২০১৫ ক্রিকেট বিশ্বকাপ দলসমূহ

অত্র নিবন্ধটি ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের সদস্যদের তালিকা। একাদশ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা হিসেবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ, ২০১৫ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ১৪টি দেশের জাতীয় ক্রিকেট দল ৭ জানুয়ারি, ২০১৫ তারিখের মধ্যে ১৫-সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

এ-গ্রুপ

 আফগানিস্তান

২৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে আফগানিস্তান তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এছাড়াও অতিরিক্ত আরও চারজন খেলোয়াড়কে সংরক্ষিত অবস্থায় রাখে। তারা হলেন - শফিকুল্লাহ (উইঃ), শরফুদ্দিন আশরাফ, ইজাতুল্লাহ দৌলতজাই, হাশমতুল্লাহ শাইদি[1]

কোচ: অ্যান্ডি মোলস

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন ঘরোয়া দল
মোহাম্মাদ নবী (অঃ) (1985-01-01)১ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৩০)৪৫ডানহাতিডানহাতি অফ ব্রেক বন্দ-ই-আমির ড্রাগন্স
২৩জাভেদ আহমেদী (1992-01-02)২ জানুয়ারি ১৯৯২ (বয়স ২৩)১৯ডানহাতিডানহাতি অফ ব্রেক অ্যামো শার্কস
৫৫আফতাব আলম (1992-11-30)৩০ নভেম্বর ১৯৯২ (বয়স ২২)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট স্পিন গর টাইগার্স
১৬মিরওয়াইজ আশরাফ (প্রত্যাহার) (1988-06-30)৩০ জুন ১৯৮৮ (বয়স ২৬)২৮ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম অ্যামো শার্কস
৮৭ওসমান গণি (1996-11-20)২০ নভেম্বর ১৯৯৬ (বয়স ১৮)১২ডানহাতি- অ্যামো শার্কস
৬৬হামিদ হাসান (1987-06-01)১ জুন ১৯৮৭ (বয়স ২৬)২৪ডানহাতিডানহাতি ফাস্ট স্পিন গর টাইগার্স
৩৩নাসির জামাল (1993-12-21)২১ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ২১)ডানহাতিডানহাতি লেগ ব্রেক গুগলি বুস্ট ডিফেন্ডার্স
৪৮নওরোজ মঙ্গল (1984-07-15)১৫ জুলাই ১৯৮৪ (বয়স ৩০)৩৪ডানহাতিডানহাতি অফ ব্রেক মিস আইনাক নাইটস
১১গুলবাদিন নায়েব (1991-03-16)১৬ মার্চ ১৯৯১ (বয়স ২৩)১৪ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট মিস আইনাক নাইটস
২৮শফিকউল্লাহ (উইঃ) (1989-08-07)৭ আগস্ট ১৯৮৯ (বয়স ২৫)১১ডানহাতি- স্পিন গর টাইগার্স
৪৫সামিউল্লাহ শেনওয়ারি (1987-02-03)৩ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ২৮)৪৪ডানহাতিডানহাতি লেগ ব্রেক অ্যামো শার্কস
৪৪আসগর স্তানিকজাই (1987-12-22)২২ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ২৭)৩৮ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট বন্দ-ই-আমির ড্রাগন্স
নাজিবুল্লাহ জাদরান (1993-02-28)২৮ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ২১)১০বামহাতিডানহাতি অফ ব্রেক বুস্ট ডিফেন্ডার্স
২০শাপুর জাদরান (1987-07-08)৮ জুলাই ১৯৮৭ (বয়স ২৭)৩০বামহাতিবামহাতি ফাস্ট-মিডিয়াম বুস্ট ডিফেন্ডার্স
১০দৌলত জাদরান (1988-03-19)১৯ মার্চ ১৯৮৮ (বয়স ২৬)২৪ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম মিস আইনাক নাইটস
৭৮আফসার জাজাই (উইঃ) (1993-08-10)১০ আগস্ট ১৯৯৩ (বয়স ২১)ডানহাতি- মিস আইনাক নাইটস

২৫ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে আঘাতজনিত কারণে মিরওয়াইজ আশরাফের পরিবর্তে শফিকউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়।[2]

 অস্ট্রেলিয়া

১১ জানুয়ারি, ২০১৫ তারিখে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ তাদের ১৫-সদস্যের তালিকা জনসমক্ষে প্রকাশ করে। তন্মধ্যে, মাইকেল ক্লার্ককে শারীরিক সুস্থতার উপর নির্ভর করে দলে জায়গা দেয়া হয়।[3] পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি তারিখে তাকে খেলার উপযুক্ত হিসেবে ঘোষণা করা হয়।[4]

কোচ: ড্যারেন লেহম্যান

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
২৩মাইকেল ক্লার্ক (অঃ) (1981-04-02)২ এপ্রিল ১৯৮১ (বয়স ৩৩)২৩৮ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স নিউ সাউথ ওয়েলস
জর্জ বেইলি (সহঃ অঃ) (1982-09-07)৭ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৩২)৫৬ডানহাতিডানহাতি মিডিয়াম তাসমানিয়া
৩০প্যাট কামিন্স (1993-08-05)৫ আগস্ট ১৯৯৩ (বয়স ২১)১০ডানহাতিডানহাতি ফাস্ট নিউ সাউথ ওয়েলস
জেভিয়ার ডোহার্টি (1982-11-22)২২ নভেম্বর ১৯৮২ (বয়স ৩২)৫৯ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স তাসমানিয়া
৪৪জেমস ফকনার (1990-04-29)২৯ এপ্রিল ১৯৯০ (বয়স ২৪)৩৮ডানহাতিবামহাতি মিডিয়াম-ফাস্ট তাসমানিয়া
১৬অ্যারন ফিঞ্চ (1986-11-17)১৭ নভেম্বর ১৯৮৬ (বয়স ২৮)৪১ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স ভিক্টোরিয়া
৫৭ব্রাড হাড্ডিন (উইঃ) (1977-10-23)২৩ অক্টোবর ১৯৭৭ (বয়স ৩৭)১১৮ডানহাতি- নিউ সাউথ ওয়েলস
৩৮জোশ হজলউড (1991-01-08)৮ জানুয়ারি ১৯৯১ (বয়স ২৪)বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম নিউ সাউথ ওয়েলস
২৫মিচেল জনসন (1981-11-02)২ নভেম্বর ১৯৮১ (বয়স ৩৩)১৪৫বামহাতিবামহাতি ফাস্ট পশ্চিম অস্ট্রেলিয়া
মিচেল মার্শ (1991-10-20)২০ অক্টোবর ১৯৯১ (বয়স ২৩)১৪ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম পশ্চিম অস্ট্রেলিয়া
৩২গ্লেন ম্যাক্সওয়েল (1988-10-14)১৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ২৬)৪১ডানহাতিডানহাতি অফ ব্রেক ভিক্টোরিয়া
৪৯স্টিভ স্মিথ (1989-06-02)২ জুন ১৯৮৯ (বয়স ২৫)৫০ডানহাতিডানহাতি লেগ-ব্রেক গুগলি নিউ সাউথ ওয়েলস
৫৬মিচেল স্টার্ক (1990-01-30)৩০ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৫)৩৩বামহাতিবামহাতি ফাস্ট নিউ সাউথ ওয়েলস
৩১ডেভিড ওয়ার্নার (1986-10-27)২৭ অক্টোবর ১৯৮৬ (বয়স ২৮)৫৪বামহাতিডানহাতি লেগ-ব্রেক নিউ সাউথ ওয়েলস
৩৩শেন ওয়াটসন (1981-06-17)১৭ জুন ১৯৮১ (বয়স ৩৩)১৮০ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম নিউ সাউথ ওয়েলস

