৫ অক্টোবর

৫ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৮তম (অধিবর্ষে ২৭৯তম) দিন। বছর শেষ হতে আরো ৮৭ দিন বাকি রয়েছে।

১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ঘটনাবলী

  • ১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা হয়।
  • ১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
  • ১৮৬৪ - ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
  • ১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।
  • ১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
  • ১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।
  • ১৯৭৫ - প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৮৯ - কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন।
  • ১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
  • ২০০২ - ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ১৮০৮ - ভিলহেল্ম ভাইৎলিং, তিনি ছিলেন জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।

জন্ম

মৃত্যু

  • ১৫৬৫ - লডভিক ফেরারী, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক।
  • ১৮০৫ সাল ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড কর্নওয়ালিস।
  • ১৯১৮ - রলান্ড গারস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও পাইলট।
  • ১৯৭৪ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
  • ১৯৭৬ - লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিদ।
  • ১৯৮৪ - মুজিবুর রহমান খাঁ, তিনি ছিলেন সাংবাদিক-সাহিত্যিক।
  • ১৯৮৫ - আবদুস সাত্তার, বাংলাদেশের রাষ্ট্রপতি।
  • ২০০৪ - মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন-পদার্থবিজ্ঞানী।
  • ২০১০ - মেরি লেওনা জামিন, তিনি ছিলেন আমেরিকান মডেল ও অভিনেত্রী।
  • ২০১১ -স্টিভ জবস, অ্যাপল ইন কর্পোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.