৩০ অক্টোবর
৩০ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৩তম (অধিবর্ষে ৩০৪তম) দিন। বছর শেষ হতে আরো ৬২ দিন বাকি রয়েছে।
<< | অক্টোবর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ২০০৩ - ডাঃ মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।
জন্ম
- ১৭৩৫ - জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি। (মৃ. ১৮২৬)
- ১৮৩৪ - স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী। (মৃ. ১৯১২)
- ১৮৫৩ - প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। (মৃ. ১৯১০)
- ১৮৭৩ - হ্যারি ফস্টার, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৫০)
- ১৮৮৭ - সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। (মৃ. ১৯২৩)
- ১৮৯৬ - রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার। (মৃ. ১৯৮৫)
- ১৯০১ - খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশী কবি ও সাহিত্যিক। (মৃ. ১৯৮১)
- ১৯০১ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি। (মৃ. ১৯৬০)
- ১৯০৮ - পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬৭)
- ১৯২৬ - রফিকউদ্দিন আহমদ, তদানিন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। (মৃ. ১৯৫২)
- ১৯৩৩ - দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার। (মৃ. ২০১৯)
- ১৯৪৬ - বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।
- ১৯৬০ - দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার।
- ১৯৬২ - কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও কোচ।
- ১৯৬৩ - মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৬৪ - হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক।
- ১৯৬৬ - আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী। (মৃ. ২০০৬)
- ১৯৭৪ - মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।
- ১৯৭৭ - দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৮৭ - জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশী ক্রিকেটার।
- ১৯৯১ - শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
মৃত্যু
- ১৯১০ - হেনরি ডুনান্ট, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী। (জ. ১৮২৮)
- ১৯১৫ - জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৮৮)
- ১৯৩৬ - টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা। (জ. ১৮৬১)
- ১৯৬৮ - কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (জ. ১৮৯০)
- ১৯৬৯ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৯৪)
- ১৯৮৫ - ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। (জ. ১৯২৮)
- ২০০৬ - ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী। (জ. ১৯২৬)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৩০ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.