নাসির আহমেদ

নাসির আহমেদ (জন্ম: ১ জানুয়ারি, ১৯৬৪) ঢাকায় জন্মগ্রহণকারী সাবেক বাংলাদেশী ক্রিকেটার।[1] ১৯৮৮ থেকে ১৯৯০ সময়কালে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে সাতটি ওডিআইয়ে প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন।

নাসির আহমেদ
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরন-
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা -
রানের সংখ্যা - ২৫
ব্যাটিং গড় - ১২.৫০
১০০/৫০ - -/-
সর্বোচ্চ রান - ১১
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১/১
উৎস: ক্রিকইনফো, ৪ সেপ্টেম্বর ২০১৬

খেলোয়াড়ী জীবন

নিয়মিত উইকেট-কিপার শফিকুল হক হীরার ১৯৮৬ সালে অবসর নেয়ার পর দল নির্বাচকমণ্ডলীর প্রথম পছন্দের ছিলেন তিনি। এরপর একাধারে ১৯৯৩ সাল পর্যন্ত দলের নিয়মিত সদস্যরূপে অংশ নেন।

কৌশলগত কারণে দল থেকে বাদ পড়েন তিনি। ব্যাটিংয়ে দূর্বলতা থাকায় তাকে অবসর নিতে হয়। অবসর পরবর্তীকালে ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রাখেন ও জাতীয় দল নির্বাচকমণ্ডলীর অন্যতম সদস্য মনোনীত হন।

তথ্যসূত্র

  1. "Nasir Ahmed's Cricinfo Profile"Cricinfo। সংগ্রহের তারিখ 2016-9-4 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.