২৩ জুন
২৩ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৪তম (অধিবর্ষে ১৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৯১ দিন বাকি রয়েছে।
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৭৫৭ -পলাশীর যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়।
- ১৯৪৯ - পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
জন্ম
- ১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
- ১৯১৬ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
- ১৯৩৬ - সিরাজুল ইসলাম চৌধুরী, একজন বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।
- ১৯৪০ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।
- ১৯৪৮ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় লেখক।
- ১৯৫৭ - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী।
- ১৯৭২ - জিনেদিন জিদান, ফরাসি ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
- ১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, তিনি ছিলেন ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৮৩৬ - জেমস মিল, তিনি ছিলেন স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
- ১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- ১৯৫৯ - বরিস ভিয়ান, তিনি ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
ছুটি ও অন্যান্য
- পলাশী দিবস ৷
- জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস ৷
- আন্তর্জাতিক অলিম্পিক দিবস ৷
- আওয়ামী লীগ প্রতিষ্ঠা দিবস ৷
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৩ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.