৫ আগস্ট
৫ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৭তম (অধিবর্ষে ২১৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৮ দিন বাকি রয়েছে।
<< | আগস্ট | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
২০১৯ |
ঘটনাবলী
জন্ম
- ১৮০২ - নিল্স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।
- ১৮৫০ - গি দ্য মোপাসঁ, একজন বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক। (মৃ. ১৮৯৩)
- ১৮৮৯ - কমরেড মুজফ্ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা। (মৃ. ১৯৭৩)
- ১৯০৬ - জন হিউস্টন, আইরিশ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৮৭)
- ১৯৩০ - নীল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, প্রথম মানুষ যিনি চাঁদে অবতরণ করেন।
- ১৯৪০ - অধ্যাপক ড. অণুপম সেন - উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়; সমাজবিজ্ঞানী এবং একুশে পদক বিজয়ী।
- ১৯৬৮ - মারীন ল্য পেন, ফরাসি রাজনীতিবিদ।
- ১৯৭৫ - কাজল দেবগন, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৯১ - সোহাগ গাজী, বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
- ১৯৩২ - অতুল সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
- ১৯৬২ - মেরিলিন মনরো, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, যৌন আবেদক ও পপ আইকন ছিলেন।
- ২০০০ - আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা। (জ. ১৯১৪)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৫ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.