২৩ সেপ্টেম্বর
২৩ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৬তম (অধিবর্ষে ২৬৭তম) দিন। বছর শেষ হতে আরো ৯৯ দিন বাকি রয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে রাত বড় হওয়া শুরু হয়।
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০১৯ |
ঘটনাবলী
আজকের দিনে নেপচুন, যা কিনা সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল।
জন্ম
- ১৮৪৭ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।
- ১৮৯৭ - ওয়াল্টার পিজেয়ন, মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। (মৃ. ১৯৮৪)
- ১৯০০ - অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, গবেষক ও নাগরিক অধিকার আন্দোলনকর্মী। (মৃ. ১৯৮১)
- ১৯২০ - মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব। (মৃ. ২০১৪)
- ১৯৪০ - মিশেল টেমার, ব্রাজিলীয় আইনজীবী, কবি ও রাজনীতিবিদ।
- ১৯৪৩ - তনুজা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৫৬ - পাওলো রসি, ইতালীয় ফুটবলার।
- ১৯৬২ - শোভা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৮০)
- ১৯৭১ - মঈন খান, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৭২ - অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল, জিম্বাবুয়ীয় ক্রিকেটার।
- ১৯৮৫ - আম্বতি রায়ডু, ভারতীয় ক্রিকেটার।
মৃত্যু
- ১৮৮২ - ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ। (জ. ১৮০০)
- ১৯৩৯ - সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রিয় মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক। (জ. ১৮৬৫)
- ১৯৮১ - অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, গবেষক ও নাগরিক অধিকার আন্দোলনকর্মী। (জ. ১৯০০)
- ১৯৮৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। (জ. ১৯২৭)
- ১৯৮৯ - আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশী শিক্ষাবিদ, কবি এবং লেখক। (জ. ১৯৩৬)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৩ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.