 বাংলাদেশ

৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বাংলাদেশ তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[5] প্রধান দল নির্বাচক ফারুক আহমেদবিসিবি সভাপতি নাজমুল হাসান বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।[6] বেলা একটায় দল ঘোষণার কথা থাকলেও নির্বাচন কমিটি, বিসিবি পরিচালকমণ্ডলী ও সভাপতি নাজমুল হাসানের মধ্যকার শেষ মুহুর্তের সভার কারণে প্রায় দুই ঘন্টা বিলম্বে দল ঘোষণা করা হয়।[7] পাশাপাশি দুইজন খেলোয়াড় - শফিউল ইসলামআবুল হাসানকে[8] সংরক্ষিত অবস্থায় রাখা হয়য়।[9]

কোচ: চণ্ডিকা হাথুরুসিংহা

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
মাশরাফি বিন মর্তুজা (অঃ) (1983-10-05)৫ অক্টোবর ১৯৮৩ (বয়স ৩১)১৪৪ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম মোহামেডান স্পোর্টিং ক্লাব
৭৫সাকিব আল হাসান (সহঃ অঃ) (1987-03-24)২৪ মার্চ ১৯৮৭ (বয়স ২৭)১৪১বামহাতিবামহাতি অর্থোডক্স লিজেন্ডস অব রূপগঞ্জ
তাসকিন আহমেদ (1995-04-03)৩ এপ্রিল ১৯৯৫ (বয়স ১৯)বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
৬৬আনামুল হক (উইঃ) (1992-12-16)১৬ ডিসেম্বর ১৯৯২ (বয়স ২২)২৭ডানহাতি- কলাবাগান ক্রিকেট একাডেমি
৬৮মমিনুল হক (1991-09-29)২৯ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ২৩)২৪বামহাতিবামহাতি অর্থোডক্স প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব
আল-আমিন হোসেন (প্রত্যাহার) (1990-01-01)১ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৫)১১ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট আবাহনী লিমিটেড
৬৯নাসির হোসেন (1991-11-30)৩০ নভেম্বর ১৯৯১ (বয়স ২৩)৪১ডানহাতিডানহাতি অফ ব্রেক আবাহনী লিমিটেড
৩৪রুবেল হোসেন (1990-01-01)১ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৫)৫৩ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম লিজেন্ডস অব রূপগঞ্জ
২৯তামিম ইকবাল (1989-03-20)২০ মার্চ ১৯৮৯ (বয়স ২৫)১৩৫বামহাতি- লিজেন্ডস অব রূপগঞ্জ
১৩শফিউল ইসলাম (1989-10-06)৬ অক্টোবর ১৯৮৯ (বয়স ২৫)৫২ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম রাজশাহী বিভাগ
১২তাইজুল ইসলাম (1992-02-07)৭ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ২৩)বামহাতিবামহাতি অর্থোডক্স প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
৬২ইমরুল কায়েস (1987-02-02)২ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ২৮)৫৩বামহাতি- ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
৩০মাহমুদুল্লাহ রিয়াদ (1986-12-22)২২ ডিসেম্বর ১৯৮৬ (বয়স ২৮)১১০ডানহাতিডানহাতি অফ ব্রেক প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
১৫মুশফিকুর রহিম (উইঃ) (1988-09-01)১ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ২৬)১৪০ডানহাতি- প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব
সাব্বির রহমান (1991-11-22)২২ নভেম্বর ১৯৯১ (বয়স ২৩)ডানহাতিডানহাতি লেগ ব্রেক কলাবাগান ক্রিকেট একাডেমি
১১সৌম্য সরকার (1993-02-25)২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ২১)বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
আরাফাত সানি (1986-09-29)২৯ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ২৮)বামহাতিবামহাতি অর্থোডক্স শেখ জামাল ধানমন্ডি ক্লাব

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৩ ফেব্রুয়ারি তারিখে আল-আমিন হোসেনকে প্রতিযোগিতা থেকে দেশে ফেরত পাঠানো হয়।[10] শফিউল ইসলাম তার স্থলাভিষিক্ত হন।[11]
৬ মার্চ আহত আনামুল হকের পরিবর্তে ইমরুল কায়েসকে অন্তর্ভুক্ত করা হয়।[12]

 ইংল্যান্ড

২০ ডিসেম্বর, ২০১৪ তারিখে ইংল্যান্ড তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[13]

কোচ: পিটার মুরেজ

নং খেলোয়াড়[13] জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
১৬ইয়ন মর্গ্যান (অঃ) (1986-09-10)১০ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ২৮)১৩৫[আ 1]বামহাতিডানহাতি মিডিয়াম মিডলসেক্স
১৮মইন আলী (1987-06-18)১৮ জুন ১৯৮৭ (বয়স ২৭)১৭বামহাতিডানহাতি অফ ব্রেক ওরচেস্টারশায়ার
জেমস অ্যান্ডারসন (1982-07-30)৩০ জুলাই ১৯৮২ (বয়স ৩২)১৮৮বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম ল্যাঙ্কাশায়ার
৪৮গ্যারি ব্যালেন্স (1989-11-22)২২ নভেম্বর ১৯৮৯ (বয়স ২৫)১২বামহাতিডানহাতি লেগ ব্রেক ইয়র্কশায়ার
ইয়ান বেল (1982-04-11)১১ এপ্রিল ১৯৮২ (বয়স ৩২)১৫৫ডানহাতিডানহাতি মিডিয়াম ওয়ারউইকশায়ার
৪২রবি বোপারা (1985-05-04)৪ মে ১৯৮৫ (বয়স ২৮)১১৯ডানহাতিডানহাতি মিডিয়াম এসেক্স
স্টুয়ার্ট ব্রড (1986-06-24)২৪ জুন ১৯৮৬ (বয়স ২৮)১১৩বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম নটিংহ্যামশায়ার
৬৩জস বাটলার (সহঃ অঃউইঃ)[14] (1990-09-08)৮ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ২৪)৪৯ডানহাতি- ল্যাঙ্কাশায়ার
১১স্টিভেন ফিন (1989-04-04)৪ এপ্রিল ১৯৮৯ (বয়স ২৫)৫২ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম মিডলসেক্স
৩৫অ্যালেক্স হেলস (1989-01-03)৩ জানুয়ারি ১৯৮৯ (বয়স ২৬)ডানহাতিডানহাতি মিডিয়াম নটিংহ্যামশায়ার
৩৪ক্রিস জর্দান (1988-10-04)৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ২৬)২০ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম সাসেক্স
জো রুট (1990-12-30)৩০ ডিসেম্বর ১৯৯০ (বয়স ২৪)৪৮ডানহাতিডানহাতি অফ ব্রেক ইয়র্কশায়ার
৩৮জেমস টেলর (1990-01-06)৬ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৫)১১ডানহাতিডানহাতি লেগ ব্রেক নটিংহ্যামশায়ার
৫৩জেমস ট্রেডওয়েল (1982-02-27)২৭ ফেব্রুয়ারি ১৯৮২ (বয়স ৩২)৪৪বামহাতিডানহাতি অফ ব্রেক কেন্ট
১৯ক্রিস উকস (1989-03-02)২ মার্চ ১৯৮৯ (বয়স ২৫)২৯ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম ওয়ারউইকশায়ার

