২০ জানুয়ারি
২০ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৫ (অধিবর্ষে ৩৪৬) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৮১৭ - কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়।
- ১৮৪১ - হংকংব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
- ১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু।
- ১৯৬৯ - তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) পুলিশ কর্তৃক আমানুল্লাহ আসাদুজ্জামান নিহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য এ ঘটনাটি বেশ প্রভাব বিস্তার করেছিল বলে ইতিহাসবেত্তাদের ধারণা। শহীদ আসাদকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান রচনা করেছেন আসাদের শার্ট কবিতাটি।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় বার্বাডোস।
- ২০০৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম এবং প্রথম আফ্রো-আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে বারাক ওবামার শপথ গ্রহণ।
জন্ম
- ১৮৭৩ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, ডেনীয় ঔপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিক।
- ১৯৪৯ - ইয়োরান প্যাশন, সুইডেনের প্রধানমন্ত্রী।
- ১৯৮১ - ওয়েন হারগ্রিভস, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৭ - হাফিজ খান, সফটওয়্যার ডেভেলাপার এবং প্রোগ্রামার.
মৃত্যু
- ১৯৬৯ - আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।
- ১৯৯৩ - অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী।
- ১৯৯৪ - স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, একজন স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২০ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.