সৌম্য সরকার

সৌম্য শান্ত সরকার (জন্ম: ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩) সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারবাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। এছাড়াও বাংলাদেশ এ-দল, অনূর্ধ্ব-১৯ দল, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা বিভাগ ও দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছেন। বামহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী।

সৌম্য সরকার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসৌম্য শান্ত সরকার
জন্ম (1993-02-25) ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩
সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ
উচ্চতা ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭৬)
২৮ এপ্রিল ২০১৫ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১৫)
১ ডিসেম্বর ২০১৪ বনাম [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে]]
ওডিআই শার্ট নং৫৯
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৫-বর্তমানদক্ষিণ অঞ্চল
২০১৫-বর্তমানরংপুর রাইডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ৩৫ ৩৬ ৪৮
রানের সংখ্যা ৫৫৮ ১১১৭ ১৮০২ ১৬১৯
ব্যাটিং গড় ২৯.৩৬ ৩৬.০৩ ২৮.১৫ ৩৫.৯৭
১০০/৫০ -/- ২/৬ ১/১২ ২/১১
সর্বোচ্চ রান ৮৬ ১২৭* ৫১ ১২৭*
বল করেছে ১৮৪ ১২০ ১৫০০ ৫৯৪
উইকেট ১৬
বোলিং গড় ১১৫.০০ ১০৫.০ ৪৬.২৬ ৩১.২৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৪৫ ৫/৩৪ ৩/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং –/ ১১/– ২৮/– ২৩/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১২ জুলাই ২০১৫

প্রারম্ভিক জীবন

৪-৭ অক্টোবর, ২০১০ তারিখে ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে খুলনা বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগে তার অভিষেক ঘটেছিল। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স দলের পক্ষে চুক্তিতে আবদ্ধ হন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে খেলেছেন। ক্রিকেটার না হলে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতেন।

খেলোয়াড়ী জীবন

১ ডিসেম্বর, ২০১৪ তারিখে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ৫ম ও শেষ একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে।[1] ঐ খেলায় তিনি ১৮ বলে ৪ বাউন্ডারির সাহায্যে ২০ রান সংগ্রহ করেন। একই খেলায় তার সাথে তাইজুল ইসলামেরও অভিষেক হয়। খেলায় বাংলাদেশ দল ৫ উইকেটে জয় পেয়ে ৫-০ ব্যবধানে জিম্বাবুয়ে দলকে বাংলাওয়াশ করে।

২২ এপ্রিল, ২০১৫ তারিখে তিনি তার প্রথম ওডিআই শতক হাঁকান।[2] মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় ওডিআইয়ে ১১০ বল মোকাবেলা করে অপরাজিত ১২৭* রান তোলেন। তার এ ইনিংসটিতে ছয়টি ছক্কা ও ১৩টি চারের মার ছিল। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের (৬৪) সাথে জুটি গড়ে মূল্যবান ১৪৫ রান সংগ্রহ করেন। পরবর্তীতে মুশফিকুর রহিমের (৪৯*) সাথে নিরবিচ্ছিন্নভাবে ৯৭ রান তোলেন। এরফলে তার দল ১০ ওভারেরও বেশি বল বাকী থাকতে ৮ উইকেটের সহজ জয় পায়। এছাড়াও বাংলাদেশ ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করে।[2] খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

২৪ এপ্রিল, ২০১৫ তারিখে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিকে মুস্তাফিজুর রহমানের সাথে তারও অভিষেক ঘটে।[3] কিন্তু মাত্র ৩ বল মোকাবেলা করে শূন্য রানে রান আউটের শিকার হন তিনি। ঐ খেলায় অবশ্য সাকিবসাব্বির রহমানের ক্রীড়ানৈপুণ্যে বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বিরাট জয় পায়।

ক্রিকেট বিশ্বকাপ

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[4] এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন।[5]

৯ মার্চ, ২০১৫ তারিখে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ৫ম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে ৩য় উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে (১০৩) সাথে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন। খেলায় তিনি ৪০ রান সংগ্রহ করেন। এরপর মুশফিকুর রহিমের ঝড়োগতিতে ৭৭ বলে ৮৯ রানের সুবাদে একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলগতভাবে সর্বোচ্চ রান তোলে।[6] পরবর্তীতে রুবেল হোসেনের প্রশংসনীয় বোলিংয়ে (৪/৫৩) বাংলাদেশ ১৫ রানের ব্যবধানে জয়ী হওয়াসহ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

আন্তর্জাতিক শতকসমূহ

  • কলামের রান, * চিহ্ন দ্বারা অপরাজিত বোঝান হয়েছে
  • কলামের শিরোনাম ম্যাচ দ্বারা খেলোয়াড়ের ম্যাচ সংখ্যা উল্লেখ করা হয়েছে

একদিনের আন্তর্জাতিক শতকসমূহ

সৌম্য সরকারের একদিনের আন্তর্জাতিক শতকসমূহ
#রানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছরফলাফল
১২৭*১০ পাকিস্তান ঢাকা, বাংলাদেশশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম২০১৫বিজয়ী
১১৭৩৫ জিম্বাবুয়ে চট্টগ্রাম, বাংলাদেশজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম২০১৮বিজয়ী

তথ্যসূত্র

  1. "Zimbabwe tour of Bangladesh, 5th ODI: Bangladesh v Zimbabwe at Dhaka, Dec 1, 2014"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪
  2. Krishnaswamy, Karthik (২৩ এপ্রিল ২০১৫)। "Sarkar ton powers Bangladesh to 3-0, Bangladesh v Pakistan, 3rd ODI, Mirpur April 22, 2015"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৫
  3. "Pakistan bat, four debutants in the mix". ESPN Cricinfo. Retrieved 24 April 2015.
  4. Isam, Mohammad। "Soumya Sarkar in Bangladesh World Cup squad"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫
  5. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/squad/816431.html
  6. "Mahmudullah ton lifts Bangladesh to 275"। ESPN Cricinfo। ৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.