 নিউজিল্যান্ড

৮ জানুয়ারি, ২০১৫ তারিখে নিউজিল্যান্ড ক্রিকেট তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[15]

কোচ: মাইক হেসন

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
৪২ ব্রেন্ডন ম্যাককুলাম (অঃউইঃ) (1981-09-27)২৭ সেপ্টেম্বর ১৯৮১ (বয়স ৩৩)২৪০ডানহাতিডানহাতি মিডিয়াম ওতাগো[16][17]
২২কেন উইলিয়ামসন (সহঃ অঃ) (1990-08-08)৮ আগস্ট ১৯৯০ (বয়স ২৪)৬৫ডানহাতিডানহাতি অফ ব্রেক নর্দার্ন ডিস্ট্রিক্টস
৭৮কোরে অ্যান্ডারসন (1990-12-13)১৩ ডিসেম্বর ১৯৯০ (বয়স ২৪)২৬বামহাতিবামহাতি মিডিয়াম-ফাস্ট নর্দার্ন ডিস্ট্রিক্টস
১৮ট্রেন্ট বোল্ট (1989-07-22)২২ জুলাই ১৯৮৯ (বয়স ২৫)১৬ডানহাতিবামহাতি ফাস্ট-মিডিয়াম নর্দার্ন ডিস্ট্রিক্টস
৮৮গ্রান্ট এলিয়ট (1979-03-21)২১ মার্চ ১৯৭৯ (বয়স ৩৫)৫৮ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট ওয়েলিংটন
৩১মার্টিন গাপটিল (1986-09-30)৩০ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ২৮)৯৯ডানহাতিডানহাতি অফ ব্রেক অকল্যান্ড
২১ম্যাট হেনরি (1991-12-14)১৪ ডিসেম্বর ১৯৯১ (বয়স ২৩)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামক্যান্টারবারি[18][19]
২৩টম ল্যাথাম (উইঃ) (1992-04-02)২ এপ্রিল ১৯৯২ (বয়স ২২)২৬বামহাতিডানহাতি মিডিয়াম ক্যান্টারবারি
৮১মিচেল ম্যাকক্লেনাগান (1986-06-11)১১ জুন ১৯৮৬ (বয়স ২৮)৩৪বামহাতিবামহাতি ফাস্ট-মিডিয়াম অকল্যান্ড
১৫নাথান ম্যাককুলাম (1980-09-01)১ সেপ্টেম্বর ১৯৮০ (বয়স ৩৪)৭৮ডানহাতিডানহাতি অফ ব্রেক ওতাগো
৩৭কাইল মিলস (1979-03-15)১৫ মার্চ ১৯৭৯ (বয়স ৩৫)১৭০ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম অকল্যান্ড
২০অ্যাডাম মিলেন (প্রত্যাহারা) (1992-04-13)১৩ এপ্রিল ১৯৯২ (বয়স ২২)১৬ডানহাতিডানহাতি ফাস্ট সেন্ট্রাল ডিস্ট্রিক্টস[20][21]
৫৪লুক রঙ্কি (উইঃ) (1981-04-23)২৩ এপ্রিল ১৯৮১ (বয়স ৩৩)৪০ [আ 2]ডানহাতি ওয়েলিংটন
৩৮টিম সাউদি (1988-12-11)১১ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ২৬)৮৫ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট নর্দার্ন ডিস্ট্রিক্টস
রস টেলর (1984-03-08)৮ মার্চ ১৯৮৪ (বয়স ৩০)১৫০ডানহাতিডানহাতি অফ ব্রেক সেন্ট্রাল ডিস্ট্রিক্টস
১১ড্যানিয়েল ভেট্টোরি (1979-01-27)২৭ জানুয়ারি ১৯৭৯ (বয়স ৩৬)২৮৬বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স নর্দার্ন ডিস্ট্রিক্টস

২২ মার্চ হাঁটুর গোড়ালিতে আঘাতাপ্রাপ্তির ফলে অ্যাডাম মিলেন দল থেকে বাদ পড়েন। তার পরিবর্তে ম্যাট হেনরিকে অন্তর্ভুক্ত করা হয়।[22]

 স্কটল্যান্ড

৯ জানুয়ারি, ২০১৫ তারিখে ক্রিকেট স্কটল্যান্ড কর্তপক্ষ তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[23]

কোচ: গ্রান্ট ব্র্যাডবার্ন

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন কাউন্টি/প্রাদেশিক দল
প্রিস্টন মমসেন (অঃ) (1987-14-10)১০ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ত্রুটি: বৈধ বছর, মাস, দিন প্রয়োজন)৩০ডানহাতিডানহাতি অফ ব্রেক কার্লটন, হাইল্যান্ডার্স
১৫কাইল কোয়েতজার (সহঃ অঃ) (1984-14-04)৪ ফেব্রুয়ারি ১৯৮৪ (বয়স ত্রুটি: বৈধ বছর, মাস, দিন প্রয়োজন)২০ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট নর্দাম্পটনশায়ার
৪৪রিচি বেরিংটন (1987-03-04)৪ মার্চ ১৯৮৭ (বয়স ২৭)৩৯ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট ক্লাইডেসডেল, রিভার্স
ফ্রেডি কোলম্যান (1991-12-15)১৫ ডিসেম্বর ১৯৯১ (বয়স ২৩)১৩ডানহাতিডানহাতি অফ ব্রেক ওয়ারউইকশায়ার
ম্যাথু ক্রস (উইঃ) (1992-10-15)১৫ অক্টোবর ১৯৯২ (বয়স ২২)১১ডানহাতি- নটিংহ্যামশায়ার
জোশ ডেভি (1990-08-03)৩ আগস্ট ১৯৯০ (বয়স ২৪)১৮ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট সমারসেট
৪৫অ্যালাসডেয়ার ইভান্স (1989-01-12)১২ জানুয়ারি ১৯৮৯ (বয়স ২৬)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম কার্লটন, হাইল্যান্ডার্স
৪৮হ্যামিশ গার্ডিনার (1991-01-04)৪ জানুয়ারি ১৯৯১ (বয়স ২৪)ডানহাতি- কার্লটন, হাইল্যান্ডার্স
৭৭মজিদ হক (প্রত্যাহার) (1983-02-11)১১ ফেব্রুয়ারি ১৯৮৩ (বয়স ৩২)৫০বামহাতিডানহাতি অফ ব্রেক ক্লাইডেসডেল,
রিভার্স
২৯মাইকেল লিস্ক (1990-10-29)২৯ অক্টোবর ১৯৯০ (বয়স ২৪)ডানহাতিডানহাতি অফ ব্রেক নর্দাম্পটনশায়ার
১৪ম্যাট মচন (1991-02-15)১৫ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ২৩)১৬বামহাতিডানহাতি অফ ব্রেক সাসেক্স
১০ক্যালাম ম্যাকলিওড (1988-11-15)১৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ২৬)২৭ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট ডারহাম
৫০সাফিয়ান শরীফ (1991-05-24)২৪ মে ১৯৯১ (বয়স ২৩)১২ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট রিভার্স
৪২রবার্ট টেলর (1989-12-21)২১ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ২৫)১১বামহাতিবামহাতি মিডিয়াম লিচেস্টারশায়ার
ইয়ান ওয়ার্ডল (1985-06-29)২৯ জুন ১৯৮৫ (বয়স ২৯)১৭ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম ইয়র্কশায়ার

