | ০ | ০ | -২.০৩২ | ০ |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
তারিখ ও মাঠ নির্ধারণ করা স্বত্ত্বেও স্বাগতিক দলের যোগ্যতা অর্জনের উপর অনেকাংশে নির্ভরশীল। স্বাগতিক দেশ দুটো কোয়ার্টার ফাইনাল খেলায় সুযোগ পেয়েছে; অস্ট্রেলিয়া কোয়ার্টার-ফাইনালে উন্নীত হওয়ায় ২০ মার্চ অ্যাডিলেডে খেলে। অন্যদিকে নিউজিল্যান্ড কোয়ার্টার-ফাইনালে উন্নীত হওয়ায় ২১ মার্চ ওয়েলিংটনে অংশগ্রহণ করে।[48]
আইসিসি র্যাঙ্কিংয়ের পরবর্তী শীর্ষ দল শ্রীলঙ্কা কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করায় সিডনিতে খেলে। অন্যদিক তৃতীয় সর্বোচ্চ র্যাঙ্কিংধারী ইংল্যান্ড কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা লাভ করলে মেলবোর্নে খেলার কথা ছিল।[49] কিন্তু ইংল্যান্ড কোয়ার্টার-ফাইনাল খেলতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ দল ঐ স্থান দখল করে।[50][51] বি-গ্রুপের দলগুলো এ-গ্রুপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার ধারাটি হচ্ছে: এ১ ব বি৪, এ২ ব বি৩, এ৩ ব বি২, এ৪ ব বি১।[49]
অস্ট্রেলিয়া সেমি-ফাইনালে খেলার সুযোগ লাভ করায় সিডনিতে ২৬ মার্চ খেলে। নিউজিল্যান্ড সেমি-ফাইনাল খেলার সুযোগ পাওয়ায় ২৪ মার্চ অকল্যাণ্ডে খেলে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সেমি-ফাইনালে মুখোমুখি হলে এ-গ্রুপের শীর্ষস্থানীয় দল হিসেবে নিউজিল্যান্ড খেলা আয়োজনের সুযোগ পাবে।[48][52]
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | |||||||||||
এ১ | ![]() |
৩৯৩/৬ | |||||||||||
বি৪ | ![]() |
২৫০ | |||||||||||
বি২ | ![]() |
২৮১/৫ | |||||||||||
এ১ | ![]() |
২৯৯/৬ | |||||||||||
এ৩ | ![]() |
১৩৩ | |||||||||||
বি২ | ![]() |
১৩৪/১ | |||||||||||
এ১ | ![]() |
১৮৩ | |||||||||||
এ২ | ![]() |
১৮৬/৩ | |||||||||||
বি৩ | ![]() |
২১৩ | |||||||||||
এ২ | ![]() |
২১৬/৪ | |||||||||||
এ২ | ![]() |
৩২৮/৭ | |||||||||||
বি১ | ![]() |
২৩৩ | |||||||||||
বি১ | ![]() |
৩০২/৬ | |||||||||||
এ৪ | ![]() |
১৯৩ |
ব |
ব |
ব |
ব |
ব |
ব |
খেলোয়াড় | দল | খেলা | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট | সর্বোচ্চ | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মার্টিন গাপটিল | ![]() | ৯ | ৯ | ৫৪৭ | ৭৬.০০ | ১০৮.৭৯ | ২৩৭* | ২ | ১ | ৫৮ | ১৫ |
কুমার সাঙ্গাকারা | ![]() | ৭ | ৭ | ৫৪১ | ১০৮.২০ | ১০৫.৮৭ | ১২৪ | ৪ | ০ | ৫৭ | ৭ |
এবি ডি ভিলিয়ার্স | ![]() | ৮ | ৭ | ৪৮২ | ৯৬.৪০ | ১৪৪.৩১ | ১৬২* | ১ | ৩ | ৪৩ | ২১ |
ব্রেন্ডন টেলর | ![]() | ৬ | ৬ | ৪৩৩ | ৭২.১৬ | ১০৬.৯১ | ১৩৮ | ২ | ১ | ৪৩ | ১২ |
শিখর ধাওয়ান | ![]() | ৮ | ৮ | ৪১২ | ৫১.৫০ | ৯১.৭৫ | ১৩৭ | ২ | ১ | ৪৮ | ৯ |
সর্বশেষ হালনাগাদ: ২৯ মার্চ, ২০১৫[53] |
খেলোয়াড় | দল | খেলা | ইনিংস | উইকেট | গড় | ইকো | সেরা বোলিং | স্ট্রাইক রেট |
---|---|---|---|---|---|---|---|---|
মিচেল স্টার্ক | ![]() | ৮ | ৮ | ২২ | ১০.১৮ | ৩.৫৮ | ৬/২৮ | ১৭.৪০ |
ট্রেন্ট বোল্ট | ![]() | ৯ | ৯ | ২২ | ১৬.৮৬ | ৪.৩৬ | ৫/২৭ | ২১.৪০ |
উমেশ যাদব | ![]() | ৮ | ৮ | ১৮ | ১৭.৮৩ | ৪.৯৮ | ৪/৩১ | ২১.৪০ |
মোহাম্মদ শমী | ![]() | ৭ | ৭ | ১৭ | ১৭.২৯ | ৪.৮১ | ৪/৩৫ | ২১.৫০ |
মরনে মরকেল | ![]() | ৮ | ৮ | ১৭ | ১৭.৫৮ | ৪.৩৮ | ৩/৩৪ | ২৪.০০ |
সর্বশেষ হালনাগাদ: ২৯ মার্চ, ২০১৫[54] |
বিশ্বকাপ শেষে নিম্নবর্ণিত আন্তর্জাতিক ক্রিকেটারগণ একদিনের আন্তর্জাতিক থেকে তাদের অবসরের কথা ঘোষণা করেন।
পর্ব | ![]() | |
---|---|---|
গণমাধ্যম | ||
সাধারণ তথ্যাবলী |
অক্টোবর ২০১৪ | |
---|---|
নভেম্বর ২০১৪ | |
ডিসেম্বর ২০১৪ | |
জানুয়ারি ২০১৫ | |
ফেব্রুয়ারি ২০১৫ | |
মার্চ ২০১৫ | |
এপ্রিল ২০১৫ | |
|