১ জানুয়ারি

জানুয়ারি ১ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১ম দিন। বছর শেষ হতে আরো ৩৬৪ দিন (অধিবর্ষে ৩৬৫ দিন) বাকি।

১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

গ্রেগরীয় বর্ষপঞ্জীতে মাসগুলো হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। তবে মধ্যযুগে অন্য দিনকে জুলীয় পঞ্চিকার প্রথম দিন হিসাবে ধরা হতো। ১৪৫০ থেকে ১৬০০ সালের মধ্যে পশ্চিম ইউরোপের বেশির ভাগ দেশ এই দিনকে বছরের প্রথম দিন হিসাবে গ্রহণ করে।

ঘটনাবলী

জন্ম

মৃত্যু

  • ১৩৮ - লুসিয়াস এলিয়াস, গৃহীত পুত্র এবং হাদ্রিয়ানের অভিজাত উত্তরাধিকারী।
  • ৪০৪ - টেলমাকাস, খ্রিস্টান সন্ন্যাসী ও শহীদ।
  • ৪৬৬ - লিউ গান রাজবংশের চীনা সম্রাট কিয়ানফাই।
  • ৮৭৪ - হাসান আল‌-আসকারী।
  • ৮৯৮ - ওডো আমি, ফ্র্যাঙ্কিশ রাজা।
  • ৯৫১- লেমন ও গ্যালিসিয়ার রাজা রামিরো।
  • ১০৩১- উইলিয়াম অফ ভলপিয়ানো, ইতালীয় মঠাধ্যক্ষ।
  • ১১৮৯ - মার্সি হেনরি, সিস্টারিয়ান মঠাধ্যক্ষ।
  • ১২০৪ - হাওকন তৃতীয়, নরওয়ে রাজা।
  • ১৩৮৭ - চার্লস II, নাভারের রাজা।
  • ১৪৯৬ - চার্লস ডি অর্লিয়েন্স, এঙ্গোলেমে গণনা।
  • ১৫১৫ - ফ্রান্সের রাজা লুই XII.
  • ১৫৫৫ - খ্রিস্টান তৃতীয়, ডেনমার্কের রাজা।
  • ১৫৬০ - জোয়াকিম ডু বেল, ফরাসি কবি এবং সমালোচক।
  • ১৬১৭ - হেন্ড্রিক গলজিয়াস, ডাচ চিত্রশিল্পী।
  • ১৬৯৭ - ফিলিপ্পো বেলডিনুকি, ফ্লোরেনটাইন ইতিহাসবিদ এবং লেখক।
  • ১৭১৬ - উইলিয়াম উইচারলি, ইংরেজি নাট্যকার এবং কবি।
  • ১৭৪৮ - জোহান বার্নোলি, সুইস গণিতবিদ।
  • ১৭৮০ - জোহান লুডভিগ ক্রবেস, জার্মান আগ্রাসী এবং সুরকার।
  • ১৭৮২ - জোহান খৃস্টান বাক, জার্মান সংগীতকার।
  • ১৭৮৯ - ফ্লেচার নর্টন, প্রথম ব্যারন গ্রান্টলি, ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ, হাউস অফ কমন্সের ব্রিটিশ স্পিকার।
  • ১৭৯৩ - ফ্রান্সেসকো গার্ডি, ইতালীয় চিত্রশিল্পী এবং শিক্ষিকা।
  • ১৮১৭ - মার্টিন হেনরিচ ক্লাপ্রোথ, জার্মান রসায়নবিদ।
  • ১৮৪৬ - জন টরিংটন, ইংরেজি নাবিক এবং অনুসন্ধানকারী।
  • ১৮৫৩ - গ্রেগরি ব্ল্যাকল্যাণ্ড, অস্ট্রেলিয়ান কৃষক এবং অনুসন্ধানকারী।
  • ১৮৬২ - মিখাইল ওস্ট্রোগ্রেস্কি, ইউক্রেনীয় গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
  • ১৮৮১- লুই আগস্টে ব্লানকুই, ফরাসি কর্মী।
  • ১৮৯২ - রোসওয়েল বি মেসন, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, শিকাগোয়ের ২৫ তম মেয়র।
  • ১৮৯৪ - হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।
  • 1896
  • ১৯২১ - সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি সাহিত্য সমালোচক। (জন্ম ১৮৭০)
  • ২০০৮ - প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। (জন্ম ১৯১৯)

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

  1. "আজ ১ জানুয়ারি"দৈনিক যুগান্তর। ১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.