১১ মার্চ, ২০১৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মজিদ হককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।[24]

 শ্রীলঙ্কা

৭ জানুয়ারি, ২০১৫ তারিখে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ তাদের ১৫-সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করে।[25] প্রাথমিকভাবে লাসিথ মালিঙ্গা শারীরিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে নির্বাচকমণ্ডলী তাকেও অন্তর্ভুক্ত করেন।[25] পরবর্তীতে তিনি গ্রুপ পর্বের উদ্বোধনী খেলার পূর্বেই সুস্থ হয়ে উঠায় খেলায় অংশগ্রহণ করেন।[26]

কোচ: মারভান আতাপাত্তু

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন কাউন্টি/প্রাদেশিক দল
৬৯অ্যাঞ্জেলো ম্যাথিউস (অঃ) (1987-06-02)২ জুন ১৯৮৭ (বয়স ২৭)১৪৯ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম কোল্টস ক্রিকেট ক্লাব
৬৬লাহিরু থিরিমানে (সহঃ অঃ) (1989-09-08)৮ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ২৫)৮৭বামহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট রাগামা ক্রিকেট ক্লাব
১৬দুষ্মন্ত চামিরা (1992-01-11)১১ জানুয়ারি ১৯৯২ (বয়স ২৩)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
৩৬দীনেশ চন্ডিমাল (উইঃ) (1989-11-18)১৮ নভেম্বর ১৯৮৯ (বয়স ২৫)৯২ডানহাতিডানহাতি অফ ব্রেক নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
২৩তিলকরত্নে দিলশান (1976-10-14)১৪ অক্টোবর ১৯৭৬ (বয়স ৩৮)৩০৭ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট সারে
১৪রঙ্গনা হেরাথ (1978-03-19)১৯ মার্চ ১৯৭৮ (বয়স ৩৬)৬৭বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব
২৭মাহেলা জয়াবর্ধনে (1977-05-27)২৭ মে ১৯৭৭ (বয়স ৩৭)৪৪১ডানহাতিডানহাতি মিডিয়াম সিংহলিজ স্পোর্টস ক্লাব
২১দিমুথ করুনারত্নে (প্রত্যাহার) (1988-04-21)২১ এপ্রিল ১৯৮৮ (বয়স ২৬)১৩বামহাতিডানহাতি মিডিয়াম সিংহলিজ স্পোর্টস ক্লাব
৯২নুয়ান কুলাসেকারা (1982-07-22)২২ জুলাই ১৯৮২ (বয়স ৩২)১৬৫ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম কোল্টস ক্রিকেট ক্লাব
৮২সুরঙ্গা লকমল (1987-03-10)১০ মার্চ ১৯৮৭ (বয়স ২৭)৩১ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব
৯৯লাসিথ মালিঙ্গা (1983-08-28)২৮ আগস্ট ১৯৮৩ (বয়স ৩১)১৭৭ডানহাতিডানহাতি ফাস্ট নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
জীবন মেন্ডিস (প্রত্যাহার) (1983-01-15)১৫ জানুয়ারি ১৯৮৩ (বয়স ৩২)৫২বামহাতিডানহাতি লেগ ব্রেক কলাবাগান ক্রিকেট একাডেমি
কুশল পেরেরা (1990-08-17)১৭ আগস্ট ১৯৯০ (বয়স ২৪)৪১বামহাতি- কোল্টস ক্রিকেট ক্লাব
থিসারা পেরেরা (1989-04-03)৩ এপ্রিল ১৯৮৯ (বয়স ২৫)৯৮বামহাতিমিডিয়াম-ফাস্ট সিংহলিজ ক্রিকেট ক্লাব
৩০ধাম্মিকা প্রসাদ (প্রত্যাহার) (1983-05-30)৩০ মে ১৯৮৩ (বয়স ৩১)২৪ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম সিংহলিজ ক্রিকেট ক্লাব
সিক্কুজি প্রসন্ন (1985-06-27)২৭ জুন ১৯৮৫ (বয়স ২৯)১২ডানহাতিডানহাতি লেগ ব্রেক শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাব
১১কুমার সাঙ্গাকারা (উইঃ) (1977-10-27)২৭ অক্টোবর ১৯৭৭ (বয়স ৩৭)৩৯৭বামহাতিডানহাতি অফ ব্রেক নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
১৮সচিত্র সেনানায়েকে (1985-02-09)৯ ফেব্রুয়ারি ১৯৮৫ (বয়স ৩০)৪৭ডানহাতিডানহাতি অফ ব্রেক সিংহলিজ ক্রিকেট ক্লাব
৩০উপুল থারাঙ্গা (1985-02-02)২ ফেব্রুয়ারি ১৯৮৫ (বয়স ৩০)১৭১বামহাতি- নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব

৭ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে অনুশীলন চলাকালীন ধাম্মিকা প্রসাদ হাতে আঘাত পান।[27] ফলে তাকে বিশ্বকাপের বাইরে অবস্থান করতে হয়।[28] ৯ ফেব্রুয়ারি তারিখে তার পরিবর্তে দুষ্মন্ত চামিরা অন্তর্ভুক্ত হন।[29]
২৫ ফেব্রুয়ারি পেশীতে চোট পাওয়ায় জীবন মেন্ডিস বিশ্বকাপের বাইরে অবস্থান করতে বাধ্য হন। উপুল থারাঙ্গা তার স্থলাভিষিক্ত হন।[30]
৫ মার্চ দিমুথ করুনারত্নে আঙ্গুলে আঘাত পাওয়ায় বিশ্বকাপ থেকে বাদ পড়েন। তার পরিবর্তে সিক্কুজি প্রসন্ন অন্তর্ভুক্ত হন।[31]
১০ মার্চ দীনেশ চন্ডিমাল আঘাত পাওয়ায় কুশল পেরেরাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[32]

বি-গ্রুপ

 ভারত

৬ জানুয়ারি, ২০১৫ তারিখে ভারত দল ১৫-সদস্যের তালিকা প্রকাশ করে।[33] আঘাতপ্রাপ্ত ভুবনেশ্বর কুমারের আরোগ্য লাভ না হলে সংরক্ষিত অবস্থায় ধবল কুলকার্নিকে রাখা হয়।[34]

