২৯ মে
২৯ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৯তম (অধিবর্ষে ১৫০তম) দিন। বছর শেষ হতে আরো ২১৬ দিন বাকি রয়েছে।
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০১৯ |
ঘটনাবলী
- ১৩২৮ - ফিলিপ-৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।
- ১৪৫৩ - কনস্টান্টিনোপল বিজয়: সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে উসমানীয় সেনারা ৫৩ দিন অবরোধের পর বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল জয় করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে।
- ১৭২৭ - দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন।
- ১৯৫৩ - তেনজিং নরগেএবং এডমন্ড হিলারী যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু জনের মধ্যে তেনজিং নরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন।
- ১৯৬৮- ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।
জন্ম
- ১৮৬৩ - আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
- ১৮৬৮ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
- ১৯১৭ - জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।
- ১৯২৯ - দ্বিজেন শর্মা, বাংলাদেশী প্রকৃতিবিদ।
- ১৯৪১ - অরুণাভ সরকার, বাংলাদেশী কবি, কলাম লেখক, সাহিত্য সম্পাদক ও মুক্তিযোদ্ধা। (মৃ. ২০১৪)
মৃত্যু
- ১৯৭৭ - সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, একজন ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৯৭৯ - ম্যারি পিকফোর্ড, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। (জ. ১৮৯২)
- ২০০৪ - আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী। (জ. ১৯৪২)
ছুটি ও অন্যান্য
- সেনাবাহিনী দিবস (আর্জেন্টিনা)
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস[1]
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৯ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.