খান মোহাম্মদ মঈনউদ্দীন
খান মোহাম্মদ মঈনুউদ্দীন (৩০ অক্টোবর ১৯০১ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮১) একজন বাংলাদেশী কবি ও সাহিত্যিক। তিনি ৫০ ও ৬০-এর দশকে শিশুতোষ সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেন। তার লেখা "কাঁনা বগির ছা" কবিতাটি বাংলাদেশের শিশুদের নিকট অত্যন্ত জনপ্রিয় এবং "যুগশ্রেষ্ঠ নজরুল" নামক জীবনীটির জন্য তিনি বহুলভাবে সমাদৃত।
খান মোহাম্মদ মঈনউদ্দীন | |
---|---|
জন্ম | ৩০ অক্টোবর, ১৯০১ |
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারী, ১৯৮১ |
পেশা | সাহিত্য কবি ও পত্রিকা সম্পাদনা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ ![]() |
সময়কাল | ১৯২০ - ১৯৮১ |
উল্লেখযোগ্য রচনাবলি | যুগশ্রেষ্ঠ নজরুল, বাবা আদম |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমী পুরস্কার, ইউনেস্কো পুরস্কার একুশে পদক |
কর্মজীবন
তিনি কোলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করতেন।
সাহিত্য কর্ম
শিশু সাহিত্য
- মুসলিম বিরাঙ্গনা (১৯৩৬)
- আমাদের নবী (১৯৪১)
- ডাক্তার সঞিকের মটর বোট (১৯৪৯)
- খোলাফা-এ-রাশেদীন (১৯৫৭)
- বাবা আদম (১৯৫৮)
- স্বপ্ন দেখি (১৯৫৯)
- লাল মোরগ (১৯৬১)
- শাপলা ফুল (১৯৬২)
কাব্যগ্রন্থ
- পালের নাও (১৯৫৬)
- হে মানুষ (১৯৫৮)
- আর্তনাদ (১৯৫৮)
উপন্যাস
- অনাথিনী (১৯২৬) - সহচর পত্রিকায় ধারাবাহিক হিসেবে প্রকাশিত
- নয়া সড়ক (১৯৬৭)
ছোট গল্প
- ঝুমকোলতা (১৯৫৬)
জীবনী
- যুগশ্রেষ্ঠ নজরুল (১৯৫৬)
পুরস্কার ও সম্মননা
মঈনউদ্দীন ১৯৬০ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। যুগশ্রেষ্ঠ নজরুল বইটির জন্য তিনি ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৮ সালে তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন।
বহিঃসংযোগ
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.