কোচ: ডানকান ফ্লেচার

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ-দল
মহেন্দ্র সিং ধোনি (অঃউইঃ) (1981-07-07)৭ জুলাই ১৯৮১ (বয়স ৩৩)২৫৪ডানহাতিডানহাতি মিডিয়াম ঝাড়খণ্ড
১৮বিরাট কোহলি (সহঃ অঃ) (1988-11-05)৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ২৬)১৫০ডানহাতিডানহাতি মিডিয়াম দিল্লি
৯৯রবিচন্দ্রন অশ্বিন (1986-09-17)১৭ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ২৮)৮৮ডানহাতিডানহাতি অফ ব্রেক তামিলনাড়ু
৮৪স্টুয়ার্ট বিনি (1984-06-03)৩ জুন ১৯৮৪ (বয়স ৩০)ডানহাতিডানহাতি মিডিয়াম কর্ণাটক
২৫শিখর ধাওয়ান (1985-12-05)৫ ডিসেম্বর ১৯৮৫ (বয়স ২৯)৫৩বামহাতিডানহাতি অফ ব্রেক দিল্লি
রবীন্দ্র জাদেজা (1988-12-06)৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ২৬)১১১বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স সৌরাষ্ট্র
১৫ভুবনেশ্বর কুমার (1990-02-05)৫ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ২৫)৪৪ডানহাতিডানহাতি মিডিয়াম উত্তরপ্রদেশ
২০অক্ষর প্যাটেল (1994-01-20)২০ জানুয়ারি ১৯৯৪ (বয়স ২১)১৩বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স গুজরাট
২৭অজিঙ্কা রাহানে (1988-06-05)৫ জুন ১৯৮৮ (বয়স ২৬)৪৬ডানহাতিডানহাতি মিডিয়াম মুম্বই
সুরেশ রায়না (1986-11-27)২৭ নভেম্বর ১৯৮৬ (বয়স ২৮)২০৭বামহাতিডানহাতি অফ ব্রেক উত্তরপ্রদেশ
আম্বতি রায়ডু (উইঃ) (1985-09-23)২৩ সেপ্টেম্বর ১৯৮৫ (বয়স ২৯)২৭ডানহাতিডানহাতি অফ ব্রেক বারোদা
১১মোহাম্মদ শমী (1990-03-09)৯ মার্চ ১৯৯০ (বয়স ২৪)৪০ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম বেঙ্গল
ইশান্ত শর্মা (প্রত্যাহার) (1988-09-02)২ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ২৬)৭৬ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম দিল্লি
মোহিত শর্মা (1988-09-18)১৮ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ২৬)১২ডানহাতিডানহাতি মিডিয়াম হরিয়ানা
৪৫রোহিত শর্মা (1987-04-30)৩০ এপ্রিল ১৯৮৭ (বয়স ২৭)১২৭ডানহাতিডানহাতি অফ ব্রেক মুম্বই
১৯উমেশ যাদব (1987-10-25)২৫ অক্টোবর ১৯৮৭ (বয়স ২৭)৪০ডানহাতিডানহাতি ফাস্ট বিদর্ভ

৭ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে হাঁটুর আঘাতে উত্তরণ না ঘটায় ইশান্ত শর্মাকে বিশ্বকাপের বাইরে রাখা হয়। পরিবর্তিত খেলোয়াড়রূপে মোহিত শর্মা দলে অন্তর্ভুক্ত হন।[28]

 আয়ারল্যান্ড

৫ জানুয়ারি, ২০১৫ তারিখে আয়ারল্যান্ড তাদের ১৫-সদস্যের তালিকা প্রকাশ করে। তারা এখনও দলে পরিবর্তনের জন্য কোন নাম ঘোষণা করেনি।[35]

কোচ: ফিল সিমন্স

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধর বোলিংয়ের ধরন ঘরোয়া দল
উইলিয়াম পোর্টারফিল্ড (অঃ) (1984-09-26)২৬ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ৩০)৭৩বামহাতিডানহাতি অফ ব্রেক ওয়ারউইকশায়ার
৬৩অ্যান্ড্রু বালবির্নি (1990-12-08)৮ ডিসেম্বর ১৯৯০ (বয়স ২৪)১১ডানহাতিডানহাতি অফ ব্রেক মিডলসেক্স
২৮পিটার চেজ (1993-10-09)৯ অক্টোবর ১৯৯৩ (বয়স ২১)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট ডারহাম
৮৩অ্যালেক্স কুস্যাক (1980-10-29)২৯ অক্টোবর ১৯৮০ (বয়স ৩৪)৫৪ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট ক্লোনটার্ফ
৫০জর্জ ডকরেল (1992-07-22)২২ জুলাই ১৯৯২ (বয়স ২২)৪২ডানহাতিবামহাতি অফ ব্রেক সমারসেন
২৪এড জয়েস (1978-09-22)২২ সেপ্টেম্বর ১৯৭৮ (বয়স ৩৬)৪৫ [আ 3]বামহাতিডানহাতি মিডিয়াম সাসেক্স
৩৫অ্যান্ড্রু ম্যাকব্রায়ান (1993-04-30)৩০ এপ্রিল ১৯৯৩ (বয়স ২১)বামহাতিডানহাতি অফ ব্রেক ডানমানা
১০জন মুনি (1982-02-10)১০ ফেব্রুয়ারি ১৯৮২ (বয়স ৩৩)৫৪বামহাতিডানহাতি মিডিয়াম নর্থ কাউন্টি
৩৪টিম মারতাগ
(প্রত্যাহার)
(1981-08-02)২ আগস্ট ১৯৮১ (বয়স ৩৩)১০বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম মিডলসেক্স
২২কেভিন ও’ব্রায়ান (1984-03-04)৪ মার্চ ১৯৮৪ (বয়স ৩০)৮৪ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট রেলওয়ে ইউনিয়ন
৭২নায়ল ও’ব্রায়ান (উইঃ) (1981-11-08)৮ নভেম্বর ১৯৮১ (বয়স ৩৩)৬৪বামহাতিউইকেট-কিপার লিচেস্টারশায়ার
২৬ম্যাক্স সোরেনসেন (1985-11-18)১৮ নভেম্বর ১৯৮৫ (বয়স ২৯)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম লিনস্টার
পল স্টার্লিং (1990-09-07)৭ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ২৪)৫১ডানহাতিডানহাতি অফ ব্রেক মিডলসেক্স
১৭স্টুয়ার্ট থম্পসন (1991-08-15)১৫ আগস্ট ১৯৯১ (বয়স ২৩)বামহাতিবামহাতি মিডিয়াম-ফাস্ট এগলিনটন
১৪গ্যারি উইলসন (উইঃ) (1986-02-05)৫ ফেব্রুয়ারি ১৯৮৬ (বয়স ২৯)৫২ডানহাতিউইকেট-কিপার সারে
৪৪ক্রেগ ইয়ং (1990-04-04)৪ এপ্রিল ১৯৯০ (বয়স ২৪)ডানহাতিমিডিয়াম ব্রিডি

 পাকিস্তান

৭ জানুয়ারি, ২০১৫ তারিখে পাকিস্তান তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[36]

