১৪ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৫তম দিন। বছর শেষ হতে আরো ৩২০ (অধিবর্ষে ৩২১) দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮

ঘটনাবলী

জন্ম

  • ১৪৬৮ - জোহান্নেস ওয়ার্না‌র, জার্মান যাজক ও গণিতবিদ (মৃত্যু ১৫২২)
  • ১৪৮৩ - বাবর, প্রথম মুঘল সম্রাট (মৃত্যু ১৫৩০)
  • ১৮৪৬ - জুলিয়ান স্কট, মেডেল অফ অনার প্রাপ্ত আমেরিকান সৈনিক (মৃত্যু ১৯০১)
  • ১৮৫৯ - জর্জ ওয়াশিংটন গেল ফেরিস জুনিয়র, আমেরিকান প্রকৌশলী, উদ্ভাবক (মৃত্যু ১৮৯৬)
  • ১৮৬০ - ইউজেন স্কিফার, জার্মান রাজনীতিবিদ, জার্মানি ভাইস-চ্যান্সেলর (মৃত্যু ১৯৫৪)
  • ১৮৮৫ - সৈয়দ জাফরুল হাসান, ভারতীয়-পাকিস্তানি দার্শনিক ও একাডেমিক (মৃত্যু ১৯৪৯)
  • ১৯৩৩ - মধুবালা, ভারতীয় অভিনেত্রী ও গায়িকা (মৃত্যু ১৯৬৯)
  • ১৯৪৪ - সন্তু লারমা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা।
  • ১৯৫২ - সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
  • ১৯৫৪ - জাম মুহাম্মদ ইউসুফ, পাকিস্তানি রাজনীতিবিদ, বালুচিস্তানের মুখ্যমন্ত্রী (মৃত্যু ২০১৩)

মৃত্যু

  • ৮৬৯ - সেইন্ট সিরিল, গ্রীক বিশপ, ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ৮২৭)
  • ১১৬৬ - আব্দুল কাদের জিলানী মুসলিম ধর্মপ্রচারক।
  • ১৩১৭ - ইংল্যান্ডের রাণী মার্গা‌রেট (জন্ম ১২৮২)
  • ১৪০০ - দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা।
  • ১৭৭৯ - জেমস কুক, ইংরেজ নাবিক।
  • ১৯৪৩ - ডাভিড হিলবের্ট, জার্মান গণিতবিদ।
  • ১৯৫৮ - আবদুর রব নিশতার, পাকিস্তানি রাজনীতিবিদ, পাঞ্জাবের দ্বিতীয় গভর্নর (জন্ম ১৮৯৯)
  • ১৯৯০ - টনি হলিডে, জার্মান গায়ক-গীতিকার (জন্ম ১৯৫১)
  • ২০০৫ - রফিক হারিরি, লেবানের ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লেবাননের ৬০তম প্রধানমন্ত্রী (জন্ম ১৯৪৪)
  • ২০১৫ - ফিলিপ লেভিন, আমেরিকান কবি ও একাডেমিক (জন্ম ১৯২৮)

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.