২৫ সেপ্টেম্বর
২৫ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৮তম (অধিবর্ষে ২৬৯তম) দিন। বছর শেষ হতে আরো ৯৭ দিন বাকি রয়েছে।
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৩৯৬ - দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।
- ১৯৬৯ - ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।
জন্ম
- ১৬৪৪ - ওলে রয়মা, ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৭১০)
- ১৮৬৬ - টমাস হান্ট মর্গান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ। (মৃ. ১৯৪৫)
- ১৯২৫ - স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি। (মৃ. ২০১২)
- ১৯৪২ - পিটার পেথেরিক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (মৃ. ২০১৫)
- ১৯৫০ - জাফর ইকবাল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। (মৃ. ১৯৯২)
- ১৯৫২ - ক্রিস্টোফার রিভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০০৪)
- ১৯৬৫ - মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশী ক্রিকেটার।
- ১৯৬৬ - দোয়েল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ২০১১)
- ১৯৬৮ - উইল স্মিথ, মার্কিন অভিনেতা ও গায়ক।
- ১৯৬৯
- ক্যাথরিন জিটা-জোন্স, ওয়েলসীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।
- হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০০২)
- ১৯৮৭ - অ্যাডাম লিথ, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু
- ১৯৭০ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান লেখক। (জ. ১৮৯৮)
- ১৯৭২ - আলেহানদ্রা পিসারনিক, আর্জেন্টিনীয় কবি। (জ. ১৯৩৬)
- ১৯৮০ - লুইস মাইলস্টোন, মার্কিন চলচ্চিত্র পরিচালক। (জ. ১৮৯৫)
- ১৯৮৪ - ওয়াল্টার পিজেয়ন, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। (জ. ১৯৯৭)
- ২০০১ - সমর দাস, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক। (জ. ১৯২৯)
ছুটি ও অন্যান্য
- ওআইসি প্রতিষ্ঠা দিবস ৷
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.