কোচ: ওয়াকার ইউনুস

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
২২মিসবাহ-উল-হক (অঃ) (1974-05-28)২৮ মে ১৯৭৪ (বয়স ৪০)১৫৫ডানহাতিডানহাতি লেগ ব্রেক খান রিসার্চ ল্যাবরেটরিজ
১০শহীদ আফ্রিদি (সহঃ অঃ) (1980-03-01)১ মার্চ ১৯৮০ (বয়স ৩৪)৩৯১ডানহাতিডানহাতি লেগ ব্রেক হাবিব ব্যাংক লিমিটেড
৯১এহসান আদিল (1993-03-15)১৫ মার্চ ১৯৯৩ (বয়স ২১)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম হাবিব ব্যাংক লিমিটেড
৫৪সরফরাজ আহমেদ (উইঃ) (1987-05-22)২২ মে ১৯৮৭ (বয়স ২৭)৩৬ডানহাতি- পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
উমর আকমল (উইঃ) (1990-05-26)২৬ মে ১৯৯০ (বয়স ২৪)১০৪ডানহাতি- সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড
মোহাম্মদ হাফিজ (1980-10-17)১৭ অক্টোবর ১৯৮০ (বয়স ৩৪)১৫৫ডানহাতিডানহাতি অফ ব্রেক[আ 4] সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড
৭৬মোহাম্মদ ইরফান (1982-06-06)৬ জুন ১৯৮২ (বয়স ৩২)৪০ডানহাতিবামহাতি ফাস্ট খান রিসার্চ ল্যাবরেটরিজ
৮৩জুনায়েদ খান (প্রত্যাহার) (1989-12-24)২৪ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ২৫)৪৮ডানহাতিবামহাতি ফাস্ট খাইবার পাখতুনখোয়া ফাইটার্স
১৪সোহেল খান (1984-03-06)৬ মার্চ ১৯৮৪ (বয়স ৩০)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট সিন্ধ
৭৫ইউনুস খান (1977-11-29)২৯ নভেম্বর ১৯৭৭ (বয়স ৩৭)২৬১ডানহাতিডানহাতি মিডিয়ামলেগ ব্রেক হাবিব ব্যাংক লিমিটেড
৯২শোয়েব মাকসুদ (1987-04-15)১৫ এপ্রিল ১৯৮৭ (বয়স ২৭)১৮ডানহাতিডানহাতি অফ ব্রেক বালুচিস্তান ওয়ারিয়র্স
৪৭ওয়াহাব রিয়াজ (1985-06-28)২৮ জুন ১৯৮৫ (বয়স ২৯)৪৭ডানহাতিবামহাতি ফাস্ট পাঞ্জাব বাদশাহ
৮৬ইয়াসির শাহ (1986-05-02)২ মে ১৯৮৬ (বয়স ২৮)ডানহাতিডানহাতি লেগ ব্রেক খাইবার পাখতুনখোয়া ফাইটার্স
১৯আহমেদ শেহজাদ (1991-11-23)২৩ নভেম্বর ১৯৯১ (বয়স ২৩)৫৮ডানহাতিডানহাতি লেগ ব্রেক হাবিব ব্যাংক লিমিটেড
৮৯হারিস সোহেল (1989-01-09)৯ জানুয়ারি ১৯৮৯ (বয়স ২৬)১১বামহাতিবামহাতি স্লো জারাই তারাকিয়াতি ব্যাংক

২ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে হাঁটুতে চোট পাওয়ায় জুনায়েদ খানকে প্রত্যাহার করে নেয়া হয়।[39] ৬ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে জুনায়েদের পরিবর্তে রাহাত আলীর অন্তর্ভুক্তিকে আইসিসি অনুমোদন করে।[40]

 দক্ষিণ আফ্রিকা

৭ জানুয়ারি, ২০১৫ তারিখে দক্ষিণ আফ্রিকা তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[41]

কোচ: রাসেল ডোমিঙ্গো

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
১৭এবি ডি ভিলিয়ার্স (অঃউইঃ) (1984-02-17)১৭ ফেব্রুয়ারি ১৯৮৪ (বয়স ৩০)১৭৯ডানহাতিডানহাতি মিডিয়াম টাইটান্স
হাশিম আমলা (সহঃ অঃ) (1983-03-31)৩১ মার্চ ১৯৮৩ (বয়স ৩১)১০৭ডানহাতিডানহাতি মিডিয়ামঅফ ব্রেক কেপ কোবরাজ
৮৭কাইল এ্যাবট (1987-06-18)১৮ জুন ১৯৮৭ (বয়স ২৭)১১ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম ডলফিন্স
২৮ফারহান বেহার্ডিন (1983-10-09)৯ অক্টোবর ১৯৮৩ (বয়স ৩১)২১ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম টাইটান্স
১২কুইন্টন ডি কক (উইঃ) (1992-12-17)১৭ ডিসেম্বর ১৯৯২ (বয়স ২২)৩৬বামহাতি লায়ন্স
১৮ফাফ দু প্লেসিস (1984-07-13)১৩ জুলাই ১৯৮৪ (বয়স ৩০)৬৭ডানহাতিডানহাতি লেগ ব্রেক টাইটান্স
২১জেপি ডুমিনি (1984-04-14)১৪ এপ্রিল ১৯৮৪ (বয়স ৩০)১৩৪বামহাতিডানহাতি অফ ব্রেক কেপ কোবরাজ
১০ডেভিড মিলার (1989-06-10)১০ জুন ১৯৮৯ (বয়স ২৫)৬৩বামহাতিডানহাতি অফ ব্রেক ডলফিন্স
৬৫মরনে মরকেল (1984-10-06)৬ অক্টোবর ১৯৮৪ (বয়স ৩০)৯১বামহাতিডানহাতি ফাস্ট টাইটান্স
৯৪ওয়েন পার্নেল (1989-07-30)৩০ জুলাই ১৯৮৯ (বয়স ২৫)৪৫বামহাতিবামহাতি ফাস্ট-মিডিয়াম ওয়ারিয়র্স
৬৯এ্যারন ফাঙ্গিসো (1984-01-21)২১ জানুয়ারি ১৯৮৪ (বয়স ৩১)১৪ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স লায়ন্স
২৪ভার্নন ফিল্যান্ডার (1985-06-24)২৪ জুন ১৯৮৫ (বয়স ২৯)২৪ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট কেপ কোবরাজ
২৭রিলি রোজো (1989-10-09)৯ অক্টোবর ১৯৮৯ (বয়স ২৫)১৪বামহাতিডানহাতি অফ ব্রেক নাইটস
ডেল স্টেইন (1983-06-27)২৭ জুন ১৯৮৩ (বয়স ৩১)৯৬ডানহাতিডানহাতি ফাস্ট কেপ কোবরাজ
৯৯ইমরান তাহির (1979-03-27)২৭ মার্চ ১৯৭৯ (বয়স ৩৫)৩০ডানহাতিডানহাতি লেগ ব্রেক ডলফিন্স

 সংযুক্ত আরব আমিরাত

১০ জানুয়ারি, ২০১৫ তারিখে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল তাদের ১৫-সদস্যের তালিকা প্রকাশ করে।[42]

