২২ আগস্ট

২২ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৪তম (অধিবর্ষে ২৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৩১ দিন বাকি রয়েছে।

১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ঘটনাবলী

  • ১৯৮৯: নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

জন্ম

  • ১৮৬২ - ক্লাউড ডেবুসয়,ফরাসি সুরকার।
  • ১৮৭৪ - মাক্স সচেলের,জার্মান দার্শনিক ও লেখক।
  • ১৮৭৭ - এ কে কুমারস্বামীর,সিংহলী শিল্পী।
  • ১৯০২ - লিনি রিয়েফেন্সটাহল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।
  • ১৯০৯ - জুলিয়াস জে. এপস্টাইন,মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক।
  • ১৯২০ - রে ব্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার। (মৃ. ২০১২)
  • ১৯৩৯ - ভালেরি হারপার, মার্কিন অভিনেত্রী ও গায়ক।
  • ১৯৫৫ - চিরঞ্জীবি, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
  • ১৯৬৩ - টোরি আমস, মার্কিন গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
  • ১৯৭১ - রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।
  • ১৯৯১ - ফেদেরিকো মাচেডা, ইতালীয় ফুটবলার।
  • ১৯৫৮ - মুকুল চৌধুরী, কবি ও গীতিকার

মৃত্যু

  • ১৮১৮: ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
  • ১৮৫০: নিকোলাস লেনাউ, রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি।
  • ১৯০৪: কেট ছপিন, মার্কিন লেখক।
  • ১৯২২: মাইকেল কলিন্স, আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
  • ১৯৫৮: রজার মারটিন ডু গার্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
  • ১৯৭৭: সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক।
  • ২০১৩: আন্ড্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়।
  • ২০১৫ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.