কোচ: আকিব জাভেদ

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন ঘরোয়া ক্রিকেট
মোহাম্মদ তৌকির (অঃ) (1971-06-21)২১ জুন ১৯৭১ (বয়স ৪৩)ডানহাতিডানহাতি অফ ব্রেক-
১১খুররম খান (সহঃ অঃ) (1971-06-21)২১ জুন ১৯৭১ (বয়স ৪৩)১০বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স-
ফাহাদ আল হাশমি (1982-07-31)৩১ জুলাই ১৯৮২ (বয়স ৩২)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম রাফি প্রপার্টিজ কালিকুট জামোরিন্স
৭৭আমজাদ আলী (উইঃ) (1979-09-25)২৫ সেপ্টেম্বর ১৯৭৯ (বয়স ৩৫)বামহাতিবামহাতি লেগ ব্রেক ইউনাইটেড ব্যাংক লিমিটেড
৫০সাইমন আনোয়ার (1979-03-15)১৫ মার্চ ১৯৭৯ (বয়স ৩৫)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট থ্রিসার ডিনামাইটস
নাসির আজিজ (1986-06-16)১৬ জুন ১৯৮৬ (বয়স ২৮)ডানহাতিডানহাতি অফ ব্রেক আলুবন্ড টাইগার্স
৭০আন্দ্রি বেরেঞ্জার (1991-08-29)২৯ আগস্ট ১৯৯১ (বয়স ২৩)ডানহাতি- দানিয়ুব লায়ন্স
৩৬কৃষ্ণ চন্দ্রন (1984-08-24)২৪ আগস্ট ১৯৮৪ (বয়স ৩০)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম ডান্স কুইজিন কানুর বীরান্স
১৫মঞ্জুলা গুরুগে (1981-02-14)১৪ ফেব্রুয়ারি ১৯৮১ (বয়স ৩৪)ডানহাতিবামহাতি ফাস্ট-মিডিয়াম এনএমসি
৪৭সাকলাইন হায়দার (উইঃ) (1987-08-10)১০ আগস্ট ১৯৮৭ (বয়স ২৭)বামহাতি- ইউনাইটেড ব্যাংক লিমিটেড
২৭আমজাদ জাভেদ (1980-07-05)৫ জুলাই ১৯৮০ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি মিডিয়াম ডান্স কুইজিন কানুর বীরান্স
৮০রোহন মুস্তফা (1988-10-07)৭ অক্টোবর ১৯৮৮ (বয়স ২৬)বামহাতিডানহাতি স্লো দানিয়ুব লায়ন্স
৮৭মোহাম্মদ নাভিদ (1987-06-03)৩ জুন ১৯৮৭ (বয়স ২৭)ডানহাতিডানহাতি মিডিয়াম-
স্বপ্নীল পাতিল (উইঃ) (1985-04-15)১৫ এপ্রিল ১৯৮৫ (বয়স ২৯)ডানহাতি- যোগী গ্রুপ
কামরান শাহজাদ (1984-04-15)১৫ এপ্রিল ১৯৮৪ (বয়স ৩০)ডানহাতিডানহাতি মিডিয়াম আল ফারা ক্রিকেট ক্লাব

 ওয়েস্ট ইন্ডিজ

১১ জানুয়ারি, ২০১৫ তারিখে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের ১৫-সদস্যের তালিকা প্রকাশ করে।

কোচ: রিচি রিচার্ডসন

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
৯৮জেসন হোল্ডার (অঃ) (1991-11-05)৫ নভেম্বর ১৯৯১ (বয়স ২৩)২৬ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট বার্বাডোস
৬২সুলেইমান বেন (1981-07-22)২২ জুলাই ১৯৮১ (বয়স ৩৩)৩১বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স বার্বাডোস
১৩ড্যারেন ব্র্যাভো (1989-02-06)৬ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ২৬)৭৯বামহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট ত্রিনিদাদ ও টোবাগো
৭৮জোনাথন কার্টার (1987-11-16)১৬ নভেম্বর ১৯৮৭ (বয়স ২৭)বামহাতিডানহাতি মিডিয়াম বার্বাডোস
১৯শেলডন কট্রিল (1989-08-19)১৯ আগস্ট ১৯৮৯ (বয়স ২৫)ডানহাতিবামহাতি ফাস্ট-মিডিয়াম জামাইকা
৪৫ক্রিস গেইল (1979-09-21)২১ সেপ্টেম্বর ১৯৭৯ (বয়স ৩৫)২৬৩বামহাতিডানহাতি অফ ব্রেক জামাইকা
৩৩নিকিতা মিলার (1982-06-05)৫ জুন ১৯৮২ (বয়স ৩২)৪৫ডানহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স জামাইকা
৭৪সুনীল নারাইন (1988-05-26)২৬ মে ১৯৮৮ (বয়স ২৬)৫২বামহাতিডানহাতি অফ ব্রেক ত্রিনিদাদ ও টোবাগো
৮০দীনেশ রামদিন (উইঃ) (1985-03-13)১৩ মার্চ ১৯৮৫ (বয়স ২৯)১২০ডানহাতি- ত্রিনিদাদ ও টোবাগো
২৪কেমার রোচ (1988-06-30)৩০ জুন ১৯৮৮ (বয়স ২৬)৬৪ডানহাতিডানহাতি ফাস্ট বার্বাডোস
১২আন্দ্রে রাসেল (1988-04-29)২৯ এপ্রিল ১৯৮৮ (বয়স ২৬)৪৩ডানহাতিডানহাতি ফাস্ট জামাইকা
৮৮ড্যারেন স্যামি (1983-12-20)২০ ডিসেম্বর ১৯৮৩ (বয়স ৩১)১১৯ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট উইন্ডওয়ার্ড আইল্যান্ডস
মারলন স্যামুয়েলস (1981-02-05)৫ ফেব্রুয়ারি ১৯৮১ (বয়স ৩৪)১৬৭ডানহাতিডানহাতি অফ ব্রেক জামাইকা
৫৪লেন্ডল সিমন্স (1985-01-25)২৫ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৩০)৬১ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট ত্রিনিদাদ ও টোবাগো
৫০ডোয়েন স্মিথ (1983-04-12)১২ এপ্রিল ১৯৮৩ (বয়স ৩১)৯৯ডানহাতিডানহাতি মিডিয়াম বার্বাডোস
৭৫জেরোমি টেলর (1984-06-22)২২ জুন ১৯৮৪ (বয়স ৩০)৭২ডানহাতিফাস্ট জামাইকা

২৭ জানুয়ারি, ২০১৫ তারিখে সুনীল নারাইন তার নতুন বোলিং ভঙ্গিমা নিয়ে স্বয়ং সন্দিহান প্রকাশ করায় প্রতিযোগিতা থেকে নিজ নাম প্রত্যাহার করে নেন।[43] অতঃপর ২৯ জানুয়ারি তারিখে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নিকিতা মিলারকে অন্তর্ভুক্ত করা হয়।[44]

 জিম্বাবুয়ে

৭ জানুয়ারি, ২০১৫ তারিখে জিম্বাবুয়ে তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[45]

কোচ: ডেভ হোয়াটমোর

নং খেলোয়াড় জন্ম তারিখ ওডিআই সংখ্যা ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন লিস্ট এ দল
৪৭এলটন চিগুম্বুরা (অঃ) (1986-03-14)১৪ মার্চ ১৯৮৬ (বয়স ২৮)১৬৯ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম ম্যাশোনাল্যান্ড ঈগলস
কলাবাগান ক্রিকেট একাডেমি
রেজিস চাকাভা (উইঃ) (1987-09-20)২০ সেপ্টেম্বর ১৯৮৭ (বয়স ২৭)২৪ডানহাতিডানহাতি অফ ব্রেক ম্যাশোনাল্যান্ড ঈগলস
১৩টেন্ডাই চাতারা (1991-02-28)২৮ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ২৩)২১ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম মাউন্টেইনিয়ার্স
৩৩চামু চিভাভা (1986-09-06)৬ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ২৮)৬৩ডানহাতিডানহাতি মিডিয়াম সাউদার্ন রক্স
৭৭ক্রেগ আরভিন (1985-08-19)১৯ আগস্ট ১৯৮৫ (বয়স ২৯)২৫বামহাতিডানহাতি অফ ব্রেক মাতাবেলেল্যান্ড তুস্কার্স
৯৮তাফাদজা কামুঙ্গোজি (1987-06-08)৮ জুন ১৯৮৭ (বয়স ২৭)১১ডানহাতিডানহাতি লেগ ব্রেক সাউদার্ন রক্স
হ্যামিল্টন মাসাকাদজা (1983-08-09)৯ আগস্ট ১৯৮৩ (বয়স ৩১)১৪৪ডানহাতিডানহাতি মিডিয়াম মাউন্টেইনিয়ার্স
আবাহনী লিমিটেড
৪৫স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি (1983-05-03)৩ মে ১৯৮৩ (বয়স ৩১)১১২ডানহাতিডানহাতি অফ ব্রেক মাউন্টেইনিয়ার্স
২৫সলোমন মিরে (1989-08-21)২১ আগস্ট ১৯৮৯ (বয়স ২৫)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব
৫৩টয়ান্ডা মুপারিয়া (1985-04-16)১৬ এপ্রিল ১৯৮৫ (বয়স ২৯)৩৫ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম মাতাবেলেল্যান্ড তুস্কার্স
৪৮তিনাশি প্যানিয়াঙ্গারা (1985-08-21)২১ আগস্ট ১৯৮৫ (বয়স ২৯)৩৮ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম সাউদার্ন রক্স
২৪সিকান্দার রাজা (1986-04-24)২৪ এপ্রিল ১৯৮৬ (বয়স ২৮)২১ডানহাতিডানহাতি মিডিয়ামঅফ ব্রেক ম্যাশোনাল্যান্ড ঈগলস
ব্রেন্ডন টেলর (উইঃ) (1986-02-06)৬ ফেব্রুয়ারি ১৯৮৬ (বয়স ২৯)১৬১ডানহাতিডানহাতি অফ ব্রেক মিড ওয়েস্ট রাইনোজ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
৫২প্রসপার উতসেয়া (1985-03-26)২৬ মার্চ ১৯৮৫ (বয়স ২৯)১৬০ডানহাতিডানহাতি অফ ব্রেক[আ 5] ম্যাশোনাল্যান্ড ঈগলস
১৪শন উইলিয়ামস (1986-09-26)২৬ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ২৮)৬৯বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স মাতাবেলেল্যান্ড তুস্কার্স

পাদটীকা

  1. আয়ারল্যান্ডের পক্ষে ২৩টি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন।
  2. অস্ট্রেলিয়ার পক্ষে ৪টি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন।
  3. ইংল্যন্ডের পক্ষে ১৭টি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন।
  4. হাফিজ বর্তমানে বোলিং করা থেকে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।[37] বর্তমানে তিনি আইসিসি’র পর্যবেক্ষণে রয়েছেন।[38] সম্ভবতঃ বিশ্বকাপে তিনি বোলিং করার সুযোগ লাভ করবেন
  5. উতসেয়া বর্তমানে বোলিং করা থেকে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন

তথ্যসূত্র

  1. "Zazai, Ghani in Afghanistan World Cup Squad"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪
  2. "Shafiqullah Shafiq replaces injured Mirwais Ashraf in Afghanistan squad"। Zee News। ২৫ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫
  3. "Clarke named in World Cup squad"। ১৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫
  4. "World Cup 2015: Michael Clarke to play against Bangladesh, confirms Darren Lehmann"। Reuters। ১৮ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৫
  5. Isam, Mohammad। "Soumya Sarkar in Bangladesh World Cup squad"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫
  6. "Soumya Sarkar in Bangladesh World Cup squad"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫
  7. Isam, Mohammad। "What delayed Bangladesh's squad selection?"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫
  8. "An optimistic Streak"। The Daily Star। ১০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫
  9. Isam, Mohammad। "Al-Amin to be sent home for breaking team curfew"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৫
  10. "Shafiul Islam Replaces Al-Amin Hossain"। Sports Mirchi। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫
  11. "Imrul to replace injured Anamul"Cricinfo। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫
  12. "Cricket World Cup: England recall Gary Ballance to one-day squad"। BBC। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪
  13. "Jos Buttler named England vice captain"। Manchester Evening News। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৫
  14. "New Zealand 2015 ODI World Cup Squad"। Genius। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৫
  15. "ESPNCricinfo profile"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫
  16. "Statistics / Statsguru / BB McCullum / One-Day Internationals"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫
  17. "ESPNCricinfo profile"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫
  18. "Statistics / Statsguru / MJ Henry / One-Day Internationals"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫
  19. "ESPNCricinfo profile"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫
  20. "Statistics / Statsguru / AF Milne / One-Day Internationals"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫
  21. "Milne ruled out of New Zealand tilt"। ESPNCricinfo। ২৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫
  22. "SCOTLAND NAME FINAL 15 MAN SQUAD FOR THE ICC CRICKET WORLD CUP 2015"। ৯ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫
  23. "Cricket World Cup 2015: Scotland send home Majid Haq"। BBC Sport। ১১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫
  24. "Malinga Provisionally Picked in Sri Lanka's 15"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫
  25. "Lasith Malinga is fit for Sri Lanka's World Cup opener"। Cricbuzz। ১৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৫
  26. "World Cup: India seamer Ishant Sharma ruled out with knee injury". BBC Sport. 7 February 2015. Retrieved 7 February 2015.
  27. "Dushmantha Chameera to replace Dhammika Prasad at World Cup"। Yahoo News। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৫
  28. "EVENT TECHNICAL COMMITTEE APPROVES REPLACEMENT IN SRI LANKA'S SQUAD FOR THE ICC CRICKET WORLD CUP 2015"। ICC। ২৫ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫
  29. "ICC Cricket World Cup 2015: Sri Lankan batsman Dimuth Karunaratne ruled out due to injury"। ICC। ৫ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৫
  30. "Cricket World Cup 2015: Sri Lanka bring Kusal Perera into squad"। BBC Sport। ১০ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৫
  31. "INDIA ANNOUNCES FINAL 15 MAN SQUAD FOR ICC CRICKET WORLD CUP 2015"। ৬ জানুয়ারি ২০১৫। ৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫
  32. "Dhawal Kulkarni to stay in Australia as cover for Bhuvneshwar Kumar"। SportsKeeda। ১০ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫
  33. "World Cup 2015: Ireland name unchanged squad"BBC Sport। BBC Sport। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৫
  34. Farooq, Umar। "Pakistan Pick Sohail Khan for World Cup"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫
  35. "Mohammad Hafeez: Pakistan off-spinner banned for illegal action"। ৭ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৫
  36. "Mohammad Hafeez: Pakistan off-spinner to face fresh ICC tests"। ১০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৫
  37. "Cricket World Cup 2015: Junaid Khan out of Pakistan squad"। BBC Sport। ২ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৫
  38. "Pakistan replace injured Junaid Khan with Rahat Ali ahead of World Cup"। Sky Sports। ৫ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫
  39. Moonda, Firdose। "South Africa Gamble on Quinton de Kock"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫
  40. "UAE Name Final 15 Man Squad for ICC Cricket World Cup 2015"। ১৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫
  41. "NARINE WITHDRAWS FROM WEST INDIES CWC SQUAD"। ২৭ জানুয়ারি ২০১৫। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫
  42. "EVENT TECHNICAL COMMITTEE APPROVES REPLACEMENT IN WEST INDIES' SQUAD FOR THE ICC CRICKET WORLD CUP 2015"। ২৯ জানুয়ারি ২০১৫। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫
  43. Moonda, Firdose। "Hamilton Masakadza Set for First World Cup"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.